ফরিদপুরে ডিক্রিরচর বন্ধু ফোরামের উদ্যোগে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে শহরের বায়তুল আমান রেলক্রসিং জামে মসজিদ চত্বরে এ ঈদসামগ্রী দেওয়া হয়। 

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা। এছাড়া বিশেষ অতিথি ছিলেন সমকাল প্রকাশক ও চ্যানেল ২৪এর পরিচালক আবুল কালাম আজাদ এবং ফরিদপুর জজ কোর্টের নারী ও শিশু আদালতের পিপি গোলাম রাব্বানী ভুঁইয়া রতন। 

জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, একটি অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে যদি তাদের অগ্রসর অংশ এভাবে দাঁড়ায় তাহলে সমাজে সব ক্ষেত্রে বৈষম্য কমে আসবে। 

তিনি আরও বলেন, একতাবদ্ধ জনগণ ইচ্ছা করলেই ভালো কিছু করতে পারে, তার উদাহরণ ২৪ এর গণঅভ্যুত্থান। আমাদের সম্মিলিত প্রচেষ্টাতেই সুখী-সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি।

সমকাল প্রকাশক ও ডিক্রীরচর বন্ধু ফোরামের প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ বলেন, ২০২০ সালে করোনার সময় জাতীয় জীবনের ক্রান্তিলগ্নে আর্তমানবতার সেবায় আত্মপ্রকাশ হয় এই সংগঠনের। আমরা সব সংকটে, দুর্যোগে, সুখে-দুঃখে নদী ভাঙনে নিঃস্ব হয়ে যাওয়া মানুষদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। 

সমাজসেবক ইয়াকুব আলী মুন্সির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদল সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এ আয়োজনের সার্বিক সহায়তায় ছিলেন সমাজসেবক উজ্জ্বল পাল, বন্ধু ফোরাম উপদেষ্টা হারুনুর রশীদ, উপদেষ্টা লোকমান হোসেন,  উপদেষ্টা দেলেয়ার হোসেন, বন্ধু ফোরাম সভাপতি ইঞ্জিনিয়ার আমজাত হোসেন, সাধারণ সম্পাদক মো.

সিদিদ্দকুর রহমান সেন্টু।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ১২৭ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আরও কম, ১২৫ রানে। কিন্তু রোববার (০২ নভেম্বর) তারা চোখে চোখ রেখে লড়াই করল আফগানিস্তানের বিপক্ষে।

আগে ব্যাট করে ৩ উইকেটে আফগানদের করা ২১০ রানের জবাবে জিম্বাবুয়ে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০১ রান করে হার মানে মাত্র ৯ রানে। দুই ইনিংসে রান হয়েছে মোট ৪১১টি। যা আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।

আরো পড়ুন:

কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস

ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত

স্বাগতিকরা থেমে থেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্রিয়ান বেনেট, সিকান্দার রাজা, রায়ান বার্ল ও তাশিনগা মুসেকিওয়ার ব্যাটে লড়াই করে শেষ বল পর্যন্ত। বেনেট ৩ চার ও ২ ছক্কায় করেন ৪৭ রান। অধিনায়ক রাজা ৭টি চার ও ২ ছক্কায় করেন ৫১ রান। বার্ল ১৫ বলে ৫ ছক্কায় খেলেন ৩৭ রানের ঝড়ো ইনিংস। আর মুসেকিওয়া ২ চার ও ১ ছক্কায় করেন ২৮ রান।

বল হাতে আফগানিস্তানের আব্দুল্লাহ আহমদজাই ৪ ওভারে ৪২ রানে ৩টি উইকেট নেন। ফজল হক ফারুকি ৪ ওভারে ২৯ রানে ২টি ও ফরিদ আহমদ ৩ ওভারে ৩৮ রানে নেন ২টি উইকেট।

তার আগে উদ্বোধনী জুটিতে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ১৫.৩ ওভারে ১৫৯ রানের জুটি গড়েন। এই রানে গুরবাজ আউট হন ৪৮ বলে ৮টি চার ও ৫ ছক্কায় ৯২ রানের ইনিংস খেলে। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ১৬৩ রানের মাথায় ইব্রাহিম আউট হন ৭টি চারে ৬০ রান করে। এরপর সেদিকুল্লাহ অটল ১৫ বলে ২টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ২১০ পর্যন্ত নিয়ে যান।

বল হাতে জিম্বাবুয়ের ব্রাড ইভান্স ৪ ওভারে ৩৩ রানে ২টি উইকেট নেন। অপর উইকেটটি নেন রিচার্ড এনগ্রাভা।

৯২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন গুরবাজ। আর মোট ১৬৯ রান করে সিরিজ সেরা হন ইব্রাহিম জাদরান।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ