বার্সেলোনার রোমাঞ্চকর জয়ের পর অস্বস্তির চোট সংবাদ
Published: 20th, April 2025 GMT
লা লিগার উত্তেজনাপূর্ণ ম্যাচে নাটকীয়ভাবে জয় ছিনিয়ে নিয়েছে বার্সেলোনা। শনিবার (১৯ এপ্রিল) রাতে ক্যাম্প ন্যুতে সেল্টা ভিগোর বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে কাতালান ক্লাবটি। এই জয় তাদের শীর্ষস্থান আরও মজবুত করলেও ম্যাচ শেষে এসেছে দুঃসংবাদও।
দলীয় এই সাফল্যের মাঝে উদ্বেগ ছড়িয়েছে রবার্ট লেভানডভস্কির ইনজুরি। ম্যাচের ৭৭ মিনিটে বাঁ পায়ের ঊরুর পেছনের অংশে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই পোলিশ স্ট্রাইকার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার চোটটি হ্যামস্ট্রিংয়ের, যার কারণে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
সেক্ষেত্রে লেভানডভস্কিকে মিস করতে হতে পারে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আসন্ন কোপা দেল রে ফাইনাল এবং ইন্টার মিলানের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ। আর নিশ্চিতভাবে পরবর্তী ম্যাচে মায়োর্কার বিপক্ষে মাঠে নামা হচ্ছে না তার।
আরো পড়ুন:
৩-১ এ পিছিয়ে পড়েও বার্সার ধ্রুপদী জয়
ইয়ামালকে নিয়ে মেসি: সে এখনই বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন
বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, “রবার্টের এমআরআই আগামীকাল করানো হবে। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
বর্তমান মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ৩৬ বছর বয়সী লেভানডভস্কি এখন পর্যন্ত ৪৮ ম্যাচে ৪০ গোল করেছেন, যার মধ্যে ১১টি এসেছে চ্যাম্পিয়নস লিগে। মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে এমন এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি বার্সেলোনার জন্য নিঃসন্দেহে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
লা লিগায় এখন পর্যন্ত বার্সেলোনা ৩২ ম্যাচে ২৩ জয়, ৪ ড্র ও ৫ হারে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্টে রয়েছে দ্বিতীয় স্থানে। তবে ১১ মে’র এল ক্লাসিকোই হয়তো নির্ধারণ করে দেবে কে জিতবে এবারকার লা লিগা শিরোপা।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে গবেষণা পুরস্কার এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের আবেদন করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগ ‘রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার’ ও ‘রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন ফিজিক্স’ প্রদানের জন্য দেশের পদার্থবিজ্ঞানী ও গবেষকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
কোন সালের জন্য পুরস্কার —ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠিত ট্রাস্ট ফান্ড থেকে ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের গবেষণা কাজের জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
পুরস্কার মল্যমান কত —১. পদার্থবিজ্ঞান বিষয়ে মৌলিক গবেষণার জন্য পুরস্কার পাওয়া গবেষককে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হবে।
২. পদার্থবিজ্ঞান বিষয়ে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে একজন বিজ্ঞানী বা গবেষককে নগদ ৫০ হাজার টাকা মূল্যের রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ —আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে জমা দিতে—আবেদনকারীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তিন কপি আবেদনপত্র, তিন প্রস্থ জীবনবৃত্তান্ত, তিন প্রস্থ গবেষণাকর্ম এবং তিন কপি ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
দরকারি তথ্য—১. জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রকাশিত গবেষণাকর্ম পুরস্কারের জন্য বিবেচিত হবে।
২. যৌথ গবেষণা কাজের ক্ষেত্রে গবেষণা পুরস্কারের অর্থ সমান হারে বণ্টন করা হবে। এ ক্ষেত্রে সহযোগী গবেষক বা গবেষকের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
৩. আবেদনকারী যে বছরের জন্য আবেদন করবেন পাবলিকেশন ওই বছরের হতে হবে।
৪. একই পাবলিকেশন দিয়ে পরবর্তী বছরের জন্য আবেদন করা যাবে না।
৫. কোন কারণে একজন প্রার্থী পুরস্কারের জন্য আবেদন করলে প্রার্থিতার স্বল্পতা বিবেচনা করে তাঁর আবেদন বিবেচনা করা হবে।
৬. পরীক্ষক তাঁর গবেষণা কাজের পুরস্কারের জন্য সুপারিশ না করলে তাঁকে পুরস্কারের বিষয়ে বিবেচনা করা হবে না।
৭. পদার্থবিজ্ঞানে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার একবার প্রাপ্ত গবেষকও পরবর্তী সময়ে আবেদন করতে পারবেন।
৮. নতুন গবেষককে অগ্রাধিকার দেওয়া হবে।
৯. যদি মানসম্মত গবেষণা কাজ না পাওয়া যায়, সে ক্ষেত্রে পূর্বের পুরস্কার পাওয়া গবেষকের নতুন গবেষণা কাজের পুরস্কারের জন্য পরীক্ষকের সুপারিশের ভিত্তিতে বিবেচনা করা হবে।
# আবেদন জমা দেওয়ার ঠিকানা: প্রো-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।