ভারতে অবৈধভাবে বাসকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: জয়সওয়াল
Published: 23rd, May 2025 GMT
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দিল্লিতে সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তিনি। জয়সওয়াল বলেন, এরই মধ্যে দুই হাজার ৩৬৯ বাংলাদেশি নাগরিকের তথ্য বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে। অনেকের নামে মামলা ছিল, অনেকে সংশোধনাগারে সাজা খাটেন, এখন তা শেষ হয়েছে। এমনকি কিছু মামলা ২০২০ সাল থেকে চলছে, এখনও নিষ্পত্তি হয়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব তথ্য যাচাই করে এসব ব্যক্তিকে দেশে ফিরিয়ে নেবেন।
কক্সবাজারে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মহড়া নিয়ে তিনি বলেন, এ ধরনের কোনো সামরিক মহড়া অনুষ্ঠিত হলে আমরা তা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখি ও পর্যালোচনা করি। প্রয়োজনে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়।
পেহেলগামে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তানের সংঘাত পরিস্থিতিতে ইসলামাবাদকে সমর্থন জানায় তুরস্ক। এতে আঙ্কারা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এ বিষয়ে রণধীর বলেন, যেকোনো দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হয় পরস্পরের সমস্যাগুলি উপলব্ধি করার মাধ্যমে। ভারত তুরস্কের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং একে অন্যের উদ্বেগের প্রতি সংবেদনশীলতার ওপর নির্মিত।
ভারত আশা করে, পাকিস্তানকে সীমান্তবর্তী সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ করার অনুরোধ করবে তুরস্ক। একইসঙ্গে কয়েক দশক ধরে চলা সন্ত্রাসী বাস্তুতন্ত্রের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য এবং যাচাইযোগ্য পদক্ষেপ নেওয়ার জন্য জোরালোভাবে বলবে।
পাকিস্তানে আরেক ‘বন্ধু’ চীন নিয়েও মুখ খুলেন মুখপাত্র। তিনি জানান, সীমান্ত-সংক্রান্ত বিষয় নিয়ে গত ১০ মে বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেখানে দোভাল স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তান যে আন্তঃসীমান্ত সন্ত্রাসে লিপ্ত হচ্ছে, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে ভারত।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু
আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।
জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।