রাজধানীর ময়নারটেক এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ মোস্তাকিম নামে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্র নিহত হয়েছে। একই দুর্ঘটনায় তার বন্ধু আহত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মোস্তাকিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

মোস্তাকিমের বাবা ফিরোজ আল মামুন বলেছেন, “মোস্তাকিম দক্ষিণখানের ব্রাইটন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রণিতে পড়ত। আজ সকালে আমার অজান্তে মোটরবাইক নিয়ে বের হয় সে। ময়নারটেক বাজারের কাছে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে রাস্তার ওপর পড়ে গেলে আমার ছেলে ও তার বন্ধু আহত হয়। ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মোস্তাকিমকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরো বলেন, “আমাদের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর থানা এলাকায়। দক্ষিণখানের চালাবন এলাকায় থাকি। আমার দুই ছেলের মধ‍্যে মোস্তাকিম ছিল বড়।”

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানিয়েছেন, মোস্তাকিমের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ঢাকা/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি

চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ