১৪ মার্চ ৬০তম জন্মদিন উদ্‌যাপন করবেন বলিউড সুপারস্টার আমির খান। এবারের জন্মদিনটি বিশেষভাবে উদ্‌যাপন করার পরিকল্পনা এই তারকার। আর তাই ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত ‘আমির খান: সিনেমা কা জাদুকর’ শীর্ষক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। এই চলচ্চিত্র উৎসবে আমির অভিনীত জনপ্রিয় ছবিগুলো প্রদর্শন করা হবে। এই আয়োজন সামনে রেখে গত রোববার ‘আমির খান: সিনেমা কা জাদুকর’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই আসরে উপস্থিত ছিলেন স্বয়ং আমির খান ও লেখক-গীতিকার জাভেদ আখতার। আমির ও জাভেদ সংবাদ সম্মেলনে কিছু জানা ও কিছু অজানা কথা তুলে ধরেছেন।
গত রোববার মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে ‘আমির খান: সিনেমা কা জাদুকর’ চলচ্চিত্র উৎসবের ট্রেলার প্রকাশ করা হয়। এই চলচ্চিত্র উৎসবে আমিরের কোন কোন আইকনিক ছবি প্রদর্শিত হতে চলেছে, তা সংবাদ সম্মেলনে জানানো হয়। ভারতজুড়ে উদ্‌যাপিত হবে এই বিশেষ চলচ্চিত্র উৎসব। তাই দর্শক আমিরের আইকনিক কিছু ছবি আবার বড় পর্দায় দেখার আনন্দ নিতে পারবেন।

আরও পড়ুনআমির খান কি আবার প্রেমে পড়েছেন০৮ ফেব্রুয়ারি ২০২৫

এদিনের অনুষ্ঠানে আমির ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়তেও ‘না’ বলার সাহস দেখিয়েছিলাম আমি। তাই আমি এখনো এমন ব্যবহার করতে পারছি। আমি যদি ওই সময়ে সমঝোতা করতাম, তাহলে আমার পুরো ক্যারিয়ার সমঝোতার ওপরই টিকে থাকত।’ নিজের ক্যারিয়ারের সংগ্রামের দিনগুলোর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জীবনের সবচেয়ে বাজে সময়ে মহেশ ভাটের এক ছবিতে সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমার ছবিটা পছন্দ হয়নি। আমি সাহস করে মহেশ ভাটকে এ কথা বলেছিলাম।’

আমির খান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চলচ চ ত র উৎসব আম র খ ন

এছাড়াও পড়ুন:

শেষ হলো সপ্তম যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৫

রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর আয়োজিত তিন দিনব্যাপী ‘যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৫’ তরুণ শিক্ষার্থীদের মধে৵ অভূতপূর্ব সাড়া জাগিয়েছে। ‘ফার্ম ফ্রেশ’-এর পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর সহযোগিতায় আয়োজিত এই গণিত উৎসবে শিক্ষার্থীরা মেধা, যুক্তি ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার এক কঠিন লড়াইয়ে অংশ নেয়। এটি শুধু একটি প্রতিযোগিতা ছিল না; বরং গণিতকে নতুন করে আবিষ্কার করার এক আনন্দময় যাত্রা ছিল এটি।

প্রথম দিন: উৎসবের সূচনা ও নতুন অধ্যায়ের উন্মোচন

১১ সেপ্টেম্বর এই গণিত উৎসবের শুভসূচনা হয়। সকাল থেকেই স্কুল প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত। দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা নির্ধারিত কাউন্টারে রিপোর্ট ও রেজিস্ট্রেশন করতে ব্যস্ত ছিল। তাদের চোখেমুখে ছিল উত্তেজনা আর নতুন কিছু শেখার আগ্রহ। সব আনুষ্ঠানিকতা শেষে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মহাযজ্ঞের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের (আইআরই) অধ্যাপক আবদুল হালিম এবং বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক স্বাক্ষর শতাব্দ।

এরপর শুরু হয় দিনের প্রথম ইভেন্ট ‘জেনেসিস’, যেখানে শিক্ষার্থীদের গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করা হয়। মধ্যাহ্নভোজের পর সবচেয়ে আকর্ষণীয় ও মজার ইভেন্ট ছিল ‘ক্রিপ্টোম্যানিয়া’। এতে শিক্ষার্থীরা কোড ও সংকেত ব্যবহার করে গণিতবিষয়ক ধাঁধা সমাধান করে এবং প্রতিটি ধাঁধার সমাধান তাদের পরবর্তী ক্লু পর্যন্ত নিয়ে যায়। দিনের শেষ ইভেন্ট ছিল ‘টিক-ট্যাক-টো’, তবে গণিতের সমীকরণ ব্যবহার করে খেলাটিকে এক ভিন্নমাত্রা দেওয়া হয়। প্রথম দিনের প্রতিটি ইভেন্টই প্রমাণ করেছে যে গণিত শুধু ক্লাসের চারদেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি এক বিশাল উন্মুক্ত জগৎ।

আরও পড়ুনস্পোর্টস ফিজিওথেরাপিতে বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে ফিজিওথেরাপিস্ট আফজাল ১৪ সেপ্টেম্বর ২০২৫তিন দিনব্যাপী ‘যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৫’ তরুণ শিক্ষার্থীদের মধে৵ সাড়া জাগিয়েছে

সম্পর্কিত নিবন্ধ

  • উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
  • কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
  • কারও কোনো অপরাধ নাই
  • বিশ্বকর্মা পূজা: গাঙ্গেয় শিল্পের উৎসব
  • আজ থেকে বুসান উৎসব, নানাভাবে রয়েছে বাংলাদেশ
  • ‎সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব : ডিসি
  • ঘুম থেকে অনন্ত ঘুমে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড
  • ২০০ বছরের ঐতিহ্য নিয়ে ভোলার বৈষা দধি
  • সিডনিতে সুরের মূর্ছনায় মাতালেন নকীব-তাহসান
  • শেষ হলো সপ্তম যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৫