রাজধানীর শাহবাগের মালেক শাহ মাজার ও ডেমরা বড় ভাঙ্গায় আলাদা ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন। 

নিহতরা হলেন মোহাম্মদ আল-আমিন (৩৫) এবং মোহাম্মদ  আয়নাল হোসেন (৩০)। 

বৃহস্পতিবার (২৯ মে) রাত সারে ১২টা এবং রাত আড়াইটার দিকে দুজনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আয়নালের সহকর্মী মোহাম্মদ বাবুল রেজা জানান, আয়নাল পেশায় দর্জির কাজ করত। রাতে কাজ শেষ করে বাসায় ফেরার পথে সচিবালয়ের বিপরীতে মালেক শাহ মাজারের সামনের রাস্তা পার হওয়ার সময় জমে থাকা বৃষ্টির পানির নিচে বিদ্যুতের তারে পা জাড়িয়ে তিনি পড়ে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। 

আয়নালের বাড়ি লক্ষ্মীপুর সদরে। বাবার নাম গফুর মোল্লা।

অপরদিকে, আল-আমিনের ভাই মোহাম্মদ হাবিব জানান, আল-আমিন ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন। গত রাতে গ্যারেজে রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আল-আমিনের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী থানার কাপাসিয়ায়। বাবার নাম শামসুদ্দিন মিয়া। ডেমরার বড়ভাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন তিনি।  

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, ‘‘মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের  জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় ঘটনা অবগত করা হয়েছে।’’

ঢাকা/বুলবুল//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম হ ম মদ

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ