সদ্য শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। চ্যাম্পিয়ন ভারত থেকে সর্বাধিক পাঁচ ক্রিকেটার জায়গা পেয়েছেন দলে, যদিও অধিনায়ক রোহিত শর্মা জায়গা করে নিতে পারেননি।

রানার্সআপ নিউজিল্যান্ড থেকে চারজন অন্তর্ভুক্ত হয়েছেন এই একাদশে। দলের অধিনায়ক মিচেল স্যান্টনারকে করা হয়েছে সেরা একাদশেরও অধিনায়ক। এছাড়া আফগানিস্তানের দুজন ক্রিকেটার আছেন এই তালিকায়। তবে জায়গা হয়নি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ কিংবা স্বাগতিক পাকিস্তানের কোনো ক্রিকেটারের।

রোববার ফাইনালে নিউ জিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ২০১৩ সালের পর দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত। সোমবার আইসিসি এই সেরা একাদশ প্রকাশ করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র, যিনি ৪ ম্যাচে করেন ২৬৩ রান। তার সঙ্গে ওপেনার হিসেবে আছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান, যিনি ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

ভারতের বিরাট কোহলি (২১৮ রান), শ্রেয়াস আইয়ার (২৪৩ রান) ও লোকেশ রাহুল (১৪০ রান) ব্যাটিংয়ে অবদান রেখে জায়গা পেয়েছেন একাদশে। রাহুল থাকছেন উইকেটরক্ষক হিসেবেও। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ১৭৭ রান ও দুর্দান্ত ফিল্ডিংয়ে নজর কেড়ে জায়গা করে নেন দলে। পেস অলরাউন্ডার হিসেবে আছেন আফগানিস্তানের আজমতউল্লাহ উমারজাই (১২৬ রান ও ৭ উইকেট)। বোলিং বিভাগে আছেন মিচেল স্যান্টনার (৯ উইকেট), মোহাম্মদ শামি (৯ উইকেট), বরুণ চক্রবর্তী (৯ উইকেট) ও ম্যাট হেনরি (সর্বোচ্চ ১০ উইকেট)।

দলটির দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন ভারতের অক্ষর প্যাটেল, যিনি ৫ উইকেটের সঙ্গে ১০৯ রানও করেছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ: রাচীন রবীন্দ্র, ইব্রাহিম জাদরান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, আজমতউল্লাহ উমারজাই, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মোহাম্মদ শামি, ম্যাট হেনরি, বরুণ চক্রবর্তী। দ্বাদশ ক্রিকেটার: অক্ষর প্যাটেল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানকে হারিয়ে ‘সুপার ফোর’ স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ। মঙ্গলবার রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ ৮ রানে হারিয়েছে আফগানিস্তানকে।

বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৪ রান তোলে। জবাবে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান করে আফগানিস্তান।

আরো পড়ুন:

আফগানিস্তানকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ল বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন

রান তাড়া করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে শুরুতেই চাপের মুখে পড়ে আফগানিস্তান। শূন্যরানে ১ উইকেট ও ১৮ রানে হারায় দ্বিতীয় উইকেট। এরপর রহমানুল্লাহ গুরবাজ, গুলবাদিন নায়েব, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই ও রশিদ খান চেষ্টা করলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যে পৌঁছাতে পারেনি।

গুরবাজ ২ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৩৫ রান করেন। আজমতউল্লাহ ১ চার ও ৩ ছক্কায় করেন ৩০ রান। রশিদ খান ২ চার ও ১ ছক্কায় করেন ২০। এছাড়া গুলবাদিন ১৬ ও নবী করেন ১৫ রান।

বল হাতে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। নাসুম আহমেদ ৪ ওভারে ১ মেডেনসহ ১১ রান নিয়ে নেন ২টি উইকেট। রিশাদ হোসেন ৪ ওভারে ১৮ রানে নেন আরও ২টি উইকেট। তাসকিন আহমেদ ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট নেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • আফগানিস্তানকে হারিয়ে ‘সুপার ফোর’ স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ