বিচার বিভাগের সংস্কার না হলে অন্য কোনো সংস্কার স্থায়িত্ব পাবে না: প্রধান বিচারপতি
Published: 7th, April 2025 GMT
‘একটা কথা আমি সব সময়ই বলি, যখন আমি বিভাগীয় শহরগুলোতে যাই। আপনারা দেখেছেন সংস্কার কার্যক্রমের ব্যাপ্তিটা কত। বিভিন্ন খাতে এখন সংস্কারের প্রশ্ন এসেছে, প্রস্তাব এসেছে ও সুপারিশ এসেছে। কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে চাই, আমি আমার বিচারক ভাই–কর্মকর্তাদেরও বলি, কোনো ক্ষেত্রেই, কোনো সেক্টরেই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না, যদি বিচার বিভাগের সংস্কার না ঘটে।’
আজ সোমবার বেলা ১১টার দিকে দিনাজপুরের হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সৈয়দ জাফর আহমেদ ও তাবসেরুন্নেসা মেমোরিয়াল স্কলারশিপ ফান্ডের অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠান ছিল এটি। সৈয়দ জাফর আহমেদ ও তাবসেরুন্নেসা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের দাদা-দাদী। আজ ওই প্রতিষ্ঠানের ১০ শিক্ষার্থীর হাতে পাঁচ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা হয়তো জানেন, জুলাই–আগস্টের অভ্যুত্থানের পরেই আমার এই দায়িত্বভার গ্রহণ করা। খুব অল্প সময়ের মধ্যেই আমি আমাদের বিচারব্যবস্থা, বিচার বিভাগের অবকাঠামোগত সাংবিধানিক সুদূরপ্রসারী সংস্কারের একটি পথরেখা জাতির সামনে তুলে ধরেছিলাম।’
দিনাজপুরের হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের ১০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা তুলে দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আহম দ
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন