রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ট্রেনে কাটা পড়ে মাসুদ মিয়া (৩৫) নামের এক যুবক মারা গেছেন। 

শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আইজুদ্দিন মিয়ার ছেলে।

দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো.

সোরহাব মন্ডল।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ট্রেন ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর চরপাড়া পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়েন মাসুদ মিয়া। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

মাসুদ মিয়া কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন কয়েক ব্যক্তি।

রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেছেন, “আমরা ঘটনাস্থলে এসেছি। মাসুদের পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, চার বছর আগে ঢাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন মাসুদ। এর পর থেকে তিনি মানসিক ভারসাম্যহীন। সকালে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মরদেহের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ঢাকা/রবিউল/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসল ম

এছাড়াও পড়ুন:

চিটাগাং ক্লাবের বাইরে বিক্ষোভ বৈষম্যবিরোধীদের, চলছে গাড়ি তল্লাশি

চট্টগ্রামে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হকের ছেলের বিয়ের অনুষ্ঠান ঘিরে চিটাগাং ক্লাবের বাইরে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থী, এনসিপির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতারা। জাহেদুল হককে আটকের দাবিতে ক্লাবের সামনে এই বিক্ষোভ চলছে। বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিদের গাড়িও মধ্যরাতে তল্লাশি করছেন শিক্ষার্থী।

জাহিদুল হক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের কর্মকর্তা। তার বিরুদ্ধে অর্থের যোগানদাতা ও হত্যাসহ বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে বলে দাবি করেছেন ঘটনাস্থলে উপস্থিত এনসিপির প্রতিনিধি মুজিবুর রহমান।

ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম সমকালকে বলেন, হত্যাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা জায়েদুল হক তার ছেলের বিয়েতে উপস্থিত হয়েছে জেনে কিছু ছাত্র-জনতা চিটাগাং ক্লাবের সামনে বিক্ষোভ করছেন। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি।

ওসি বলেন, শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে অনুষ্ঠানে কোনো আসামি উপস্থিত থাকলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ