ফরিদপুরে ডিক্রিরচর বন্ধু ফোরামের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ
Published: 28th, March 2025 GMT
ফরিদপুরে ডিক্রিরচর বন্ধু ফোরামের উদ্যোগে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে শহরের বায়তুল আমান রেলক্রসিং জামে মসজিদ চত্বরে এ ঈদসামগ্রী দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা। এছাড়া বিশেষ অতিথি ছিলেন সমকাল প্রকাশক ও চ্যানেল ২৪এর পরিচালক আবুল কালাম আজাদ এবং ফরিদপুর জজ কোর্টের নারী ও শিশু আদালতের পিপি গোলাম রাব্বানী ভুঁইয়া রতন।
জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, একটি অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে যদি তাদের অগ্রসর অংশ এভাবে দাঁড়ায় তাহলে সমাজে সব ক্ষেত্রে বৈষম্য কমে আসবে।
তিনি আরও বলেন, একতাবদ্ধ জনগণ ইচ্ছা করলেই ভালো কিছু করতে পারে, তার উদাহরণ ২৪ এর গণঅভ্যুত্থান। আমাদের সম্মিলিত প্রচেষ্টাতেই সুখী-সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি।
সমকাল প্রকাশক ও ডিক্রীরচর বন্ধু ফোরামের প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ বলেন, ২০২০ সালে করোনার সময় জাতীয় জীবনের ক্রান্তিলগ্নে আর্তমানবতার সেবায় আত্মপ্রকাশ হয় এই সংগঠনের। আমরা সব সংকটে, দুর্যোগে, সুখে-দুঃখে নদী ভাঙনে নিঃস্ব হয়ে যাওয়া মানুষদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।
সমাজসেবক ইয়াকুব আলী মুন্সির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদল সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এ আয়োজনের সার্বিক সহায়তায় ছিলেন সমাজসেবক উজ্জ্বল পাল, বন্ধু ফোরাম উপদেষ্টা হারুনুর রশীদ, উপদেষ্টা লোকমান হোসেন, উপদেষ্টা দেলেয়ার হোসেন, বন্ধু ফোরাম সভাপতি ইঞ্জিনিয়ার আমজাত হোসেন, সাধারণ সম্পাদক মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আরিফুল/রাজীব