শেষ হয়ে গেল ২০২৪–২৫ মৌসুমে ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগের লড়াই। নানা উত্থান–পতন ও নাটকীয়তায় পুরো মৌসুমটাই ছিল উত্তেজনায় ভরপুর। ইতালিয়ান লিগ সিরি ‘আ’তে যেমন শিরোপা নির্ধারণের জন্য অপেক্ষা করতে হয়েছে লিগের শেষ দিন পর্যন্ত।

এ ছাড়া কোন লিগ থেকে কারা চ্যাম্পিয়নস লিগে খেলবে এবং কারা অবনমিত হবে, তা নিয়েও উত্তেজনা গড়িয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। গতকাল রাতে অবশ্য সমস্ত নাটকীয়তা শেষে বিজয়ী নির্ধারিত হওয়ার পাশাপাশি নিশ্চিত হয়েছে আগামী মৌসুমে কারা চ্যাম্পিয়নস লিগে খেলছে এবং কারা অবনমিত হয়ে যাচ্ছে তা–ও। একনজরে দেখে নেওয়া যাক, মৌসুম শেষে কারা জিতল এবং কাদের মিলল শুধুই হতাশা।

প্রিমিয়ার লিগ

প্রিমিয়ার লিগে এবার শিরোপার উত্তাপ আগেই শেষ হয়েছে। ৪ ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়নস হয়েছে লিভারপুল। তবে চ্যাম্পিয়ন কারা হচ্ছে, সেটা জানা হয়ে গেলেও উত্তাপ কিন্তু কমেনি। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে কারা খেলবে, তা নিয়ে চলেছে চতুর্মুখী লড়াই। শেষ পর্যন্ত গতকাল রাতে লিগের শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে মীমাংসা হয়েছে চ্যাম্পিয়নস লিগ স্পটের প্রশ্নও।

চ্যাম্পিয়নস লিগ


লিভারপুল
আর্সেনাল
ম্যানচেস্টার সিটি
চেলসি
নিউক্যাসল
টটেনহাম (ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হিসেবে)

ইউরোপা লিগ


অ্যাস্টন ভিলা
ক্রিস্টাল প্যালেস (এফএ কাপ চ্যাম্পিয়ন হিসেবে)

কনফারেন্স লিগ

নটিংহাম ফরেস্ট

অবনমন

লেস্টার সিটি
ইপস উইচ
সাউদাম্পটন

সিরি ‘আ’

এ মৌসুমে শিরোপা লড়াইয়ে সবচেয়ে বেশি উত্তেজনা ছিল ইতালিয়ান লিগ সিরি ‘আ’তে। শেষ দিনের নাটকীয়তা শেষে ইন্টার মিলানকে পেছনে ফেলে লিগ শিরোপা জিতেছে নাপোলি। প্রথম দিকে অবশ্য লিগের দৌড়ে আতালান্তাও ছিল। কিন্তু শেষ পর্যন্ত লড়াইয়ে টিকতে পারেনি তারা। এই লিগে কিছুটা উত্তেজনা ছিল অবনমন নিয়েও। তবে শেষ পর্যন্ত এম্পোলিকে পেছনে ফেলে লিগে টিকে থাকল লিস।

চ্যাম্পিয়নস লিগ

নাপোলি
ইন্টার মিলান
আতালান্তা
জুভেন্টাস

ইউরোপা লিগ

এএস রোমা
বোলোনিয়া (কোপা ইতালিয়াজয়ী)

কনফারেন্স লিগ

ফিওরেন্তিনা

অবনমন

এম্পোলি
ভেনেৎসিয়া
মনোৎসা

লা লিগা

লা লিগায় শুরুর দিকে শিরোপা লড়াইয়ে ছিল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। তবে ধীরে ধীরে লড়াইটা হয়ে পড়ে বার্সা–রিয়ালের। দুই এল ক্লাসিকোর দুটিই জিতে অবশ্য বাজিমাত করে বার্সাই। সিরি আর মতো এই লিগেও অবনমন নিয়ে দেখা গেছে জমজমাট নাটক। মাত্র এক পয়েন্টের জন্য বেঁচে গেছে জিরোনা ও সেভিয়া। আর কপাল পুড়েছে লেগানেসের।

চ্যাম্পিয়নস লিগ

বার্সেলোনা
রিয়াল মাদ্রিদ
আতলেতিকো মাদ্রিদ
অ্যাথলেটিক বিলবাও
ভিয়ারিয়াল

ইউরোপা লিগ

রিয়াল বেতিস
সেল্তা ভিগো
কনফারেন্স লিগ
রায়ো ভায়েকানো

অবনমন

লেগানেস
লাস পালমাস
রিয়াল ভায়াদোলিদ
বুন্দেসলিগা
বুন্দেসলিগায় শিরোপা পুনরুদ্ধার করেছে বায়ার্ন মিউনিখ। গতবারের চ্যাম্পিয়নস বায়ার লেভারকুসেন লম্বা সময় পর্যন্ত লড়াইয়ে থাকলেও শেষ পর্যন্ত আর পারেনি। এখানে লড়াই জমে উঠেছিল চ্যাম্পিয়নস লিগ স্পট নিয়েও। যে লড়াই জিতে ফেইবুর্গকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগের টিকিট পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড।

চ্যাম্পিয়নস লিগ

বায়ার্ন মিউনিখ
লেভারকুসেন
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
বরুসিয়া ডর্টমুন্ড

ইউরোপা লিগ

ফেইবুর্গ
স্টুটগার্ট (জার্মান কাপের চ্যাম্পিয়ন হিসেবে)

কনফারেন্স লিগ

মাইনৎস

অবনমন

হোলস্টেইন কিয়েল
বুকোম

লিগ ‘আঁ’

চলতি মৌসুমে রীতিমতো দাপটের সঙ্গে লিগ জিতেছে পিএসজি। শিরোপা লড়াইয়ে অন্য কাউকে কাছেই ঘেঁষতে দেয়নি এই দলটি। ফলে অন্য দলগুলোর চোখ ছিল চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার দিকে। যেখানে লড়াইয়ে ছিল মার্সেই, মোনাকো, নিস ও লিল। তবে শেষ পর্যন্ত এক পয়েন্টের জন্য পেছনে পড়ে যায় লিও ও নিস। নিস অবশ্য গোল ব্যবধানে এগিয়ে থেকে কোয়ালিফায়ারে খেলতে পারবে।

চ্যাম্পিয়নস লিগ

পিএসজি
মার্সেই
মোনাকো
নিস*

* চ্যাম্পিয়নস লিগ কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে।

ইউরোপা লিগ

লিল
লিও

কনফারেন্স লিগ


স্ট্রাসবুর্গ
অবনমন

অবনমন

সেঁত এতিয়েঁ
মঁপেলিয়ে

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ য ম প য়নস ল গ কনফ র ন স ল অবশ য ইউর প

এছাড়াও পড়ুন:

রোনালদোর অদম্য ক্ষুধা, দুর্দান্ত পারফরম্যান্সে জেতালেন আল-নাসরকে

চলতি বছরের শুরুতে ৪০ পেরিয়ে গিয়েছেন। কিন্তু তার পা যেন বয়সকে পাত্তাই দেয় না। ফুটবল মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর উপস্থিতি মানেই উত্তেজনা, প্রত্যাশা আর গোলের গন্ধ। এবারও তার ব্যতিক্রম হলো না। এক প্রীতি ম্যাচে ফরাসি ক্লাব তুলুজের বিপক্ষে দারুণ এক গোল করে দলকে জয় এনে দিলেন পর্তুগিজ তারকা।

অস্ট্রিয়ার আন্টার্সবার্গ-অ্যারেনায় অনুষ্ঠিত এই গ্রীষ্মকালীন ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল সৌদি ক্লাব আল-নাসর। ম্যাচের ২৫তম মিনিটে ইয়ান বোহোর গোলে এগিয়ে যায় তুলুজ। কিন্তু খেলা তখনও শেষ হয়নি। কারণ, মাঠে ছিলেন রোনালদো।

৮ মিনিট পরই পাল্টা জবাব দেন আল-নাসরের ফরোয়ার্ড ওয়েসলি। প্রতিপক্ষের রক্ষণের ফাঁক গলে তার পাস পেয়ে বল জালে জড়ান রোনালদো, দারুণ এক ওয়ান টাচ ফিনিশে। সমতায় ফেরার পর আল-নাসরের খেলায় আসে নতুন ছন্দ।

আরো পড়ুন:

মেসির জাদুতে জয়ে ফিরল ইন্টার মায়ামি, ডি পলের অভিষেকে উচ্ছ্বাস

মেসি বনাম ইয়ামাল: ফিনালিসিমার সময়সূচি ঘোষণা

দ্বিতীয়ার্ধে একাধিকবার সুযোগ তৈরি করেন রোনালদো। একটি সুযোগ তো প্রায় নিশ্চিত গোল হয়ে যেত, যদি না জোয়াও ফেলিক্সের সঙ্গে বোঝাপড়ায় সামান্য ভুল হতো। বাঁ দিক থেকে আসা ক্রসটিতে দুজনই একসঙ্গে পা লাগাতে গিয়ে গোলটা মিস করেন।

তবে ম্যাচে তার প্রভাব ছিল চোখে পড়ার মতো। একাধিকবার দূরপাল্লার শটে তুলুজ গোলরক্ষককে ব্যতিব্যস্ত করে তোলেন। শুধু গোলই নয়, তার দৌড়, পাস, আর শারীরিক ভাষা বুঝিয়ে দিচ্ছিল; তিনি থামার মতো কেউ নন।

৭৬তম মিনিটে মোহাম্মদ মারান দুর্দান্ত এক হেডে আল-নাসরের জয় নিশ্চিত করেন। নাওয়াফ বুশালের দুর্দান্ত ক্রসে ভেসে ওঠা হেডটি সোজা গোললাইনের ভেতর গিয়ে জড়ায়।

ম্যাচ শেষে রোনালদো ফেসবুকে নিজের ‘সিউ’ উদযাপনের ছবি পোস্ট করে লেখেন, “এই ক্ষুধা কখনোই শেষ হবে না। আমরা কেবল শুরু করেছি।” তার এই বার্তা যেন একধরনের হুঙ্কার, এক নতুন লড়াইয়ের ইঙ্গিত।

আল-নাসরে যোগ দেওয়ার পর বড় কোনো শিরোপা জেতা না গেলেও রোনালদো থেমে থাকেননি। গত মৌসুমে সব মিলিয়ে ৩৫টি গোল করেছেন ক্লাবটির হয়ে। এবার নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত আল-নাসরে থাকছেন। লক্ষ্য এবার আরও বড়; ট্রফি জয় এবং ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করা।

আল-নাসরের পরবর্তী প্রীতি ম্যাচ আগামী ১০ আগস্ট, স্পেনের পাওয়ার হর্স স্টেডিয়ামে লা লিগার ক্লাব আলমেরিয়ার বিপক্ষে। আর মৌসুমের প্রথম বড় লড়াই শুরু ১৯ আগস্ট, সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল-ইত্তিহাদের বিপক্ষে। সেই লড়াইয়ের আগে রোনালদোর এই বার্তা একটাই— তাকে এখনো অনেক কিছু জিততে হবে!

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ