রূপগঞ্জে ধর্ষণের শিকার শিশু, অভিযুক্তের বাড়ি ঘেরাও
Published: 14th, March 2025 GMT
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। চকলেট কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে দোকানে আটকে ইব্রাহিম (৫৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে এ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী বাঘবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর বাবা-মাকে হুমকি দিয়ে ৫ হাজার টাকায় ঘটনাটি ধামাচাপা দেওয়ারও চেষ্টা চালানো হয়। পরে রাত ৯টার দিকে বিষয়টি জানতে পেরে ধর্ষক ইব্রাহিমের বাড়ির সামনে বিক্ষোভ করেন এলাকাবাসী।
অভিযুক্ত ইব্রাহিম সুনামগঞ্জের বিঞ্চামপুর এলাকার আব্দুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ইব্রাহিম রূপসী বাঘবাড়ি ব্রিজ এলাকায় কাঁচামালের ব্যবসা করে। সে শিশুটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে তার দোকানের ভেতরে আটকে ধর্ষণ করে। একজন দোকানে গিয়ে ঘটনা দেখে সবাইকে জানান। তবে অভিযুক্ত যে বাড়িতে ভাড়া থাকে, সেই বাড়ির মালিক রুবেল, শিশুটির বাড়ির মালিক তানসেনসহ কয়েকজন মিলে ৫ হাজার টাকার আশ্বাস দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান। রাত ৯টার দিকে এলাকাবাসী রুবেলের বাড়ির সামনে বিক্ষোভ করেন।
সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অটিগ্রামে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সেলিম মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে শুক্রবার গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। সেলিম সুনামগঞ্জের জামালগঞ্জ থানার কাশীপুর এলাকার আজগর আলীর ছেলে।
অন্যদিকে, সোনারগাঁয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনসুর আলী (৩৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশ দিয়েছে স্থানীয়রা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার রংপুর গলি এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মনসুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে বাক্প্রতিবন্ধী শিশুকে দলবদ্ধ ধর্ষণ, ৩ আসামি কারাগারে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আট বছরের বাক্প্রতিবন্ধী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই কিশোরসহ তিনজনের বিরুদ্ধে। শুক্রবার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাগমারী এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার আসামিরা হলো– কাগমারী গ্রামের সাখাওয়াত হোসেন (১৯) এবং একই গ্রামের ১৩ ও ১৪ বছর বয়সী দুই কিশোর।
শৈলকুপায় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ
ঝিনাইদহের শৈলকুপায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, ৩ মার্চ দেবতলা গ্রামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে একই গ্রামের আলতাফ কাজীর ছেলে রিপন কাজী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে।
সিরাজগঞ্জে দুই শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও শাহজাদপুরে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রায়গঞ্জ থানার ওসি মো.
শাহজাদপুর থানার ওসি আলী আসলাম জানান, সাড়ে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শুক্রবার ১১ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।
এদিকে নোয়াখালীর হাতিয়ায় এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগের আধা ঘণ্টার মধ্যেই জামশেদ নামে একজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পৌরসভার সূর্যমুখী গ্রাম থেকে তাকে আটক করা হয়। জামশেদ ওই গ্রামের কাম ইসলামের ছেলে।
সুনামগঞ্জের দিরাইয়ে অটোরিকশায় তুলে ভুল পথে নিয়ে এক কিশোরীকে (১৬) ধর্ষণের চেষ্টা করা হয়েছে। মেয়েটি অটোরিকশা থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করে। তার ডান চোখ, কপাল, গাল ও হাত থেতলে গেছে। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পৌর শহরে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচরে নিজ ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগে শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে শিবচরের বাহাদুরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার আসামি জামিনে ছাড়া পেয়ে বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুজয় কুমার আসামিদের পক্ষ থেকে বাদীকে মামলা তুলে নিতে চাপ দেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সদর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। পরে পুলিশ সুপার সুজয় কুমারকে প্রত্যাহার করেন।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগে রাজেন রায় ঘাটোয়ার (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবারের এ ঘটনায় শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
কুষ্টিয়া দৌলতপুরের মথরাপুর বড়বাজার আশ্রয় প্রকল্প এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে উঠেছে। এ ঘটনায় ৫৫ বছর বয়সী সাহাজুল ফকির নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করে শুক্রবার কারাগারে পাঠিয়েছে পুলিশ।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি]
উৎস: Samakal
কীওয়ার্ড: গ র প ত র কর ছ বছর বয়স এক শ শ ক শ ক রব র উপজ ল র এল ক য় এ ঘটন বছর র
এছাড়াও পড়ুন:
শাহবাজ শরিফ–জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, কী বললেন
কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল বুধবার দুজনকে ফোন করেন তিনি। এ সময় হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব আরোপ করেন রুবিও।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন, শাহবাজ শরিফের সঙ্গে ফোনকলে পেহেলগামে হামলার ‘নিন্দা জানানোর প্রয়োজনীতা নিয়ে’ কথা বলেন রুবিও। একই সঙ্গে ‘অযৌক্তিক’ এই হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগীতার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে করা আলাদা একটি ফোনকলে নয়াদিল্লির সঙ্গে সংহতি প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পেহেলগামে হামলার পেছনে পাকিস্তানের হাত আছে বলে ভারত যে অভিযোগ তুলেছে এবং প্রতিশোধের যে হুমকি দিচ্ছে—এ বিষয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি।
ট্যামি ব্রুস বলেন, ‘পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় যে প্রাণহানি হয়েছে, তা নিয়ে দুঃখ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী (রুবিও)। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের সঙ্গে একজোট হয়ে কাজ করার যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে, তা–ও পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে উত্তেজনা কমাতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে কাজ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।’