এখনকার শিশুরা বই থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। তারা ঝুঁকে যাচ্ছে মোবাইল, ট্যাব কিংবা টেলিভিশনের প্রতি। এই আসক্তি তাদের বই পড়ার আনন্দ থেকে বঞ্চিত করছে। অথচ জ্ঞান অর্জন, কল্পনাশক্তি বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য বই পড়ার বিকল্প নেই। তাই ছোটবেলা থেকেই শিশুর মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি।
পরিবার থেকেই শুরু হোক বইয়ের প্রতি ভালোবাসা
শিশুর বই পড়ার অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদি মা-বাবা নিজেরাই বই পড়েন, শিশুও স্বাভাবিকভাবেই বইয়ের প্রতি আগ্রহী হয়ে উঠবে। শিশুকে গল্প পড়ে শোনানো, বই নিয়ে আলোচনা করা বা রাতে ঘুমানোর আগে গল্প বলা যেতে পারে। এসব ছোট ছোট অভ্যাস তার মনে বইয়ের প্রতি ভালোবাসা জন্মাতে সাহায্য করবে।
বই নির্বাচন হোক শিশুর বয়স ও রুচির ভিত্তিতে
প্রত্যেক শিশুর রুচি ও আগ্রহ ভিন্ন। তাই বই বাছাইয়ের সময় তার বয়স ও পছন্দের বিষয়গুলো মাথায় রাখা জরুরি। ছোটদের জন্য রঙিন ছবি ও সহজ ভাষার বই উপযুক্ত। বড় শিশুদের রূপকথা, কল্পকাহিনি, বিজ্ঞানভিত্তিক বই কিংবা ইতিহাসের গল্প তাদের মধ্যে কৌতূহল বাড়াতে পারে। বই নির্বাচন করার সময় শিশুকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিলে সে বইয়ের প্রতি আরও আগ্রহী হবে।
বইমেলা ও লাইব্রেরির প্রতি আগ্রহী করে তোলা
বইমেলা, লাইব্রেরি বা বইয়ের দোকানে নিয়ে গিয়ে শিশুকে নতুন বইয়ের জগৎ সম্পর্কে জানানো যেতে পারে। বইমেলায় ঘুরতে গেলে শিশুরা নানা ধরনের বই ও পছন্দের লেখকদের সঙ্গে পরিচিত হতে এবং বই কেনার আনন্দ উপভোগ করতে পারে। পাশাপাশি যদি পরিবারে একটি ছোট্ট বুকশেলফ রাখা হয়, তাহলে শিশুরা বই পড়ার প্রতি আরও বেশি আগ্রহী হবে।
বইকে বিনোদনের অংশ করা
বর্তমান যুগে প্রযুক্তির বিকল্প নেই। এটি যেন বইয়ের প্রতি আগ্রহ কমিয়ে না ফেলে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। শিশুকে বইকে বিনোদনের অংশ করতে গল্প বলা প্রতিযোগিতা, বই পড়ে তার গল্প বলার অভ্যাস তৈরি করা বা বইয়ের চরিত্র নিয়ে আলোচনা করা যেতে পারে।
কীভাবে বই পড়াকে উপভোগ্য করা যায়?
১.
২. প্রতিদিন নির্দিষ্ট সময়ে বই পড়ার অভ্যাস গড়ে তুললে শিশু ধীরে ধীরে এটি উপভোগ করতে শুরু করবে।
৩. শিশু যদি বন্ধুর সঙ্গে বই আদান-প্রদান করে, তবে বই পড়ার আগ্রহ বাড়বে।
৪. শিশু যদি পড়ে একটি গল্প বলতে পারে বা গল্পের নৈতিক দিকগুলো বুঝিয়ে বলতে পারে, তবে তাকে পুরস্কৃত করা যেতে পারে। এতে সে আরও বই পড়তে উৎসাহিত হবে। v
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন