কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি স্থগিত
Published: 5th, June 2025 GMT
এক মাস অতিবাহিত হওয়ার আগেই কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন এ নির্দেশনা দেন।
বুধবার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুমিল্লা দক্ষিণ জেলা শাখা ছাত্রদলের কমিটি স্থগিতাদেশ বহাল থাকবে। তবে ওই চিঠিতে কমিটি স্থগিত করার কারণ উল্লেখ করা হয়নি।
দলীয় সূত্রে জানা যায়, গত ১৬ মে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও কুমিল্লা মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এতে কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও এমদাদুল হক ধীমানকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। তবে এই কমিটি গঠনের পর পদবঞ্চিতরা কমিটি বাতিলের দাবিতে নগরীতে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
পরদিন ১৭ মে বিক্ষোভ মিছিল বের করেন পদবঞ্চিতরা। মিছিলটি নগরীর কান্দিরপাড় লির্বাটি মোড়ে এসে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। করা হয় ভাঙচুর। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকাও দাহ করা হয়। তবে একই দিন ঘোষিত মহানগর ছাত্রদলের কমিটি এখনো বহাল আছে।
এদিকে রাতে সদ্য স্থগিত হওয়া দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী সমকালকে বলেন, আমরা কেন্দ্র থেকে কমিটি স্থগিত হওয়া চিঠি পেয়েছি। জেলা ছাত্রদল অনেক বড় সংগঠন। এখন হয়তো কেন্দ্র নতুন করে আবার কমিটি বিন্যাস করবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ছ ত রদল ছ ত রদল র ক র কম ট
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট