সিরাজগঞ্জের রায়গঞ্জে পানিতে ডুবে আলফা খাতুন (৩) ও হোসেন আলী (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ পুরানপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া আলফা খাতুন এরান্দহ পুরানপাড়া গ্রামের আলহাজ হোসেনের মেয়ে ও হোসেন আলী একই গ্রামের মেনহাজ আলীর ছেলে।

এলাকাবাসী জানান, আজ সকালে বাড়ির পাশে দুই শিশু খেলা করছিল। সবার অজান্তে তারা পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ের স্বজনরা পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

আরো পড়ুন:

সিসিটিভি ফুটেজে দেখা গেল, হাসপাতাল থেকে শিশু নিয়ে পালাচ্ছেন নারী

টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যা করেছে তাদের মা: পুলিশ

সলঙ্গা থানার ওসি মোকলেছুর রহমান বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি।”

ঢাকা/অদিত্য/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ