একসময় দেশে গরু বা ঘোড়ার গাড়িতে চড়ে শ্বশুরবাড়ি যাওয়ার প্রচলন ছিল। কালের বিবর্তনে এ দৃশ্য এখন বিরল। তবে পটুয়াখালীর মির্জাগঞ্জে পুরোনো সেই রীতিতে ঘোড়ার গাড়ি নিয়ে বিয়ে সেরেছেন এক তরুণ। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজর কেড়েছে। এ নিয়ে চলছে নানা আলোচনা।

ঘোড়ার গাড়িতে চড়ে কনের বাড়িতে গিয়ে বিয়ে করে আবার সেটিতেই কনেকে নিয়ে বাড়ি ফেরেন মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী গ্রামের সাইফুল ইসলাম।

ঘোড়ার গাড়ির পাশাপাশি ১০টি মোটরসাইকেল ও চারটি মাইক্রোবাসে অর্ধশতাধিক বরযাত্রী নিয়ে গত মঙ্গলবার দুপুরে কনের বাড়িতে হাজির হন তিনি। এ দৃশ্য দেখতে সেখানে ভিড় জমান উৎসুক বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুবিদখালী গ্রামের বাসিন্দা আবু জাফরের ছেলে সাইফুলের সঙ্গে বিয়ে হয় একই উপজেলার কলাগাছিয়া গ্রামের বশির হাওলাদারের মেয়ে তানিয়া আক্তারের। বর সাইফুল একটি প্রতিষ্ঠানের বরিশাল ডিপোর হিসাবরক্ষক পদে কর্মরত।

সাইফুলের বাবা আবু জাফর বলেন, ছেলের বিয়ের অনুষ্ঠানে ওর কয়েকজন বন্ধুর উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। ব্যতিক্রমী আয়োজনে উভয় পরিবারসহ এলাকার সবাই বেশ খুশি।

এমন আয়োজনের ব্যাপারে জানতে চাইলে সাইফুলের বন্ধু বিকাশ দাস বলেন, ‘ঘোড়ার গাড়িতে বিয়ে করতে কনের বাড়িতে যাওয়ার রীতিটি বড়দের কাছ থেকে শুনেছিলাম। আমরা কয়েকজন মিলে বন্ধু সাইফুলের বিয়েতে অন্য এলাকা থেকে ভাড়ায় একটি ঘোড়ার গাড়ি এনেছি।’

এমন আয়োজন দেখে নিজের মুগ্ধতা প্রকাশ করে স্থানীয় বাসিন্দা আবদুর রশিদ মিয়া বলেন, ‘একসময় ঘোড়ার গাড়ি ও গরুর গাড়িই ছিল গ্রামবাংলার ঐতিহ্য। এখন সচরাচর এসব যানবাহন দেখা যায় না। অনেক দিন পর গ্রামবাংলার হারিয়ে যাওয়া সেই ঘোড়ার গাড়িতে চড়ে কনের বাড়িতে যাওয়ার দৃশ্য দেখতে পেলাম। খুব ভালো লাগল।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া

ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক সব সময়ই দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল অনুযায়ী এগিয়েছে।

অতীতেও দ্বিপক্ষীয় সিরিজে লম্বা বিরতি দেখা গেছে। ১৯৫৪ থেকে ১৯৭৮—টানা ২৪ বছর পাকিস্তান সফরে যায়নি ভারত। আবার ১৯৬০ সালের পর পাকিস্তানও প্রথমবারের মতো ভারতে খেলতে যায় ১৯৭৯ সালে।

এরপর ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তান নিয়মিত মুখোমুখি হয়েছে। এই সময়ে ভারত তিনবার পাকিস্তান সফরে গিয়ে খেলে ১২ টেস্ট, পাকিস্তানও ভারতে গিয়ে খেলে ৮ টেস্ট।

দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে পাকিস্তান তিন টেস্ট খেলতে ভারতে যায়। এর মধ্যে একটি ছিল কলকাতার ইডেন গার্ডেনে প্রথম এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত ফিরতি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যায় ২০০৪ সালে, যা ছিল ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের অভিষেকের পর প্রথমবার।

২০০৪ সালের পাকিস্তান সফরে কড়া নিরাপত্তায় ব্যাটিংয়ে নামেন শচীন টেন্ডুলকার

সম্পর্কিত নিবন্ধ

  • বাঁশির সুরে বিরহের কষ্ট ভুলতে চান রিকশাচালক শফিকুল
  • ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে
  • ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া