দুর্ঘটনায় দুইজন কর্মীর মৃত্যুতে জিপিএইচ ইস্পাত পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। রোববার কোম্পানির পক্ষ থেকে উপদেষ্টা ওসমান গনি চৌধুরীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক জানানো হয়।

বিবৃতিতে ওসমান গনি চৌধুরী জানান, জিপিএইচ ইস্পাত সব সময় কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। তবে এরই মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে রোববার সকালে জিপিএইচ ইস্পাত-এর ইসিআর ভবনে একটি আকস্মিক দুর্ঘটনা ঘটে। ভবনে অবস্থিত ৫০০ কেজি ভার বহনে সক্ষম মালামাল উত্তোলনকারী হোয়েস্টটি অতিরিক্ত ভারের কারণে ছিঁড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

হোয়েস্টটি শুধুমাত্র মালামাল উত্তোলনের জন্য ব্যবহারের নিয়ম থাকলেও, নূরুর সাফা নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত দুইজন সহকারী নিয়ম ভঙ্গ করে মালামালের সঙ্গে হোয়েস্টে ওঠেন। এতে হোয়েস্টটি অতিরিক্ত ভারে ছিঁড়ে যায় এবং দুজন কর্মীই গুরুতর আহত হন।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই জিপিএইচ-এর অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিমের সহায়তায় আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তারা উভয়েই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিবৃতিতে বলা হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনায় জিপিএইচ-এর পক্ষ থেকে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দুইজন কর্মীর অকাল মৃত্যুতে জিপিএইচ কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত।

এতে আরও বলা হয়, জিপিএইচ ইস্পাত সব সময় কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে এবং এই অপূরণীয় ক্ষতি জিপিএইচ পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমরা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করছি। সংবাদ বিজ্ঞপ্তি

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দ র ঘটন পর ব র

এছাড়াও পড়ুন:

নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।

এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।

নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।

সম্পর্কিত নিবন্ধ