ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস গনহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বন্দরে বিভিন্ন এলাকায় দোয়া ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুম্মা বন্দর উপজেলার ঘারমোড়া ঈদগাহ ময়দানে ঘারমোড়া ও চর ঘারমোড়া এলাকাবাসী আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইসরায়েল ইসলামের শত্রু  তারা মুসলমানদের শত্রু। ইহুদিরা ফিলিস্তিনে গাজায় যে নৃশংস গনহত্যা চালিয়ে যাচ্ছে আমরা গনহত্যার র্তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এর পাশাপাশি আমাদের দেশের ব্যবসায়ী ভাইদেন ও এলাকাবাসীকে দৃষ্টি আকর্ষণ করে বলছি ইসরায়েলকে ধ্বংস করার জন্য তাদের সকল পন্য আমাদেরকে বয়কট করতে হবে। ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য বিশ্বের সকল মুসলমানরা এক জোট হয়ে ইসরায়েল আগ্রাসনকে রুখে দিতে হবে।

ঘারমোড়া  বাইতুল আমান জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক  রমিজ উদ্দিন বুলেটের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঘারমোড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি সোয়াইব আহাম্মেদ সাকি, ঘারমোড়া নতুন জামে মসজিদের ইমাম ও খতিব  মুফতি আবুল কাশেম, ঘারমোড়া বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আবু সাঈদ, ঘারমোড়া পাক্কা জুম্মা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল গাফফার, চর ঘারমোড়া উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি এম.

এস কাউছার, চর ঘারমোড়া  জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি এহতেশাম বিন আনোয়ার প্রমুখ।

দোয়া পরিচালনা করেন দক্ষিন ঘারমোড়া সালামত উল্ল্যাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম। দোয়া ও প্রতিবাদ সভায় ঘারমোড়া, চর ঘারমোড়া ও আলীনগরসহ বিভিন্ন এলাকার প্রায় ১ হাজার মুসল্লী ও সাধারন জনগন অংশ গ্রহন করেন। 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইসর য় ল

এছাড়াও পড়ুন:

ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান

ফিলিস্তিনি জনগণকে গণহত্যা ও নিষ্ঠুরতম বর্বরতা থেকে রক্ষা করতে অবিলম্বে পরিপূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

আজ বুধবার ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইসরায়েল এ পর্যন্ত ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করে গণহত্যা অব্যাহত রেখেছে। তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী সকলকে বিচারের আওতায় আনার আহ্বান জানান।

আরো পড়ুন:

ইসরায়েলি মানবাধিকার সংগঠনই বলছে, ‘গাজায় গণহত্যা চলছে’

ফিলিস্তিন সংকট সমাধান: সবার দৃষ্টি জাতিসংঘের বিশ্ব সম্মেলনে

পররাষ্ট্র উপদেষ্টা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুর্নব্যক্ত করে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনের একমাত্র পথ হিসেবে ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। 

গাজা পুনর্গঠনে আরব পরিকল্পনাকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ জাতিসংঘের নেতৃত্বে গাজা পুনর্গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে প্রস্তত রয়েছে। তিনি গাজায় জাতিসংঘের ত্রাণ বিতরণ কার্যক্রম বাধা দেয়ার যেকোনো প্রচেষ্টা সর্বাত্বকভাবে প্রতিরোধ করার আহ্বান জানান।

২০২৩ সালের অক্টোবরের পর হতে গাজায় অব্যাহত ইসরায়েলি আক্রমণের প্রেক্ষাপটে ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি একাত্মতা প্রকাশ এবং একটি স্থায়ী সমাধানের পথ সুগম করতে জাতিসংঘের সদস্যদের সমর্থন পুনর্ব্যক্ত করার জন্য ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী ‘জাতিসংঘ হাইলেভেল ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর দ্য পিসফুল সেটেলমেন্ট অব দ্য কোয়েশ্চেন অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য টু-স্টেট সল্যুশন’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের এই সম্মেলন আয়োজন করা হয়।

এতে বাংলাদেশসহ ১১৮টি দেশের প্রতিনিধিদল অংশগ্রহণ করছে।

ঢাকা/হাসান/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষায় পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
  • ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
  • গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬০ হাজার ছাড়াল
  • গণহত্যার বিচারের পর পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি রেজাউল করীমের