আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য এক লাখ ৯২ হাজার ৮৮৯টি পশুর চাহিদা রয়েছে ময়মনসিংহ জেলায়। কোরবানি উপলক্ষে প্রস্তুত করা হয়েছে দুই লাখ ৫০ হাজার ৯৮৮টি পশু। সে হিসেবে ৫৮ হাজার ৯৯টি পশু দেশের বিভিন্ন এলাকার হাটে পাঠানো যাবে। স্থানীয় খামারি ও পশু ব্যবসায়ীরা এবার কোরবানির বাজারে পশুর ভালো দাম পাওয়ার ব্যাপারে আশাবাদী।

জেলা প্রাণিসম্পদ অফিসের তথ্যমতে, ময়মনসিংহের ১৩টি উপজেলায় এবার খামারের সংখ্যা ২৪ হাজার ৬৩৫টি। এসব খামারে কোরবানির জন্য গরু-ছাগল প্রস্তুত করার শেষ সময়ের কাজ চলছে। কোরবানির জন্য জেলায় এবার ৮৯ হাজার ৬৩৬টি গরু প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া এক হাজার ৬৬টি মহিষ, এক লাখ ৫৪ হাজার ৬৬৭টি ছাগল, পাঁচ হাজার ৬১৯টি ভেড়া প্রস্তুত করেছেন খামারিরা। 

নান্দাইল উপজেলায় সর্বোচ্চ তিন হাজার ৬৮৮ জন খামারি কোরবানির পশু পালন করেছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন গফরগাঁও উপজেলা, সেখানে খামারি তিন হাজার ৪৬০ জন। কোরবানির পশু প্রস্তুতের দিক থেকে শীর্ষে রয়েছে ফুলবাড়ীয়া উপজেলা। এ উপজেলায় এবার ২৫ হাজার ৭৫৩টি পশু কোরবানিযোগ্য। দ্বিতীয় অবস্থানে রয়েছে গফরগাঁও উপজেলা। এখানে কোরবানির পশুর সংখ্যা ২৪ হাজার ৩৩৫টি।

ময়মনসিংহের ত্রিশালে ট্রাস্ট অ্যাগ্রো ফার্মের মালিক ফাহাদ বিন সাঈদ বলেন, প্রতিবছর কোরবানিতে ৪০-৫০টি বিভিন্ন জাতের গরু বিক্রি করে থাকেন তারা। রোগবালাই মুক্ত পরিপুষ্ট গরু বিক্রি করায় জেলা ও জেলার বাইরে তাদের গরুর ব্যাপক চাহিদা থাকে বলে জানান তিনি। এবার দেশি, শাহীওয়াল ও ফ্রিজিয়ান মিলিয়ে ৩০টি গরু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এসব গরুর প্রতিটি এক লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে।

ময়মনসিংহ সদরের পাইকার আব্দুর রশিদ জানান, এবার ছোট-বড় অনেক খামারি কোরবানিতে বিক্রির জন্য গরু প্রস্তুত করেছেন। সীমান্তে কড়া সতর্কতার জন্য এবার চোরাই পথে ভারত থেকে গরু আসা বন্ধ রয়েছে। এ কারণে খামারিরা ভালো দাম পাবেন বলে আশা তাঁর।

ময়মনসিংহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.

মোহাম্মদ ওয়াহেদুল আলম বলেন, গতবারের চেয়ে এবার কোরবানির পশুর চাহিদা বেশি। সে অনুযায়ী উৎপাদনও বৃদ্ধি করা হয়েছে। নিরাপদ গবাদি পশুর মাংস উৎপাদনে পশু হৃষ্টপুষ্টকরণের ব্যাপারে খামারিদের প্রতি সর্বাত্মক সহযোগিতা রয়েছে তাদের।

উৎস: Samakal

কীওয়ার্ড: ময়মনস হ উপজ ল

এছাড়াও পড়ুন:

দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।

আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • মাহিদুল ও মজিদের সেঞ্চুরি, ৮ রানের জন্য পাননি মুমিনুল
  • মাহিদুল-মজিদের সেঞ্চুরির দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ
  • দেশজুড়ে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস
  • দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে: মামুনুল হক
  • এনসিএল: তিন সেঞ্চুরি ও মিরপুরে উইকেটের মিছিল
  • রংপুরকে পেয়েই আবার নাঈমের সেঞ্চুরি, সেঞ্চুরি মাহফিজুল ও সাদিকুরেরও
  • রাতে বাড়িতে পুলিশের অভিযান, ভোরে ধানখেতে পাওয়া গেল রক্তাক্ত মরদেহ
  • সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২
  • পূর্বধলায় ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২