১৪ মার্চ ৬০তম জন্মদিন উদ্‌যাপন করবেন বলিউড সুপারস্টার আমির খান। এবারের জন্মদিনটি বিশেষভাবে উদ্‌যাপন করার পরিকল্পনা এই তারকার। আর তাই ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত ‘আমির খান: সিনেমা কা জাদুকর’ শীর্ষক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। এই চলচ্চিত্র উৎসবে আমির অভিনীত জনপ্রিয় ছবিগুলো প্রদর্শন করা হবে। এই আয়োজন সামনে রেখে গত রোববার ‘আমির খান: সিনেমা কা জাদুকর’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই আসরে উপস্থিত ছিলেন স্বয়ং আমির খান ও লেখক-গীতিকার জাভেদ আখতার। আমির ও জাভেদ সংবাদ সম্মেলনে কিছু জানা ও কিছু অজানা কথা তুলে ধরেছেন।
গত রোববার মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে ‘আমির খান: সিনেমা কা জাদুকর’ চলচ্চিত্র উৎসবের ট্রেলার প্রকাশ করা হয়। এই চলচ্চিত্র উৎসবে আমিরের কোন কোন আইকনিক ছবি প্রদর্শিত হতে চলেছে, তা সংবাদ সম্মেলনে জানানো হয়। ভারতজুড়ে উদ্‌যাপিত হবে এই বিশেষ চলচ্চিত্র উৎসব। তাই দর্শক আমিরের আইকনিক কিছু ছবি আবার বড় পর্দায় দেখার আনন্দ নিতে পারবেন।

আরও পড়ুনআমির খান কি আবার প্রেমে পড়েছেন০৮ ফেব্রুয়ারি ২০২৫

এদিনের অনুষ্ঠানে আমির ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়তেও ‘না’ বলার সাহস দেখিয়েছিলাম আমি। তাই আমি এখনো এমন ব্যবহার করতে পারছি। আমি যদি ওই সময়ে সমঝোতা করতাম, তাহলে আমার পুরো ক্যারিয়ার সমঝোতার ওপরই টিকে থাকত।’ নিজের ক্যারিয়ারের সংগ্রামের দিনগুলোর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জীবনের সবচেয়ে বাজে সময়ে মহেশ ভাটের এক ছবিতে সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমার ছবিটা পছন্দ হয়নি। আমি সাহস করে মহেশ ভাটকে এ কথা বলেছিলাম।’

আমির খান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চলচ চ ত র উৎসব আম র খ ন

এছাড়াও পড়ুন:

ডাইনির সাজে শাবনূর!

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!

প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।

আরো পড়ুন:

পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ

বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক

সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।

ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”

পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”

ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
  • ‘মবের’ পিটুনিতে নিহত রূপলাল দাসের মেয়ের বিয়ে আজ
  • এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ
  • ডাইনির সাজে শাবনূর!
  • পর্যটন শিল্প বিকাশে আইকন গ্লোবাল ট্যুর অপারেটর আল মামুন
  • টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব
  • উদ্ভাবন–আনন্দে বিজ্ঞান উৎসব
  • নবীনদের নতুন চিন্তার ঝলক
  • বিজ্ঞান উৎসব উদ্বোধন করল রোবট নাও
  • ‘ফাতেমা রানীর তীর্থোৎসবে’ আলোয় ভাসল গারো পাহাড়