বৈদেশিক মুদ্রা বিনিময়ের (ডলার বদলে টাকা নেওয়ার) সময় ভুল বোঝাবুঝির জের ধরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইরানের দুই নাগরিককে মারধর করা হয় বলে জানিয়েছে পুলিশ। ওই সময় তাদের ছিনতাইকারী আখ্যা দিয়ে ‘মব’ সৃষ্টি করা হয়।

মারধরের এক পর্যায়ে তাদের উদ্ধার করতে গিয়ে পুলিশও আহত হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দু’জন হলেন– সাব্বির ও আব্দুল্লাহ। তারা স্থানীয় বলে জানতে পেরেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার এইচ এম শফিকুর রহমান সমকালকে বলেন, পুলিশের ওপর আক্রমণ ও গুরুতর আঘাতের অভিযোগ এনে গতকাল বুধবার পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এতে দুই ইরানি নাগরিককে মারধরের ঘটনার বর্ণনাও রয়েছে। ভাটারা থানার এই মামলায় গ্রেপ্তার দু’জনসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, আহত দুই বিদেশির ভাষ্য, গত মঙ্গলবার দুপুরে তারা এক বাংলাদেশির কাছ থেকে ডলার বদলে টাকা নেন। লেনদেনের এক পর্যায়ে বাংলাদেশি ব্যক্তি দাবি করেন, তিনি কম ডলার পেয়েছেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তিনি বিদেশিদের বহনকারী গাড়িতে আঘাত করে ক্ষোভ প্রকাশ করেন। এই দৃশ্য দেখে আশপাশের লোকজন জড়ো হতে থাকে। ভয় পেয়ে দুই বিদেশি দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা চালান। তখন লোকজন ধাওয়া করে তাদের মারধর করে। ওই সময় তাদের বাংলাদেশি গাড়িচালক পিটুনির শিকার হয়ে পালিয়ে যান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফুটপাতে দাঁড়িয়ে দুই পক্ষ আর্থিক লেনদেন করছেন। ঘটনার সূত্রপাত কীভাবে, তা ফুটেজ দেখে স্পষ্ট হওয়া যায়নি। 

মারধরের শিকার ব্যক্তিরা হলেন– ইরানের নাগরিক মোহাম্মদ আহমদ (৭৪) ও তাঁর নাতি মো.

মেহেদী (১৮)। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তারা এ দেশে বেড়াতে এসেছেন বলে জানিয়েছেন। আহত গাড়িচালকের খোঁজ মেলেনি।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ছিনতাইয়ের একটি অভিযোগ উঠলেও তেমন কোনো ভুক্তভোগীকে পাওয়া যায়নি। ফলে প্রকৃতপক্ষে কী ঘটেছে, তা পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া বলার সুযোগ নেই।  

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বলেন, ইরানের দুই নাগরিকের ভাষ্যে ঘটনাটির একরকম বর্ণনা পাওয়া গেছে। কিন্তু তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ ওঠার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তারা নিরপরাধ কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ম রধর

এছাড়াও পড়ুন:

৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।

জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।

জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।

সম্পর্কিত নিবন্ধ