পুরো মার্চ মাসটাই ‘এস কে’ মাস: বুবলী
Published: 29th, March 2025 GMT
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলীর সন্তান শেহজাদ খান বীর। সম্প্রতি বীরের জন্মদিন উদযাপন করেছেন শাকিব খান। এই রেশ কাটতে না কাটতেই শাকিব খানের জন্মদিনে বীরের পক্ষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে। বাবা, ছেলে দুইজনের নামের শরু ‘এস’ দিয়ে। তাইতো বুবলী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে দিলেন, ‘‘পুরো মার্চ মাসটাই বাবা ছেলে নিয়ে নিয়েছে জন্মদিনের সেলিব্রেশনে, মনে হয় যেনো এস কে মাস।’’
শুক্রবার মধ্যরাতে ফেসবুকে কয়েকটি ছবি ও একটি ভিডিও পোস্ট করেন বুবলী। ওই পোস্টের ক্যাপশনে এসব কথা লেখেন বুবলী।
ভিডিওতে দেখা যায়, বীরকে নিয়ে একটি ‘স্টার’ মোটিফের কেক কাটেন শাকিব। কেকের ওপরে বীরের পক্ষ থেকে লেখা- ‘‘হ্যাপি বার্থডে ড্যাডি, আওয়ার মহারাজা।’’ এরপর কেক কেটে বীরকে তা খাইয়ে দিতেও দেখা যায় শাকিবকে।
আরো পড়ুন:
লুঙ্গি পরার কারণ ব্যাখ্যা করলেন বুবলী
শাকিবের জন্মদিনে কী বার্তা দিলেন অপু-বুবলী?
বুবলীর এই পোস্টে ৭০ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়েছেন।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ ক্রিকেটের সমস্যা কী, সমাধান কোথায়: শুনুন তামিমের মুখে
এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা কী? কোন বিষয়টি সবার আগে সমাধান করা উচিত?
দুটি প্রশ্নের উত্তরে অনেকেই অনেক কথাই বলবেন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারও বিষয়টি ভালো জানার কথা। যেমন তামিম ইকবাল। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র তামিমের সামনে দুটি প্রশ্ন রেখেছিলেন। তামিমের উত্তর, ‘আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যাসিলিটিজ (অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধা) নাই।’
প্রথম আলোর কার্যালয়ে উৎপল শুভ্রকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আড্ডার মেজাজে তামিম বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথাই বলেছেন। নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ লক্ষ্য—এসব নিয়েও বেশ খোলামেলা কথা বলেন সাবেক এই ওপেনার।
আলাপচারিতার একপর্যায়েই বাংলাদেশ ক্রিকেটে এ মুহূর্তের সমস্যার প্রসঙ্গ উঠেছিল। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধার অভাবকে সামনে টেনে এনে তামিম বলেছেন, ‘একটা আন্তর্জাতিক ক্রিকেট দলের যে ফ্যাসিলিটিজ দরকার হয় কিংবা বাংলাদেশের মতো দেশে সবচেয়ে জনপ্রিয় খেলার একটি (ক্রিকেট), যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, তার আশপাশেও নেই। পৃথিবীর তৃতীয়, চতুর্থ ধনী বোর্ডের যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, আমরা এর আশপাশেও নেই।’
তামিম বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করলেন, ‘ক্রিকেট দলের প্রতি ভক্তদের যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য যে ফ্যাসিলিটিজ দরকার, আমরা তার আশপাশেও নেই। আপনি মাঝারি মানের ক্রিকেটার হতে পারেন কিংবা মাঝারি মানের ব্যাটসম্যান হতে পারেন, সঠিক অনুশীলনের মাধ্যমে কিন্তু আপনি মাঝারি মান থেকে দুই ধাপ ওপরে উঠতে পারবেন।’
মুশফিকুর রহিম