ভারতে অবৈধভাবে বাসকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: জয়সওয়াল
Published: 23rd, May 2025 GMT
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দিল্লিতে সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তিনি। জয়সওয়াল বলেন, এরই মধ্যে দুই হাজার ৩৬৯ বাংলাদেশি নাগরিকের তথ্য বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে। অনেকের নামে মামলা ছিল, অনেকে সংশোধনাগারে সাজা খাটেন, এখন তা শেষ হয়েছে। এমনকি কিছু মামলা ২০২০ সাল থেকে চলছে, এখনও নিষ্পত্তি হয়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব তথ্য যাচাই করে এসব ব্যক্তিকে দেশে ফিরিয়ে নেবেন।
কক্সবাজারে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মহড়া নিয়ে তিনি বলেন, এ ধরনের কোনো সামরিক মহড়া অনুষ্ঠিত হলে আমরা তা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখি ও পর্যালোচনা করি। প্রয়োজনে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়।
পেহেলগামে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তানের সংঘাত পরিস্থিতিতে ইসলামাবাদকে সমর্থন জানায় তুরস্ক। এতে আঙ্কারা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এ বিষয়ে রণধীর বলেন, যেকোনো দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হয় পরস্পরের সমস্যাগুলি উপলব্ধি করার মাধ্যমে। ভারত তুরস্কের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং একে অন্যের উদ্বেগের প্রতি সংবেদনশীলতার ওপর নির্মিত।
ভারত আশা করে, পাকিস্তানকে সীমান্তবর্তী সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ করার অনুরোধ করবে তুরস্ক। একইসঙ্গে কয়েক দশক ধরে চলা সন্ত্রাসী বাস্তুতন্ত্রের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য এবং যাচাইযোগ্য পদক্ষেপ নেওয়ার জন্য জোরালোভাবে বলবে।
পাকিস্তানে আরেক ‘বন্ধু’ চীন নিয়েও মুখ খুলেন মুখপাত্র। তিনি জানান, সীমান্ত-সংক্রান্ত বিষয় নিয়ে গত ১০ মে বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেখানে দোভাল স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তান যে আন্তঃসীমান্ত সন্ত্রাসে লিপ্ত হচ্ছে, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে ভারত।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১২টি বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা, করুন আবেদন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি স্কিল-বেজড পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে ৪র্থ ব্যাচে বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য অনলাইনে ভর্তির প্রক্রিয়া চলছে।
পিজিডি প্রোগ্রামের বিষয়গুলো—
১. বিজনেস স্টাডিজ: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, আইসিটি ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, সোশ্যাল বিজনেস।
২. আর্টস: ল্যাংগুয়েজ (ইংরেজি), ল্যাংগুয়েজ (আরবি)।
৩. সোশ্যাল সায়েন্স: সাইবার সিকিউরিটি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স।
৪. ন্যাচারাল সায়েন্স: ডেটা অ্যানালাইটিকস, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি)।
আবেদনের যোগ্যতা—১. জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (পাস)/স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম ও শর্তানুযায়ী যোগ্য বিবেচিত হলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (৪র্থ ব্যাচ) স্কিল-বেজড পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে ভর্তি হতে পারবেন।
২. জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত অন্য যেকোনো বিশ্ববিদ্যালয়ের অধীন অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে (একই সেশনে) অধ্যয়ন করা কোনো প্রার্থী এ প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না।
ভর্তির সময়সূচি—১. অনলাইনে আবেদন ফরম পূরণের শেষ তারিখ: ২৪/০৫/২০২৫, রাত ১২টা
২. সোনালী সেবার মাধ্যমে ফি জমাদান: ২৭/০৫/২০২৫
ক. আবেদনকারীকে প্রতি ৫০০ টাকা হারে আবেদন ফি জমা দিতে হবে। পে-স্লিপে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর ০২১৮১১০০০০২৭০১ উল্লেখপূর্বক টাকার অঙ্ক লেখা থাকবে।
৩. মৌখিক পরীক্ষার তারিখ: ৩০/০৫/২০২৫ থেকে ৩১/০৫/২০২৫, সকাল ৯টা ৩০ মিনিট।
আরও পড়ুনমদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নের বৃত্তি, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ১৭ মে ২০২৫স্থান: একাডেমিক ভবন, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর [মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী শিক্ষার্থীরা ঢাকা থেকে নির্ধারিত রুটে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবহার করতে পারবেন]।
৪. ভর্তির জন্য মেধাতালিকা প্রকাশ: ০৩/০৬/২০২৫।
৫. পে-স্লিপ ডাউনলোড ও ভর্তির তারিখ: ০৫/০৬/২০২৫ থেকে ২৫/০৬/২০২৫।
৬. ক্লাস শুরুর তারিখ: ০৪/০৭/২০২৫। একাডেমিক ভবন, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট
আরও পড়ুনবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা বাদ১৩ ঘণ্টা আগে