নির্দেশ অমান্য: তানোরে বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত
Published: 10th, April 2025 GMT
জেলা বিএনপির নির্দেশ অমান্য ও দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে রাজশাহীর তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির অনুলিপি আজ বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জেলা বিএনপির নির্দেশ অমান্য ও দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল কার্যক্রম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহোদয়ের নির্দেশে স্থগিত করা হলো।’
দলীয় সূত্র জানায়, শেখ হাসিনার সরকারের পতনের পর তানোরে বিএনপির রাজনীতিতে আধিপত্য বিস্তার নিয়ে গত মার্চ মাসে ১৬ দিনের ব্যবধানে দুটি সংঘর্ষে দুজন নিহত হন। এ ঘটনায় দলটির নেতা–কর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে তানোরে বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের এই সিদ্ধান্ত এল।
তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান বলেন, আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত হওয়ার ব্যাপারে কোনো চিঠি পাননি। তবে তিনি বিষয়টি শুনেছেন।
জানতে চাইলে রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার প্রথম আলোকে বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে মূলত তানোর বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। দুটি সংঘর্ষে দুটি খুন ছাড়াও আরও অনেক কারণ রয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।
তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’