অনুবাদের দুটি আলাদা পথ রয়েছে: ফজল হাসান
Published: 13th, February 2025 GMT
ফজল হাসান মূলত একজন অনুবাদক। তার অনুদিত বইয়ের তালিকায় রয়েছে দুইজন নোবেল বিজয়ীর দুইটি উপন্যাস, ২৩টি ছোটোগল্প সংকলন এবং দুইটি সম্পাদিত ও অনূদিত ছোটোগল্প সংকলন। এছাড়া তার দুইটি মৌলিক ছোটোগল্প সংকলন এবং দুটি ভ্রমণ গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বছর বইমেলায় ফজল হাসানের তিনটি অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে। অনুবাদ সাহিত্যের নানাদিক নিয়ে রাইজিংবিডির সঙ্গে কথা বলেছেন ফজল হাসান। সাক্ষাৎকার গ্রহণে স্বরলিপি।
রাইজিংবিডি: অনুবাদ সাহিত্য নতুন করে নির্মাণ ও সাহিত্যরস যুক্ত করার জন্য একজন অনুবাদকের প্রস্তুতি কেমন হতে হয়?
ফজল হাসান: যে কোনো কাজের পেছনে যেমন প্রস্তুতির প্রয়োজন পড়ে, তেমনই অনুবাদ সাহিত্য নতুন করে নির্মাণ ও সাহিত্যরস যুক্ত করার জন্য একজন অনুবাদকের রীতিমতো আঁটসাট বেঁধে প্রস্তুতি নিতে হয়। প্রথমে আমি গল্প কিংবা উপন্যাস খুব মনোযোগ দিয়ে পড়ি এবং অনুবাদের যোগ্য কি না – সেটা যাচাই করি। কেননা উইলিয়াম রাদিচের ভাষায় বলতে হয়, সব গল্পই অনুবাদ করা যায় না। তিনি আরও বলেছেন, যেসব গল্প অনুবাদ যোগ্য এবং অনুবাদে মূল সৌন্দর্য্য হারাবে না, শুধু সেগুলোই অনুবাদ করা উচিত। আমি তার কথাগুলো মনে রেখে গল্প বাছাই করি। আমার প্রকাশিত গ্রন্থ দেখলেই বোঝা যাবে।
গল্প নির্বাচনের ক্ষেত্রে আমি বিভিন্ন তথ্যসূত্রের মাধ্যমে প্রথমে গবেষণা করি কোন লেখকের উপন্যাস বা ছোটোগল্প কিংবা কোন দেশের বা কোন বিষয়ের ওপর ছোটগল্প অনুবাদ হয়নি, হোক না সেগুলো আধুনিক কিংবা সমকালীন লেখকদের রচনা। আমি সেসব লেখা সংগ্রহ এবং একটা ধারণা নিই। আমি যা অনুবাদ করি, সংক্ষেপে বলতে হয়, যখন আমি সিদ্ধান্ত নিই যে একটা ভালো গল্প অনুবাদ করব (আগেই উল্লেখ করেছি যে, সব গল্প অনুবাদ করা যায় না), আমি গল্প লেখকদের জীবন সম্পর্কে, তার লেখার ধরন বা স্টাইল এবং কোন ‘টোন’-এ সাধারনত তিনি লেখেন, গবেষণার মাধ্যমে এসব বিষয় সম্পর্কে ধারনা নিই এবং লেখককে বোঝার চেষ্টা করি। তারপর গল্প অনুবাদ করার সময় সেই জ্ঞানটুকু কাজে লাগাই। এ ভাবেই আমি মূল লেখার প্রতি বিশ্বস্ত থাকার চেষ্টা করি। তবে এ কথা সত্যি যে, অনুবাদকে পাঠকের কাছে মনোগ্রাহী এবং পাঠ যোগ্য করার জন্য অনুবাদককে মাঝে মধ্যে কিছুটা স্বাধীনতা নিতে হয়। আমিও তাই করি।
রাইজিংবিডি: ২০২৫ বইমেলায় আপনার নতুন অনুবাদ গ্রন্থ নাগিব মাহফুজের ‘অ্যাড্রিফ্ট অন দ্য নাইল’ এবং হান কাংয়ের ‘দ্য হোয়াইট বুক’ এবং ‘ইতালির নোবেল বিজয়ী ও অন্যান্য লেখকদের নির্বাচিত গল্প’ প্রকাশিত হয়েছে। এগুলোর প্রেক্ষাপট জানতে চাই।
ফজল হাসান: ২০২৫ বইমেলায় আমার তিনটি অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে দুটি উপন্যাস এবং একটি ছোটোগল্প সংকলন। উপন্যাস দুটি যথাক্রমে ১৯৮৮ সালে নোবেল বিজয়ী মিশরীয় কথাসাহিত্যিক নাগিব মাহফুজের ‘অ্যাড্রিফ্ট অন দ্য নাইল’ এবং ১৯২৪ সালে নোবেল ও ২০১৬ সালে ইন্টারন্যাশনাল বুকার বিজয়ী ‘কোরিয়ান কাফকা’ খ্যাত লেখিকা হান কাংয়ের ‘দ্য হোয়াইট বুক’। এ দুটি উপন্যাসের প্রকাশক বাংলাদেশের জনপ্রিয় প্রকাশনা সংস্থা ‘ইত্যাদি গ্রন্থ প্রকাশ’ এবং বইমেলায় পাওয়া যাচ্ছে (ইত্যাদি গ্রন্থ প্রকাশ, প্যাভিলিয়ন ১৯)।
‘অ্যাড্রিফ্ট অন দ্য নাইল’ নাগিব মাহফুজের অন্যতম জনপ্রিয় এবং পাঠক নন্দিত উপন্যাস। এই উপন্যাসে নাগিব মাহফুজ মিশরের মধ্যবিত্ত শ্রেণীর মূলহীনতাকে তুলে ধরেছেন। নীল নদের ওপর ভাসমান একটি হাউসবোটে একদল লোকের উম্মাদনা এবং আনন্দ-ফূর্তির বর্ণনা দেওয়া হয়েছে। সেই হাউসবোটে তারা কিফ বা হাশিশ, মাদক এবং যৌনতার পরিবেশে নিজেদের ভাসিয়ে দিয়ে সুখ-আনন্দ লাভ করার চেষ্টা করতেন। উপন্যাসের প্রধান চরিত্র আনিস জাকি। তিনি একজন হতাশাগ্রস্ত ও মাদকাসক্ত সরকারি কর্মচারী এবং তার খারাপ অভ্যাসের কারণে তিনি চাকুরীতে পুরোপুরি থিতু হতে পারেননি। প্রতি সন্ধ্যায় তিনি নীল নদের ভাসমান হাউসবোটে সমাবেশের আয়োজন করতেন। সেখানে তিনি ও তার মতো অন্যান্য বন্ধুরা মিলিত হতেন এবং অসামাজিক কাজে নিজেদের ব্যস্ত রাখতেন। সেই তাদের সমাবেশে একজন তরুণী সাংবাদিক যোগ দেন এবং গোপনে তাদের ক্রিয়াকলাপ নথিভুক্ত করতে শুরু করেন। একসময় তাদের সম্প্রীতি ভেঙে যেতে শুরু করে এবং শেষপর্যন্ত মর্মান্তিক দূর্ঘটনায় শেষ হয়। উল্লেখ্য, এই গ্রন্থে আরও রয়েছে লেখকের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা।
‘দ্য হোয়াইট বুক’ হান কাংয়ের কল্পকাহিনী এবং আত্মজীবনীমূলক কাব্যিক উপন্যাস, যা আঙ্গিকের দিক থেকে ব্যতিক্রম। উপন্যাসটি তিনটি অধ্যায়ে (আমি অর্থাৎ ‘আই’, সে অর্থাৎ ‘শি’ এবং সব শুভ্রতা অর্থাৎ ‘অল হোয়াইটনেস’) বিভক্ত, যেখানে তিন ধরনের বর্ণনামূলক দৃষ্টিকোণ থেকে বলা অণুগল্পের মতো, কখনো মনে হয় কবিতার মতো, ছোটো ছোটো কাহিনীর সমাহার। এসব কাহিনীতে সাদা রঙের বস্তুর বর্ণনার ভেতর দিয়ে লেখিকা মানুষের দুঃখ, শোক, ক্ষত এবং মানবজাতির নশ্বর শরীর ও আত্মার অন্তর্নিহিত রূপ ফুটিয়ে তুলেছেন। উপন্যাসটি অধিবক্তার বোনের শোকগাথা ঘিরে রচিত। সেই বোন জন্মের কিছুক্ষণ পরেই মারা যায়। দুঃখের বাইরেও মানুষের ভাগ্যের অনুমানমূলক বিষয়গুলো তুলে ধরা হয়েছে এই উপন্যাসে। উল্লেখ্য, সম্পূর্ণ উপন্যাস ছাড়াও এই গ্রন্থে রয়েছে উপন্যাস সম্পর্কে হান কাংয়ের সাক্ষাৎকার এবং লেখিকার জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা।
অন্যদিকে ছোটোগল্প সংকলন ‘ইতালির নোবেল বিজয়ী ও অন্যান্য লেখকদের নির্বাচিত গল্প’ সংকলনে রয়েছে আঠারো জন লেখকের আঠারোটি গল্প রয়েছে, যা দুটি পর্বে সন্নিবেশিত করা হয়েছে। প্রথম পর্বে রয়েছে তিনজন নোবেল বিজয়ী লেখকের তিনটি গল্প। তারা হলেন: লুইজি পিরান্দেলো, গ্রাৎসিয়া দেলেদ্দা ও ইউজেনিও মন্তেল। দ্বিতীয় পর্বে রয়েছে পনেরজন লেখকের পনেরটি গল্প এবং লেখক তালিকায় রয়েছেন আলবার্তো মোরাভিয়া, ইতালো ক্যালভিনো, এলসা মোরান্তে, কার্লো এমিলিও গাদ্দা, এলিও ভিত্তোরিনি, দিনো বুজ্জাতি, কার্লো ক্যাসোলা, নাতালিয়া গিনজবুর্গ, আন্না মারিয়া ওরতেসে, গফরেদো প্যারিসি এবং ডোমেনিকো স্টারনোন। অনুবাদ গ্রন্থটি বইমেলায় পাওয়া যাচ্ছে (অক্ষরবৃত্ত, স্টল ৪২৪-৪২৫)।
আরো পড়ুন:
বইমেলায় মুজাহিদ উদ্দীনের দুই বই
বুক মার্কেটিং লেখক-প্রকাশক উভয়েরই দায়িত্ব: জসিম উদ্দিন
রাইজিংবিডি: বিশ্ব সাহিত্যের অনেক বই নিশ্চয় পড়া হয়, একটি বইকে কখন অনুবাদ যোগ্য মনে করেন?
ফজল হাসান: অবশ্যই বিশ্ব সাহিত্যের অনেক বইপড়া হয়, তবে কোনো বইকে কখন অনুবাদ যোগ্য মনে করি, তা নির্ভর করে আমার নিজস্ব পছন্দ ও রুচির সঙ্গে পাঠকদের রুচিবোধ এবং আগ্রহ। এই দীর্ঘ সময় অনুবাদের সঙ্গে জড়িত থেকে মোটামুটি বুঝতে পরি পাঠকরা কোন ধরনের বিদেশি সাহিত্য পড়তে চায় বা জানতে আগ্রহী। সাধারণত আমি এমন সব আলাদা এবং বিচিত্র ধরনের বিষয় বা দেশ ভিত্তিক গল্প নির্বাচন করি, যার সঙ্গে পাঠকদের পরিচয় নেই। উল্লেখ্য, আমার অনূদিত গ্রন্থের তালিকা দেখলেই তা সহজে বোঝা যায়। এছাড়া কোনো আন্তর্জাতিক পুরষ্কার (যেমন নোবেল, বুকার এবং আন্তর্জাতিক বুকার) পাওয়ার পর যখন পুরষ্কারপ্রাপ্ত লেখকদের সাহিত্য কর্ম সম্পর্কে বাংলাদেশের পাঠকদের মনে জানার আগ্রহ দেখা দেয়, তখন তাদের লেখা অনুবাদ করার সিদ্ধান্ত নিই। তবে অনেক সময় সাহিত্য সম্পাদকদের অনুরোধে বিশেষ বিষয়ের ওপর গল্প কিংবা বিখ্যাত লেখকদের নির্দিষ্ট কোনো গল্প অনুবাদ করতে হয়।
রাইজিংবিডি: অনুবাদ সাহিত্য নির্মাণের ক্ষেত্রে আপনি কোন পন্থা অবলম্বন করেন?
ফজল হাসান: অবশ্যই অনুবাদ সাহিত্য প্রথমে মূল লেখাকে আত্মস্থ করতে হয় এবং তারপর পাঠকের কথা মাথায় রেখে নিজের মতো করে তা সহজ ও সাবলীল ভাবে নির্মাণ করতে হয়। এ কথা সত্যি যে, অনুবাদের দুটি আলাদা ধারা বা পথ রয়েছে, যা আমরা মেটাফ্রেস্টিক বা মূলানুগ অনুবাদ এবং প্যারাফ্রেস্টিক বা স্বাধীন অনুবাদ বুঝি। যেহেতু বেশির ভাগ ক্ষেত্রে আমি অন্য ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ হওয়ার পর বাংলায় অনুবাদ করি, তাই ইংরেজি ছাড়া অন্য ভাষার রস আচ্ছাদন করার সুযোগ আমার নেই। সুতরাং আমি সবসময় ইংরেজি ভাষায় অনূদিত মূলানুগ অনুবাদ করার প্রতি সচেষ্ট থাকি। কেননা স্বাধীন অনুবাদে আসল ভাব কতটুকু বজায় রাখা সম্ভব, সে বিষয়ে আমি সন্দিহান। আমরা জানি, অনুবাদ হচ্ছে একধরনের সৃষ্টিশীল কর্ম। তাই অনেক সময় মূলানুগ অনুবাদের সঙ্গে নিজের সৃষ্টিশীলতারও খানিক স্পর্শ লেগে থাকা অস্বাভাবিক নয়।
এ কথা সত্যি যে, কোনো লেখা যদি সরাসরি মূল ভাষা থেকে অনুবাদ না হয়ে অন্য আরেক ভাষা থেকে অনুবাদ করা হয়, তাতে কিছু সমস্যা তো থাকবেই। এ বিষয়ে দুটি সম্পূর্ণ ভিন্ন ধারার মতামত আছে। কেউ কেউ মনে করেন যে, ইংরেজি ভাষা ছাড়া অন্য ভাষা থেকে সরাসরি অনূদিত না হলে, অর্থাৎ অনুবাদ থেকে অনুবাদ হলে, শেষের অনুবাদে হয়তো কিছুটা খামতি দেখা দিতে পারে, বিশেষ করে ভাবের। তবে বলা হয় যে, অনুবাদকের দুটি আলাদা ভাষার দক্ষতা অনেক সময় সেই খামতি পূরণ করতে পারে। অন্যদিকে ইংরেজিতে অনুবাদ সাহিত্যের জন্য বৃটেনের পেন ক্লাব পদক এবং বানিপাল ট্রাস্ট পুরস্কার প্রাপ্ত সমকালীন আধুনিক আরবী সাহিত্যের সেরা অনুবাদক হামফ্রে ডেভিসের মতে, সাহিত্যের অনুবাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যে ভাষায় অনুবাদ করা হচ্ছে, শুরুতেই সেই ভাষাভাষি পাঠকের কাছে পরিচিত একটা গল্প বলার স্টাইল খুঁজে বের করা। তিনি বলেছেন, এই স্টাইল হবে এমন, যা মূল গল্প বলার স্টাইলের সঙ্গে ‘ম্যাচ’ করে অর্থাৎ খাপ খায়। এটা একমাত্র সম্ভব, যখন কোনো অনুবাদক মূল গল্পের ব্যাকরণ ও ভাষার বাইরেও প্রতিটি শব্দ এবং বাক্যের ব্যবহারের বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকেন।
রাইজিংবিডি: অনুবাদ সাহিত্যের পাঠক অনেক বেশি, একজন অনুবাদক হিসেবে গ্রহণযোগ্যতা কি একই সমান্তরালে তৈরি হয়, নাকি সময় লাগে?
ফজল হাসান: বর্তমানে বাংলাদেশে অনুবাদ সাহিত্যের অনেক বেশি পাঠক দেখা যায়। নিঃসন্দেহে বিষয়টি ইতিবাচক। আমি মনে করি, একজন অনুবাদক হিসেবে গ্রহণযোগ্যতা একই সমান্তরালে তৈরি হয় না, এবং বেশ সময় লাগে। আমার কথাই ধরা যাক। আমি অনুবাদ কর্মে প্রবেশ করি ২০১০ সালে এবং প্রথম গল্প সংকলন প্রকাশিত হয় ২০১৩ সালে। তারপর ধীরে ধীরে আমার অনুবাদ কাজের সংখ্যা বাড়তে থাকে এবং পাঠক মহলে পরিচিত হতে থাকি। অনেক পাঠক এবং সম্পাদকের কাছে আমার অনুবাদ কাজ গ্রহণযোগ্যতা লাভ করেছে এবং তাঁরা আমার নাম জানেন। বর্তমানের এই অবস্থানে আসতে আমার অনেক সময় লেগেছে। তার অন্যতম কারণ হিসেবে বলা যায় আমার পরবাসী অবস্থান।
রাইজিংবিডি: একজন অনুবাদকের প্রচারণা কৌশল কেমন হওয়া উচিত?
ফজল হাসান: প্রথমেই প্রশ্ন করা যেতে পারে, বইয়ের প্রচারের দায়িত্ব কার, লেখকের নাকি প্রকাশকের, নাকি তৃতীয় কোনো পক্ষের? এ বিষয়ে একাধিক মতবাদ চালু আছে। যেমন একশ্রেণি মানুষের সোজাসাপটা মত হলো লেখকের কাজ কেবল সাহিত্য রচনা করা এবং তারা বই বিক্রির প্রচারক নয়। বরং বই বিক্রির কাজ পুরোপুরিই প্রকাশকের। অন্যদিকে আরেক দল মনে করেন যে, প্রযুক্তির নির্ভর সমাজে নিজের লেখা প্রচারের দায়িত্ব সামান্য হলেও লেখকদের বহন করা উচিত। তৃতীয় পক্ষ (আমার ভাষায়) আরেকটু এগিয়ে বলেন যে, বই প্রচারণার বিষয়ে দৈনিক খবরের কাগজের সাহিত্য সম্পাদক, এমনকি সাপ্তাহিক, পাক্ষিক কিংবা মাসিক পত্রিকা এবং অনলাইন ম্যাগাজিনের সম্পাদকের দায়িত্ব রয়েছে। কেননা তারা সাহিত্য কর্মকে পুস্তাকারে প্রকাশিত হওয়ার আগেই পাঠকের সঙ্গে লেখকদের পরিচয় করিয়ে দেন। তারা প্রকাশিত ভালো বইয়ের খবর ছেপে পাঠককে উৎসাহিত করতে পারেন। যদিও বইমেলার সময় এ বিষয়টি দেখা যায়, তবে সারা বছরই করা যেতে পারে। তাই বলা যেতে পারে যে, একজন অনুবাদকের, এমনকি যে কোনো লেখকের, প্রচারণা কৌশল হওয়া উচিত লেখক, প্রকাশক এবং সাহিত্য সম্পাদকদের ত্রিমুখী সমন্বয়।
রাইজিংবিডি: প্রকাশনীগুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন, সঠিক সময়ে রয়্যালিটি পান কি?
ফজল হাসান: অনুবাদক হিসেবে আমার অনূদিত গ্রন্থের ঝুড়িতে রয়েছে দুজন নোবেল বিজয়ীর দুটি উপন্যাস, ২৩টি ছোটোগল্প সংকলন এবং দুটি সম্পাদিত ও ছোটোগল্প সংকলন। এছাড়া আমার দুটি মৌলিক ছোটোগল্প সংকলন এবং দুটি ভ্রমণ গল্প গ্রন্থ প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩১টি, যা ১৩টি প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে। এসব প্রকাশনা সংস্থার মধ্যে মাত্র তিন বা চারটি প্রকাশনা সংস্থার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভালো। তারা প্রুফ পাঠান, প্রচ্ছদ সম্পর্কে মতামত চান এবং চুক্তি করেন। মাত্র একটি প্রকাশনা সংস্থা ছাড়া কোনো প্রকাশনা সংস্থা আমাকে কখনই বিভিন্ন তথ্য জানায়নি, যেমন কতগুলো বই তারা ছেপেছেন, পাঠক প্রিয়তা কতটুকু, বিক্রি কেমন হচ্ছে বা হয়েছে, ইত্যাদি। অবশ্য এসব বিষয়গুলো আমাকে জানালে আমি নিঃসন্দেহে আনন্দিত হতাম এবং উৎসাহ পেতাম। মাত্র দুটি প্রকাশনা সংস্থা (একাধিক গ্রন্থ প্রকাশিত হওয়ার পরেও এক প্রকাশনা থেকে একবার) রয়্যালিটি পেয়েছি। বাকিদের সম্পর্কে মন্তব্য নিষ্প্রয়োজন।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন ব ল ব জয় ফজল হ স ন ন ক সময় উপন য স ল খকদ র বইম ল য় র জন য প রথম ধরন র
এছাড়াও পড়ুন:
পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়া প্রস্তুত, সচিব কমিটি উপদেষ্টা পরিষদে পাঠাবে
পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। দু-এক দিনের মধ্যে অধ্যাদেশের খসড়াটি সচিব কমিটির মাধ্যমে উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য যাবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের নেতৃত্বে উপদেষ্টাদের সমন্বয়ে একটি কমিটি প্রস্তাবিত পুলিশ কমিশনের কাঠামো ও কার্যক্রমের খসড়া তৈরি করেছে।
খসড়ায় প্রস্তাব করা হয়েছে, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এই কমিশনের চেয়ারপারসন হবেন। সদস্য থাকবেন একজন অবসরপ্রাপ্ত জেলা জজ; গ্রেড-২ পদমর্যাদার নিচে নন এমন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা; অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক পদমর্যাদার নিচে নন এমন একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা; পুলিশ একাডেমির একজন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ; আইন, অপরাধবিজ্ঞান বিষয়ের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত অধ্যাপক; ১৫ বছর অভিজ্ঞতা রয়েছে এমন একজন মানবাধিকারকর্মী।
আরও পড়ুনপুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে স্বাধীন কমিশন অপরিহার্য৮ ঘণ্টা আগেকমিশনের চেয়ারপারসন আপিল বিভাগের বিচারপতি এবং সদস্যরা হাইকোর্ট বিভাগের বিচারপতির সমপদমর্যাদার হবেন।কমিশনের চেয়ারপারসন আপিল বিভাগের বিচারপতি এবং সদস্যরা হাইকোর্ট বিভাগের বিচারপতির সমপদমর্যাদার হবেন। সদস্যরা যোগদানের দিন থেকে চার বছর নিজ নিজ পদে থাকবেন। মেয়াদ শেষে কোনো সদস্য আবার নিয়োগের যোগ্য হবেন না।
অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে, পুলিশ কমিশনের নির্দেশ বা সুপারিশ প্রতিপালনে বাধ্যবাধকতার বিষয়ে বলা হয়েছে—এই কমিশন যেকোনো কর্তৃপক্ষ বা সত্তাকে কোনো নির্দেশ দিলে উক্ত কর্তৃপক্ষ বা সত্তা অনধিক তিন মাসের মধ্যে তা বাস্তবায়ন করে কমিশনকে অবহিত করতে হবে। তবে কমিশনের নির্দেশ বা সুপারিশ বাস্তবায়নে কোনো অসুবিধা হলে সে ক্ষেত্রে নির্দেশ বা সুপারিশ পাওয়ার অনধিক তিন মাসের মধ্যে কমিশনকে অবহিত করতে হবে। কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করে যে নির্দেশ বা সুপারিশ পাঠাবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই নির্দেশ বা সুপারিশ কমিশন নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করে কমিশনকে জানাতে হবে।
আরও পড়ুনকোনো দল নয়, পুলিশের আনুগত্য থাকবে আইন ও দেশের প্রতি৯ ঘণ্টা আগেপুলিশ কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের পর জুলাই জাতীয় সনদেও এটি অন্তর্ভুক্ত হয়েছে।এই কমিশনের সদস্য পদে নিয়োগের সুপারিশ প্রদানের জন্য সাত সদস্যের সমন্বয়ে একটি বাছাই কমিটি গঠন করা হবে। খসড়া অধ্যাদেশে প্রধান বিচারপতির মনোনীত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির মনোনীত একজন সরকারদলীয় এবং একজন বিরোধীদলীয় সংসদ সদস্যকে বাছাই কমিটিতে রাখার কথা উল্লেখ করা হয়েছে। ন্যূনতম পাঁচ সদস্যের উপস্থিতিতে বাছাই কমিটির কোরাম হওয়া ও বাছাই কমিটির বাছাই প্রক্রিয়া শুরুর ৩০ দিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে খসড়া প্রস্তাবে।
আরও পড়ুন‘আওয়ামী পুলিশ, বিএনপি পুলিশ’ তকমা নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কঠিন: সাবেক আইজিপি নুরুল হুদা১৭ ঘণ্টা আগেপুলিশ কমিশন অধ্যাদেশ খসড়ায় কমিশন প্রতিষ্ঠা, কার্যালয়, সদস্যদের নিয়োগ, মেয়াদ, কমিশনের সদস্য হওয়ার জন্য কারা অযোগ্য, সদস্যদের পদত্যাগ, অপসারণ, পুলিশি কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি, নাগরিকের অভিযোগ অনুসন্ধান-নিষ্পত্তি, পুলিশ সদস্যদের সংক্ষোভ নিরসন, পুলিশপ্রধান নিয়োগ, আইন-বিধি, নীতিমালা প্রণয়ন ও গবেষণা বিষয়েও প্রস্তাব রাখা হয়েছে।
পুলিশ কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের পর জুলাই জাতীয় সনদেও এটি অন্তর্ভুক্ত হয়েছে।
আরও পড়ুনমাঝেমধ্যে শুনতে হয়, ‘উনি কি আমাদের লোক’: আইজিপি১৭ ঘণ্টা আগে