রূপগঞ্জে ধর্ষণের শিকার শিশু, অভিযুক্তের বাড়ি ঘেরাও
Published: 14th, March 2025 GMT
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। চকলেট কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে দোকানে আটকে ইব্রাহিম (৫৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে এ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী বাঘবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর বাবা-মাকে হুমকি দিয়ে ৫ হাজার টাকায় ঘটনাটি ধামাচাপা দেওয়ারও চেষ্টা চালানো হয়। পরে রাত ৯টার দিকে বিষয়টি জানতে পেরে ধর্ষক ইব্রাহিমের বাড়ির সামনে বিক্ষোভ করেন এলাকাবাসী।
অভিযুক্ত ইব্রাহিম সুনামগঞ্জের বিঞ্চামপুর এলাকার আব্দুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ইব্রাহিম রূপসী বাঘবাড়ি ব্রিজ এলাকায় কাঁচামালের ব্যবসা করে। সে শিশুটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে তার দোকানের ভেতরে আটকে ধর্ষণ করে। একজন দোকানে গিয়ে ঘটনা দেখে সবাইকে জানান। তবে অভিযুক্ত যে বাড়িতে ভাড়া থাকে, সেই বাড়ির মালিক রুবেল, শিশুটির বাড়ির মালিক তানসেনসহ কয়েকজন মিলে ৫ হাজার টাকার আশ্বাস দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান। রাত ৯টার দিকে এলাকাবাসী রুবেলের বাড়ির সামনে বিক্ষোভ করেন।
সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অটিগ্রামে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সেলিম মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে শুক্রবার গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। সেলিম সুনামগঞ্জের জামালগঞ্জ থানার কাশীপুর এলাকার আজগর আলীর ছেলে।
অন্যদিকে, সোনারগাঁয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনসুর আলী (৩৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশ দিয়েছে স্থানীয়রা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার রংপুর গলি এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মনসুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে বাক্প্রতিবন্ধী শিশুকে দলবদ্ধ ধর্ষণ, ৩ আসামি কারাগারে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আট বছরের বাক্প্রতিবন্ধী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই কিশোরসহ তিনজনের বিরুদ্ধে। শুক্রবার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাগমারী এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার আসামিরা হলো– কাগমারী গ্রামের সাখাওয়াত হোসেন (১৯) এবং একই গ্রামের ১৩ ও ১৪ বছর বয়সী দুই কিশোর।
শৈলকুপায় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ
ঝিনাইদহের শৈলকুপায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, ৩ মার্চ দেবতলা গ্রামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে একই গ্রামের আলতাফ কাজীর ছেলে রিপন কাজী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে।
সিরাজগঞ্জে দুই শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও শাহজাদপুরে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রায়গঞ্জ থানার ওসি মো.
শাহজাদপুর থানার ওসি আলী আসলাম জানান, সাড়ে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শুক্রবার ১১ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।
এদিকে নোয়াখালীর হাতিয়ায় এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগের আধা ঘণ্টার মধ্যেই জামশেদ নামে একজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পৌরসভার সূর্যমুখী গ্রাম থেকে তাকে আটক করা হয়। জামশেদ ওই গ্রামের কাম ইসলামের ছেলে।
সুনামগঞ্জের দিরাইয়ে অটোরিকশায় তুলে ভুল পথে নিয়ে এক কিশোরীকে (১৬) ধর্ষণের চেষ্টা করা হয়েছে। মেয়েটি অটোরিকশা থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করে। তার ডান চোখ, কপাল, গাল ও হাত থেতলে গেছে। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পৌর শহরে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচরে নিজ ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগে শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে শিবচরের বাহাদুরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার আসামি জামিনে ছাড়া পেয়ে বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুজয় কুমার আসামিদের পক্ষ থেকে বাদীকে মামলা তুলে নিতে চাপ দেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সদর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। পরে পুলিশ সুপার সুজয় কুমারকে প্রত্যাহার করেন।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগে রাজেন রায় ঘাটোয়ার (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবারের এ ঘটনায় শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
কুষ্টিয়া দৌলতপুরের মথরাপুর বড়বাজার আশ্রয় প্রকল্প এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে উঠেছে। এ ঘটনায় ৫৫ বছর বয়সী সাহাজুল ফকির নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করে শুক্রবার কারাগারে পাঠিয়েছে পুলিশ।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি]
উৎস: Samakal
কীওয়ার্ড: গ র প ত র কর ছ বছর বয়স এক শ শ ক শ ক রব র উপজ ল র এল ক য় এ ঘটন বছর র
এছাড়াও পড়ুন:
ঢাবিতে সপ্তাহব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাস্কর্য বিভাগের উদ্যোগে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে সপ্তাহব্যাপী ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী’ শুরু হয়েছে।
রবিবার (২ নভেম্বর) চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আরো পড়ুন:
জাবি অধ্যাপককে হুমকি গণতান্ত্রিক চেতনার পরিপন্থি: ইউট্যাব
ঢাবি উপ-উপাচার্যের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান নাসিমুল খবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, শিল্পাচার্য তনয় প্রকৌশলী ময়নুল আবেদিন, ভাস্কর্য বিভাগের অধ্যাপক লালা রুখ সেলিম এবং শিল্পকর্ম প্রদর্শনীর আহ্বায়ক ড. নাসিমা হক মিতু।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “শিল্পের কোন সীমা নেই। এর একটি শাশ্বত ভাষা রয়েছে। এই শৈল্পিক ভাষা ও শিল্পকর্মের মাধ্যমে শিল্পীরা মানুষের মনে স্থান করে নেন।”
শিক্ষার্থীদের ১ বছরের শ্রেণির কাজ থেকে বাছাইকৃত শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীটি প্রয়াত ভাস্কর অধ্যাপক হামিদুজ্জামান খান স্মরণে উৎসর্গ করা হয়েছে। এতে ৪৩ জন শিল্পীর ৭১টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য ছয়জন শিল্পীকে পুরস্কৃত করা হয়েছে। তাদের সনদ ও পুরস্কার প্রদান করেন। পরে তিনি সেরা শিল্পকর্মের জন্য ছয়জনকে সনদ ও পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।
পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা হলেন- প্রত্যয় সাহা (শিল্পী আনোয়ার জাহান স্মৃতি পুরস্কার), চিন্ময় ঘোষ (অধ্যাপক আবদুর রাজ্জাক স্মৃতি পুরস্কার), অলি মিয়া (ভাস্কর নভেরা আহমেদ স্মৃতি পুরস্কার), মৃধা মো. রাইয়ান আযীম (অধ্যাপক হামিদুজ্জামান খান স্মৃতি পুরস্কার), সুমিত রায় (মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার) এবং সুপ্রিয় কুমার ঘোষ (নিরীক্ষামূলক শ্রেষ্ঠ পুরস্কার)।
আগামী ৮ নভেম্বর পর্যন্ত এ শিল্পকর্ম প্রদর্শনী চলবে । প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
ঢাকা/সৌরভ/মেহেদী