গাজীপুরের কাপাসিয়ার দোকান লুটে বাধা দেওয়ায় সেনাবাহিনীর এক সদস্যকে কুপিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে টোক ইউনিয়নের বীরউজুলী বাজারে এ হামলা হয়। আহত সেনাবাহিনীর সার্জেন্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেনের মামলায় পুলিশ ইতোমধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছে। 

সাখাওয়াত হোসেন টোক ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের মো. নবর আলীর ছেলে। তিনি ঢাকা সেনানিবাসে কর্মরত। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ২০২২ সালে বীরউজুলী বাজারে ১ দশমিক ৭০ শতাংশ জমি কিনে পাকা ভবনে দুটি দোকান তৈরি করেন। সেগুলো ভাড়া দেওয়া। কিছুদিন ধরে স্থানীয় সন্ত্রাসী জাহিদুল ইসলাম সোহান, মো.

আনাস, মো. সোহাগ ও মো. শহীদ ওই ভবনটি দখলের পাঁয়তারা করে। তারা ভাড়াটিয়াদের দোকানঘর খালি করার নির্দেশ দেয়। ভয়ে এক ভাড়াটিয়া চলে গেছেন। সেখানে কর্মচারী নিয়োগ দিয়ে ইলেকট্রনিকসের ব্যবসা পরিচালনা করছেন। 

বৃহস্পতিবার সন্ত্রাসীরা সাখাওয়াত হোসেনের দোকানের তালা ভেঙে পণ্য লুট শুরু করে। ছুটিতে তিনি বাড়িতেই ছিলেন। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেন। এ সময় তর্কের জেরে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে তাঁর হাত ও পিঠে কোপায়। এ সময় চিৎকারে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক অবস্থা গুরুতর দেখে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। 

হামলায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য নেওয়া যায়নি। কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, সেনাসদস্যের ওপর হামলা ও তাঁর দোকানের পণ্য লুটের ঘটনায় মামলা নথিভুক্ত হয়েছে। ছয়জনের নামে এ মামলা করা হয়। জাহিদুল ইসলাম সোহান ও মো. আনাস নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

উৎস: Samakal

কীওয়ার্ড: স ন সদস য

এছাড়াও পড়ুন:

রোমান্টিক দৃশ্য নিয়ে সমালোচনার ঝড়, মুখ খুললেন নায়িকা

সম্প্রতি মুক্তি পেয়েছে কমল হাসান অভিনীত ‘থাগ লাইফ’ ছবির ট্রেলার। মণিরত্নম পরিচালিত এ ছবিতে কমল হাসান ছাড়া আছেন সিলবারাসন, অভিরামী, ঐশ্বরিয়া লক্ষ্মী, তৃষা কৃষ্ণানসহ অনেকে। ‘থাগ লাইফ’ ছবির ট্রেলার মুক্তির পর থেকে তৃষা আর কমল হাসানের মধ্যে রোমান্টিক দৃশ্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এ প্রসঙ্গে জবাব দিয়েছেন তৃষা। আর এই দক্ষিণি নায়িকা স্পষ্ট জানিয়েছেন যে এসব সমালোচনায় তাঁর কোনো যায়–আসে না।

৩৮ বছর পর বড় পর্দায় আসতে চলেছেন ‘নায়কন’ ছবির সেই জাদুকরি জুটি কমল হাসান ও মণিরত্নম। ‘থাগ লাইফ’ ছবির লেখক ও প্রযোজকও কমল হাসান। লেখালেখির কাজে তাঁকে সহায়তা করেছেন মণিরত্নম। ৭০ বছর বয়সী কমল হাসানের সঙ্গে ৪২-এর তৃষার পর্দায় রোমান্স নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এ প্রসঙ্গে তৃষা বলেছেন, ‘যখন উনি (কমল হাসান) এ ছবির ঘোষণা করেছিলেন, আমি তখনই জানতাম, এমন কিছু হতে চলেছে। আর আমি তখন এই ছবির জন্য স্বাক্ষর পর্যন্ত করিনি।’

গতকাল মুম্বাইয়ে ‘থাগ লাইফ’ ছবির হিন্দি ট্রেলার মুক্তির অনুষ্ঠানে তৃষা ও কমল হাসান। এএনআই

সম্পর্কিত নিবন্ধ