‘একটা কথা আমি সব সময়ই বলি, যখন আমি বিভাগীয় শহরগুলোতে যাই। আপনারা দেখেছেন সংস্কার কার্যক্রমের ব্যাপ্তিটা কত। বিভিন্ন খাতে এখন সংস্কারের প্রশ্ন এসেছে, প্রস্তাব এসেছে ও সুপারিশ এসেছে। কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে চাই, আমি আমার বিচারক ভাই–কর্মকর্তাদেরও বলি, কোনো ক্ষেত্রেই, কোনো সেক্টরেই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না, যদি বিচার বিভাগের সংস্কার না ঘটে।’

আজ সোমবার বেলা ১১টার দিকে দিনাজপুরের হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সৈয়দ জাফর আহমেদ ও তাবসেরুন্নেসা মেমোরিয়াল স্কলারশিপ ফান্ডের অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠান ছিল এটি। সৈয়দ জাফর আহমেদ ও তাবসেরুন্নেসা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের দাদা-দাদী। আজ ওই প্রতিষ্ঠানের ১০ শিক্ষার্থীর হাতে পাঁচ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা হয়তো জানেন, জুলাই–আগস্টের অভ্যুত্থানের পরেই আমার এই দায়িত্বভার গ্রহণ করা। খুব অল্প সময়ের মধ্যেই আমি আমাদের বিচারব্যবস্থা, বিচার বিভাগের অবকাঠামোগত সাংবিধানিক সুদূরপ্রসারী সংস্কারের একটি পথরেখা জাতির সামনে তুলে ধরেছিলাম।’

দিনাজপুরের হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের ১০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা তুলে দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আহম দ

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ