পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর দশম আসরের কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছে লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড। ফাইনালের টিকিট নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের দুই ক্রিকেটার সুযোগ পেয়েছেন লাহোরের একাদশে।

চট্টগ্রামের মতো ব্যাটিং সহায়ক কন্ডিশনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লাহোর অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। দলে জায়গা পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ও লেগস্পিনার রিশাদ হোসেন। গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন জামান খান, তার জায়গায় সুযোগ পেয়েছেন রিশাদ।

অন্যদিকে, মেহেদী হাসান মিরাজকে আজও রাখা হয়েছে রিজার্ভ বেঞ্চে। ফলে একাদশে থাকা তিন বাংলাদেশির মধ্যে মাঠে নামার সুযোগ পেলেন দুজন।

ইসলামাবাদ ইউনাইটেড তাদের দলে এনেছে তিনটি পরিবর্তন। হায়দার আলী, টিমাল মিলস ও মোহাম্মদ শাহজাদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাদ পড়েছেন গাজী ঘরি, অ্যালেক্স হেলস ও বেন ডুয়ারশুইস।

লাহোর কালান্দার্স: ফখর জামান, মোহাম্মদ নাঈম, আব্দুল্লাহ শফিক, কুশল পেরেরা, ভানুকা রাজাপক্ষে, আসিফ আলী, সাকিব আল হাসান, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), রিশাদ হোসেন, সালমান মির্জা, হারিস রউফ।

ইসলামাবাদ ইউনাইটেড: সাহিবজাদা ফারহান, মোহাম্মদ শাহজাদ, রাসি ফন ডার ডুসেন, সালমান আঘা, শাদাব খান (অধিনায়ক), জেমস নিশাম, ইমাদ ওয়াসিম, টিমাল মিলস, নাসিম শাহ, হায়দার আলী, সালমান ইরশাদ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প এসএল স ক ব আল হ স ন

এছাড়াও পড়ুন:

সাভারে এপিসি থেকে ফেলে হত্যা: পুলিশের সাবেক এএসআই গ্রেপ্তার 

সাভারের পুলিশের এপিসি থেকে গুলিবিদ্ধ অবস্থায় শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিনকে ফেলে হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

রবিবার (৩ আগস্ট) বিকালে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ সব তথ্য জানান ঢাকার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ শাহীনুর কবির। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ দিন ধরে পলাতক মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। আজ রবিবার (৩ জুলাই) সকাল ৬টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন মুরাপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন:

‘আ. লীগ ক্ষমতায় এলে দেইখ্যা নেব’, ওসিকে ভারতীয় নম্বর থেকে হুমকি

কুমিল্লায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

গত বছর ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনে শাইখ আশহাবুল ইয়ামিন শহীদ হন। ওই সময় পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর থেকে তাকে টেনে নিচে ফেলে দেয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন এমআইএসটির ওসমানী হলে। তার বাসা ছিল সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়।

ঢাকা/সাব্বির/বকুল 

সম্পর্কিত নিবন্ধ