ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দিল্লিতে সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তিনি। জয়সওয়াল বলেন, এরই মধ্যে দুই হাজার ৩৬৯ বাংলাদেশি নাগরিকের তথ্য বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে। অনেকের নামে মামলা ছিল, অনেকে সংশোধনাগারে সাজা খাটেন, এখন তা শেষ হয়েছে। এমনকি কিছু মামলা ২০২০ সাল থেকে চলছে, এখনও নিষ্পত্তি হয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব তথ্য যাচাই করে এসব ব্যক্তিকে দেশে ফিরিয়ে নেবেন।

কক্সবাজারে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মহড়া নিয়ে তিনি বলেন, এ ধরনের কোনো সামরিক মহড়া অনুষ্ঠিত হলে আমরা তা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখি ও পর্যালোচনা করি। প্রয়োজনে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়।

পেহেলগামে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তানের সংঘাত পরিস্থিতিতে ইসলামাবাদকে সমর্থন জানায় তুরস্ক। এতে আঙ্কারা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এ বিষয়ে রণধীর বলেন, যেকোনো দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হয় পরস্পরের সমস্যাগুলি উপলব্ধি করার মাধ্যমে। ভারত তুরস্কের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং একে অন্যের উদ্বেগের প্রতি সংবেদনশীলতার ওপর নির্মিত। 

ভারত আশা করে, পাকিস্তানকে সীমান্তবর্তী সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ করার অনুরোধ করবে তুরস্ক। একইসঙ্গে কয়েক দশক ধরে চলা সন্ত্রাসী বাস্তুতন্ত্রের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য এবং যাচাইযোগ্য পদক্ষেপ নেওয়ার জন্য জোরালোভাবে বলবে।

পাকিস্তানে আরেক ‘বন্ধু’ চীন নিয়েও মুখ খুলেন মুখপাত্র। তিনি জানান, সীমান্ত-সংক্রান্ত বিষয় নিয়ে গত ১০ মে বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেখানে দোভাল স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তান যে আন্তঃসীমান্ত সন্ত্রাসে লিপ্ত হচ্ছে, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে ভারত।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে লরিচাপায় পথচারী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জলিল গেট এলাকায় লরিচাপায় শুকলাল দাস (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সোয়া নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সোয়া নয়টার দিকে শুকলাল দাস রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা লরিটি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় বাসিন্দারা লরিসহ চালককে আটক করে। পরে পুলিশের হাতে ওই চালককে তুলে দেন তাঁরা।

আটক হওয়া ওই লরিচালকের নাম মোহাম্মদ রিদোয়ান (২৫)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জঙ্গল নাপোড়া এলাকার বাসিন্দা। জানতে চাইলে বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন প্রথম আলোকে বলেন, বর্তমানে লরিচালক তাঁদের হেফাজতে রয়েছেন। এ ছাড়া লরিটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহত শুকলাল দাসের লাশ সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ