অবশেষে নরসিংদীর রায়হান মিয়ার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ
Published: 16th, August 2025 GMT
মেঘনাপারের এক প্রত্যন্ত অঞ্চলে রায়হান মিয়ার বেড়ে ওঠা। এসএসসিতে ভালো ফল করার পর সবাই যখন নরসিংদীর রায়পুরাতেই নিজেদের কোনো কলেজে ভর্তি হওয়ার কথা বলছিল, রায়হান তখন খুঁজছিলেন দেশসেরা কোনো কলেজে পড়ার পথ। এভাবে নিজেই খোঁজ নিয়ে নটর ডেম কলেজে ভর্তির সিদ্ধান্ত নেন। কিন্তু ঢাকায় এসে কলেজের ভর্তি ফরম তুলে দেওয়ার মতো কেউ তাঁর ছিল না। রায়হান নিজেই একদিন ট্রেনে চেপে বসেন। একা রাজধানীতে পা রাখার সেই সফর ছিল ভয়, উত্তেজনা আর স্বপ্নে ভরা। যে যাত্রাই আজ তাঁকে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে। সেখানে হার্ভার্ড কেনেডি স্কুলে পাবলিক পলিসি বিষয়ে পড়ার সুযোগ পেয়েছেন তিনি। এ মাসেই শুরু হবে ক্লাস।
রায়হানের স্বপ্নের সিঁড়িনটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ভর্তি হন রায়হান মিয়া। একদিন ক্লাসে কোনো এক শিক্ষক ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে বিদেশে উচ্চশিক্ষার সুযোগের কথা বলেছিলেন। তখন থেকেই বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি শুরু করেন রায়হান। একদিন হার্ভার্ড কেনেডি স্কুল সম্পর্কে জেনে মনে মনে ঠিক করেন, পড়লে এই স্কুলেই পড়বেন।
রায়হান বলেন, ‘এই স্কুল ভর্তির সুযোগ পেতে যা যা করতে হবে, তখন থেকেই আমি তা করা শুরু করি। কোয়ান্টিটেটিভ কোর্সগুলোতে ভালো গ্রেডকে তারা বেশি মূল্যায়ন করে। সেই থেকে অনার্সে আমার চার বছরের সব কোর্স থেকে কোয়ান্টিটেটিভ কোর্সগুলোকে আলাদা করি। এই কোর্সগুলোতে বেশি গুরুত্ব দিই। সব কটি কোর্সেই পরে এ-প্লাস পাই। পাশাপাশি কলেজ থেকে করে আসা স্বেচ্ছাসেবী কাজেও জড়িয়ে থাকি। কারণ, এসবও তারা গুরুত্ব দেয়।’
রায়হান মিয়া.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ