গাজীপুরের শ্রীপুরে একটি গার্মেন্টস কারখানার আটতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে জাকির হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৩ জুন) সকালে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের নতুন বাজার এলাকায় অবস্থিত ‘জিন্নাত নিটওয়্যার লিমিটেড’ কারখানায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ওসি জানান, নিহত শ্রমিক জাকির হোসেন কারখানার নিয়মিত কর্মী ছিলেন। ঘটনার পরপরই পুলিশ কারখানায় গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, ‘‘ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে পারিবারিক ও ব্যক্তিগত প্রেক্ষাপট বিবেচনায় তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’ 

কারখানার এক সহকর্মী রাসেল আহমেদ বলেন, ‘‘জাকির ছাদ থেকে লাফ দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পাই। তখনও তার মধ্যে প্রাণ ছিল বলে মনে হয়েছে। পরে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’ 

কারখানার মানবসম্পদ (এইচআর) বিভাগের কর্মকর্তা জুবায়ের এম বাশার বলেন, ‘‘ঘটনার সময় কারখানার অনেক কর্মকর্তা কর্মদিবস শেষে চলে যাচ্ছিলেন। এমন সময় খবর পাই একজন শ্রমিক ছাদ থেকে লাফ দিয়েছেন। দ্রুত গিয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, জাকির একাই ছাদে ছিল এবং কিছু সময় দাঁড়িয়ে থেকে লাফ দেয়।’’ 

তিনি আরও বলেন, ‘‘জাকিরের স্বজন ও সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরে তার মধ্যে হতাশা কাজ করছিল। তবে এটি পারিবারিক কোনো কলহ থেকে হয়েছে কি না, সেটি স্পষ্ট নয়।’’ 



 

ঢাকা/রফিক/টিপু  

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর তদন ত

এছাড়াও পড়ুন:

তিনি চাকরি ছাড়বেন শুনলেই সহকর্মীরা হাসাহাসি করেন

নাটক, সিনেমা কিংবা ওয়েব—সব প্ল্যাটফর্মেই তিনি সরব। তবে অনেকেই হয়তো জানেন না, এই অভিনেতা চাকরির ফাঁকে শুটিং করেন। একসঙ্গে দুই জায়গায় মানিয়ে নিতে পারছিলেন না। এ কারণে দু–তিন মাস পরপরই সিদ্ধান্ত নেন, চাকরি ছাড়বেন। তাঁর এই চাকরি ছাড়ার কথা শুনলেই এখন সহকর্মীরা হাসাহাসি করেন। এই অভিনেতার নাম মোস্তফা মন্ওয়ার। আজ তাঁর জন্মদিন।

এই অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, চাকরি ছাড়ার কথা তিন-চার মাস পরপর বলবেন—এটা সহকর্মীরা ধরেই নিয়েছেন। কারণ, শুটিংয়ে সময় দিতে হয়। অফিসেও দায়িত্ব পালন করতে হয়।

মোস্তফা মন্ওয়ার বলেন, ‘দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে আমি অভিনয় ও চাকরি একসঙ্গে করছি। অনেকবার চেয়েছি চাকরি ছেড়ে শুধু শুটিং শুরু করি। কিন্তু কোনোভাবেই এটা হচ্ছে না। অর্থনৈতিক কারণে অভিনয়কেই শুধু পেশা হিসেবে নিতে পারছি না। চাকরিও ছাড়তে পারছি না। এর আগে চার-পাঁচবার চাকরি ছেড়েছি। কিন্তু আবার চাকরিতেই ফিরতে হয়েছে। ছুটির দিনে পরিবারকে সময় দিতে পারি না। শুটিংয়ে যাই।’

মোস্তফা মন্ওয়ার। ছবি: ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ

  • তিনি চাকরি ছাড়বেন শুনলেই সহকর্মীরা হাসাহাসি করেন