ইউরোপের শীর্ষ ৫ লিগ থেকে কারা খেলবে চ্যাম্পিয়নস লিগ–ইউরোপা লিগ, অবনমন হলো কাদের
Published: 26th, May 2025 GMT
শেষ হয়ে গেল ২০২৪–২৫ মৌসুমে ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগের লড়াই। নানা উত্থান–পতন ও নাটকীয়তায় পুরো মৌসুমটাই ছিল উত্তেজনায় ভরপুর। ইতালিয়ান লিগ সিরি ‘আ’তে যেমন শিরোপা নির্ধারণের জন্য অপেক্ষা করতে হয়েছে লিগের শেষ দিন পর্যন্ত।
এ ছাড়া কোন লিগ থেকে কারা চ্যাম্পিয়নস লিগে খেলবে এবং কারা অবনমিত হবে, তা নিয়েও উত্তেজনা গড়িয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। গতকাল রাতে অবশ্য সমস্ত নাটকীয়তা শেষে বিজয়ী নির্ধারিত হওয়ার পাশাপাশি নিশ্চিত হয়েছে আগামী মৌসুমে কারা চ্যাম্পিয়নস লিগে খেলছে এবং কারা অবনমিত হয়ে যাচ্ছে তা–ও। একনজরে দেখে নেওয়া যাক, মৌসুম শেষে কারা জিতল এবং কাদের মিলল শুধুই হতাশা।
প্রিমিয়ার লিগপ্রিমিয়ার লিগে এবার শিরোপার উত্তাপ আগেই শেষ হয়েছে। ৪ ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়নস হয়েছে লিভারপুল। তবে চ্যাম্পিয়ন কারা হচ্ছে, সেটা জানা হয়ে গেলেও উত্তাপ কিন্তু কমেনি। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে কারা খেলবে, তা নিয়ে চলেছে চতুর্মুখী লড়াই। শেষ পর্যন্ত গতকাল রাতে লিগের শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে মীমাংসা হয়েছে চ্যাম্পিয়নস লিগ স্পটের প্রশ্নও।
চ্যাম্পিয়নস লিগ
লিভারপুল
আর্সেনাল
ম্যানচেস্টার সিটি
চেলসি
নিউক্যাসল
টটেনহাম (ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হিসেবে)
অ্যাস্টন ভিলা
ক্রিস্টাল প্যালেস (এফএ কাপ চ্যাম্পিয়ন হিসেবে)
নটিংহাম ফরেস্ট
অবনমনলেস্টার সিটি
ইপস উইচ
সাউদাম্পটন
এ মৌসুমে শিরোপা লড়াইয়ে সবচেয়ে বেশি উত্তেজনা ছিল ইতালিয়ান লিগ সিরি ‘আ’তে। শেষ দিনের নাটকীয়তা শেষে ইন্টার মিলানকে পেছনে ফেলে লিগ শিরোপা জিতেছে নাপোলি। প্রথম দিকে অবশ্য লিগের দৌড়ে আতালান্তাও ছিল। কিন্তু শেষ পর্যন্ত লড়াইয়ে টিকতে পারেনি তারা। এই লিগে কিছুটা উত্তেজনা ছিল অবনমন নিয়েও। তবে শেষ পর্যন্ত এম্পোলিকে পেছনে ফেলে লিগে টিকে থাকল লিস।
নাপোলি
ইন্টার মিলান
আতালান্তা
জুভেন্টাস
এএস রোমা
বোলোনিয়া (কোপা ইতালিয়াজয়ী)
ফিওরেন্তিনা
অবনমনএম্পোলি
ভেনেৎসিয়া
মনোৎসা
লা লিগায় শুরুর দিকে শিরোপা লড়াইয়ে ছিল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। তবে ধীরে ধীরে লড়াইটা হয়ে পড়ে বার্সা–রিয়ালের। দুই এল ক্লাসিকোর দুটিই জিতে অবশ্য বাজিমাত করে বার্সাই। সিরি আর মতো এই লিগেও অবনমন নিয়ে দেখা গেছে জমজমাট নাটক। মাত্র এক পয়েন্টের জন্য বেঁচে গেছে জিরোনা ও সেভিয়া। আর কপাল পুড়েছে লেগানেসের।
বার্সেলোনা
রিয়াল মাদ্রিদ
আতলেতিকো মাদ্রিদ
অ্যাথলেটিক বিলবাও
ভিয়ারিয়াল
রিয়াল বেতিস
সেল্তা ভিগো
কনফারেন্স লিগ
রায়ো ভায়েকানো
লেগানেস
লাস পালমাস
রিয়াল ভায়াদোলিদ
বুন্দেসলিগা
বুন্দেসলিগায় শিরোপা পুনরুদ্ধার করেছে বায়ার্ন মিউনিখ। গতবারের চ্যাম্পিয়নস বায়ার লেভারকুসেন লম্বা সময় পর্যন্ত লড়াইয়ে থাকলেও শেষ পর্যন্ত আর পারেনি। এখানে লড়াই জমে উঠেছিল চ্যাম্পিয়নস লিগ স্পট নিয়েও। যে লড়াই জিতে ফেইবুর্গকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগের টিকিট পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড।
বায়ার্ন মিউনিখ
লেভারকুসেন
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
বরুসিয়া ডর্টমুন্ড
ফেইবুর্গ
স্টুটগার্ট (জার্মান কাপের চ্যাম্পিয়ন হিসেবে)
মাইনৎস
হোলস্টেইন কিয়েল
বুকোম
চলতি মৌসুমে রীতিমতো দাপটের সঙ্গে লিগ জিতেছে পিএসজি। শিরোপা লড়াইয়ে অন্য কাউকে কাছেই ঘেঁষতে দেয়নি এই দলটি। ফলে অন্য দলগুলোর চোখ ছিল চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার দিকে। যেখানে লড়াইয়ে ছিল মার্সেই, মোনাকো, নিস ও লিল। তবে শেষ পর্যন্ত এক পয়েন্টের জন্য পেছনে পড়ে যায় লিও ও নিস। নিস অবশ্য গোল ব্যবধানে এগিয়ে থেকে কোয়ালিফায়ারে খেলতে পারবে।
চ্যাম্পিয়নস লিগপিএসজি
মার্সেই
মোনাকো
নিস*
* চ্যাম্পিয়নস লিগ কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে।
ইউরোপা লিগলিল
লিও
স্ট্রাসবুর্গ
অবনমন
সেঁত এতিয়েঁ
মঁপেলিয়ে
উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ য ম প য়নস ল গ কনফ র ন স ল অবশ য ইউর প
এছাড়াও পড়ুন:
নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ
উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।
এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।
নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।