মেঘনাপারের এক প্রত্যন্ত অঞ্চলে রায়হান মিয়ার বেড়ে ওঠা। এসএসসিতে ভালো ফল করার পর সবাই যখন নরসিংদীর রায়পুরাতেই নিজেদের কোনো কলেজে ভর্তি হওয়ার কথা বলছিল, রায়হান তখন খুঁজছিলেন দেশসেরা কোনো কলেজে পড়ার পথ। এভাবে নিজেই খোঁজ নিয়ে নটর ডেম কলেজে ভর্তির সিদ্ধান্ত নেন। কিন্তু ঢাকায় এসে কলেজের ভর্তি ফরম তুলে দেওয়ার মতো কেউ তাঁর ছিল না। রায়হান নিজেই একদিন ট্রেনে চেপে বসেন। একা রাজধানীতে পা রাখার সেই সফর ছিল ভয়, উত্তেজনা আর স্বপ্নে ভরা। যে যাত্রাই আজ তাঁকে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে। সেখানে হার্ভার্ড কেনেডি স্কুলে পাবলিক পলিসি বিষয়ে পড়ার সুযোগ পেয়েছেন তিনি। এ মাসেই শুরু হবে ক্লাস।

রায়হানের স্বপ্নের সিঁড়ি

নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ভর্তি হন রায়হান মিয়া। একদিন ক্লাসে কোনো এক শিক্ষক ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে বিদেশে উচ্চশিক্ষার সুযোগের কথা বলেছিলেন। তখন থেকেই বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি শুরু করেন রায়হান। একদিন হার্ভার্ড কেনেডি স্কুল সম্পর্কে জেনে মনে মনে ঠিক করেন, পড়লে এই স্কুলেই পড়বেন।

রায়হান বলেন, ‘এই স্কুল ভর্তির সুযোগ পেতে যা যা করতে হবে, তখন থেকেই আমি তা করা শুরু করি। কোয়ান্টিটেটিভ কোর্সগুলোতে ভালো গ্রেডকে তারা বেশি মূল্যায়ন করে। সেই থেকে অনার্সে আমার চার বছরের সব কোর্স থেকে কোয়ান্টিটেটিভ কোর্সগুলোকে আলাদা করি। এই কোর্সগুলোতে বেশি গুরুত্ব দিই। সব কটি কোর্সেই পরে এ-প্লাস পাই। পাশাপাশি কলেজ থেকে করে আসা স্বেচ্ছাসেবী কাজেও জড়িয়ে থাকি। কারণ, এসবও তারা গুরুত্ব দেয়।’

রায়হান মিয়া.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নিজের খেলার উন্নতির জন‌্য লেভেল-২ কোচিং কোর্স কমপ্লিট আকবরের

যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাংলাদেশ ‘এ’ দল গিয়েছে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে। এর আগে তাদের ক‌্যাম্প হয়েছে চট্টগ্রামে। সঙ্গে বিসিবির হাই পারফরম‌্যান্স ইউনিটের ক‌্যাম্পও চলেছে। কোথাও ছিলেন না আকবর।

সামাজিক যোগাযোগ মাধ‌্যমে নিজের ব‌্যক্তিগত ছবি পোস্ট করে আকবর ধারনা দিয়েছিলেন, স্ত্রীকে নিয়ে যুক্তরাজ‌্যে অবস্থান করছেন। তাই ক্রিকেট থেকে দূরে। তবে ক্রিকেট থেকে তিনি দূরে ছিলেন না।

ফাঁকা সময়ে নিজের ক্রিকেট দক্ষতা বাড়ানো এবং খেলার গভীরতা সম্পর্কে ধারণার জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে লেভেল-২ কোচিং সার্টিফিকেশন সম্পন্ন করেছেন আকবর। সামাজিক যোগাযোগ মাধ‌্যমে আকবর এই খবর নিশ্চিত করেছেন।

লেভেল-২ সার্টিফিকেটের ছবি পোস্ট করে আকবর লিখেছেন, ‘‘আমি সবসময়ই খুব ছোটবেলা থেকেই এটা করতে চেয়েছিলাম। কারণ আমি বিশ্বাস করি এটি আমাকে একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও বেড়ে উঠতে সাহায্য করবে। এই কোর্সটি সম্পন্ন করার জন্য বিসিবি এবং ইসিবির সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ।’’

আগামী মাসে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি আসর। এর আগে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হবে। ২২টি প্রথম শ্রেণি, ৯২টি লিস্ট ‘এ’ ও ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা আকবরকে দেশে ফিরতে হবে শিগগিরিই।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ