প্রথম আলো ডটকমের আয়োজনে তিন দিনব্যাপী অফলাইন রেফ্রিজারেটর মেলা আজ শনিবার শেষ হয়েছে। রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে ২২ মে তিন দিনের এই অফলাইন মেলা অনুষ্ঠিত হয়। তবে অনলাইনে এই মেলা চলবে ২৭ মে পর্যন্ত।

মেলার ব্যাংকিং অংশীদার ইস্টার্ন ব্যাংক এবং পাওয়ার্ড বাই এমইপি গ্রুপ। পৃষ্ঠপোষক হিসেবে ছিল স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ইলেক্ট্রোমার্ট (কনকা), সিঙ্গার-বেকো, র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস (সনি-র‍্যাংগ্‌স), ট্রান্সকম ডিজিটাল, স্মার্ট ইলেকট্রনিকস (সনি-স্মার্ট) এবং মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিকস।

অফলাইনে অনুষ্ঠিত এই মেলা প্রতিদিন বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। মেলা উপলক্ষে বিভিন্ন ব্র্যান্ডের রেফ্রিজারেটরে ছিল বিশেষ ছাড়, সহজ কিস্তি সুবিধা, ব্যাংক অফারসহ নানা উপহার। মেলায় অনেকে এসেছেন সপরিবার। আবার তরুণ প্রজন্মের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।  

মেলা চলাকালে প্রতিদিন সন্ধ্যা ছয়টায় দর্শনার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ‘ইনস্ট্যান্ট র‍্যাফল ড্র’। বিজয়ীরা পেয়েছেন বিশেষ পুরস্কার। অনলাইন মেলা শেষে আয়োজন করা হবে মেগা র‌্যাফল ড্র। বিজয়ীরা পুরস্কার হিসেবে পাবেন ফ্রিজ, ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট, স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কার। আজ মহাখালী থেকে ফ্রিজ কিনতে মেলায় এসেছিলেন মো.

শাহজাহান। সিঙ্গার-বেকো ব্র্যান্ডের চেস্ট ফ্রিজার বা ডিপ ফ্রিজ কিনে স্ক্যাচ কার্ড ঘষে মাইক্রোওভেন পুরস্কার পান তিনি। পরে শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘একটি পণ্য কিনতে এসে অন্য পণ্য উপহার পেলে তো ভালোই লাগে। এ রকম গোছানো, পরিচ্ছন্ন মেলা যাঁরা আয়োজন করেছেন, তাঁদের ধন্যবাদ।’

ক্রেতাদের চাহিদা, বাজেট ও প্রযুক্তিগত সুবিধাগুলো বিবেচনায় রেখে প্রতিবারের মতো এবারও আয়োজন করা হয়েছে এই রেফ্রিজারেটর মেলার। বিশেষ করে ঈদুল আজহা সামনে রেখে যেসব পরিবার নতুন রেফ্রিজারেটর কেনার কথা ভাবছে, তাদের জন্য এই মেলা ছিল ভালো সুযোগ।

মেলায় ক্রেতাদের সাড়া বেশ ভালো ছিল বলে জানান স্যামসাংয়ের প্রশিক্ষণ বিভাগের সহকারী ম্যানেজার দেওয়ান মোহাম্মদ ফয়সাল। তিনি বলেন, ‘কোরবানির ঈদে ডিপ ফ্রিজের চাহিদা বেশি থাকে। বিশেষ করে আমাদের নো ফ্রস্ট ফ্রিজটির প্রতি সবাই আগ্রহ দেখাচ্ছে। আশা করি, শুধু ঈদ নয়; অন্য উৎসব উপলক্ষেও প্রথম আলো এমন আয়োজন করবে।’

সিঙ্গারের সিনিয়র এক্সিকিউটিভ বি এম আকিজুর রহমান বলেন, ‘আমরা আশানুরূপ বিক্রি করতে পেরেছি। মেলার সবচেয়ে ভালো দিক হলো, ঢাকার বিভিন্ন এলাকার মানুষ এসে আমাদের রেফ্রিজারেটরের সুযোগ–সুবিধাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারছে। অনেকেই নগদ ও কিস্তিতে পণ্য কিনেছেন।’

ওয়ালটনের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল অফিসার জুয়েল গাজী বলেন, ‘ক্রেতারা আমাদের নতুন মডেলগুলো বেশি পছন্দ করছেন। নতুন ফিচার জানার পরে তাঁদের আগ্রহ আরও বাড়ছে। প্রথম দিন একটু কম হলেও তিন দিনের মোট বিক্রিতে আমরা খুশি।’
ঈদের মতো একটি উৎসব সামনে রেখে এমন উদ্যোগ নিঃসন্দেহে ক্রেতা ও ব্র্যান্ড উভয়ের জন্যই ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা। অনলাইনে ২৭ মে পর্যন্ত মেলার বিস্তারিত জানা যাবে www.refrigeratormela.pro ওয়েবসাইটে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রস ক র প রথম

এছাড়াও পড়ুন:

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির সভা

আগামী ৩০ মে বাংলাদেশের বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বন্দরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৩ মে) বিকাল ৩টায় বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের বাস ভবনে নেতাকর্মীদের নিয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আতাউর রহমান মুকুল এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, মহানগর বিএনপির সদস্য ও উপজেলার সভাপতি এড.বিল্লাল হোসেন, এড.আনিসুর রহমান মোল্লা, সাবেক কাউন্সিলর হান্নান সরকার, রাশেদুল ইসলাম টিটু, আলহাজ্ব আতাউর রহমান মুকুলের পুত্র ব্যারিস্টার রিজওয়ান রহমান লিটু।

এসময় প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেন, আগামী ৩০ মে বাংলাদেশের বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে আমরা সদর-বন্দরের বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে তিন দিন ব্যাপী দোয়া মাহফিল ও গরীবদের মাঝে রান্না করা খাবার বিতরণ করবো। 
আগামী ৩০, ৩১ ও ১জুন পর্যন্ত বন্দরের স্পটে ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্পটে আমরা এ কর্মসূচি পালন করবো। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিগত দিনগুলোতে আমরা অনেক জায়গায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করতে পারি নাই। আওয়ামীলীগের দোসররা আমাদের দোয়া মাহফিল করতে দেয় নাই।  কিন্তু এ বছর আমাদের আর কোন বাঁধা নেই। 

এবার আমরা শান্তিপূর্ণ ভাবে দোয়া মাহফিল পালন করবো। কিন্তু এই দোয়া মাহফিলের জন্য কোন নেতাকর্মী যদি কোন প্রকার কাউর কাছে চাঁদাবাজি করেন, তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। আপনারা যার যার এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য মিলাদ ও দোয়া মাহফিল করবেন।

মহানগর বিএনপি নেতা রাজিব ও মাসুম এর সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন, নাসিক ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক আল-মামুন, মহিবুল, সাগর, ২০নং ওয়ার্ড বিএনপির মেছবুদ্দিন স্বপন, আসলাম, ইয়া হান্নান, ২১নং ওয়ার্ড বিএনপির রোমেল, খুকু মনি, মোরছালীম, সুমন, ২২নং ওয়ার্ড বিএনপির আরিফ, মাসুদ, ২৩নং ওয়ার্ড বিএনপির হান্নান, আনিস, আলী আকবর, নুর হাজী, শামসুদ্দিন মোল্লা টুটুল, সেরাজল, রতন খান, ২৪নং ওয়ার্ড বিএনপির  মালেক মেম্বার, শফি, রাসেল, আসলাম, হানিফ, হাসান আলী, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নেছার উদ্দিন, মোশারফ, সাইদুল, আল হাসান, আনার হোসেন, ২৬নং ওয়ার্ড বিএনপির বুলবুল, কামাল, নাছির, মনোয়ার, ২৭নং ওয়ার্ড বিএএনপির কাউয়ূম, জাহের, মনির, ইলিয়াস, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.শহীদ মেম্বার, সাবেক সভাপতি আবুল কাসেম, তীল মোহাম্মদ রতন, স্বপন মেম্বার, মনির মেম্বার, মাসুদ, জামান, বন্দর ইউনিয়ন বিএনপির আবুল মেম্বার, আলী নুর, নজরুল মোল্লা, জামান, শরীফ, লাল মিয়া, মুছাপুর ইউনিয়ন বিএনপির মোসলেউদ্দিন, জালাল মেম্বার, বিল্লাল মেম্বার, মোতালেব, ইব্রাহীম, দেলোয়ার, জাহাঙ্গীর, গোল মেম্বার, হারুন রশিদ, আলম মেম্বার, ধামগড় ইউনিয়ন বিএনপির ইসলাম, আমির হামজা, মনির, নুর জামান, আমজাত মেম্বার, মদনপুর ইউনিয়ন বিএনপির কাবিল হোসেন, ইব্রাহীম মেম্বার, রুহুল আমিন, জাহিদ হোসেন, মাজেদা মেম্বার সহ বিভিন্ন উপজেলা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
 
 

সম্পর্কিত নিবন্ধ

  • ৩০ মিনিটে ১৩ কেজি চা পাতা তোলেন তিনি
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঈদে চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ
  • বিটিভিতে মেহজাবিন মৌশির রঙিন পৃথিবী 
  • ঈদযাত্রায় ৩ জুনের অগ্রিম টিকিট বিক্রি আজ
  • ঈদের ছুটি সমন্বয়ে আজ খোলা সরকারি অফিস- শিক্ষাপ্রতিষ্ঠান
  • জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির সভা
  • গুরুদক্ষিণা উৎসব উদযাপন
  • বগুড়ায় ‘তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ কাল
  • তুলনামূলক বাড়তি দামেও টিসিবির লাইনে ভিড় কমেনি, রাজশাহীতে বিক্রি শুরু