জেলা বিএনপির নির্দেশ অমান্য ও দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে রাজশাহীর তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির অনুলিপি আজ বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জেলা বিএনপির নির্দেশ অমান্য ও দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল কার্যক্রম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহোদয়ের নির্দেশে স্থগিত করা হলো।’

দলীয় সূত্র জানায়, শেখ হাসিনার সরকারের পতনের পর তানোরে বিএনপির রাজনীতিতে আধিপত্য বিস্তার নিয়ে গত মার্চ মাসে ১৬ দিনের ব্যবধানে দুটি সংঘর্ষে দুজন নিহত হন। এ ঘটনায় দলটির নেতা–কর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে তানোরে বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের এই সিদ্ধান্ত এল।

তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান বলেন, আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত হওয়ার ব্যাপারে কোনো চিঠি পাননি। তবে তিনি বিষয়টি শুনেছেন।

জানতে চাইলে রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার প্রথম আলোকে বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে মূলত তানোর বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। দুটি সংঘর্ষে দুটি খুন ছাড়াও আরও অনেক কারণ রয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ