এক মাস অতিবাহিত হওয়ার আগেই কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন এ নির্দেশনা দেন।

বুধবার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুমিল্লা দক্ষিণ জেলা শাখা ছাত্রদলের কমিটি স্থগিতাদেশ বহাল থাকবে। তবে ওই চিঠিতে কমিটি স্থগিত করার কারণ উল্লেখ করা হয়নি। 

দলীয় সূত্রে জানা যায়, গত ১৬ মে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও কুমিল্লা মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এতে কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও এমদাদুল হক ধীমানকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। তবে এই কমিটি গঠনের পর পদবঞ্চিতরা কমিটি বাতিলের দাবিতে নগরীতে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

পরদিন ১৭ মে বিক্ষোভ মিছিল বের করেন পদবঞ্চিতরা। মিছিলটি নগরীর কান্দিরপাড় লির্বাটি মোড়ে এসে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। করা হয় ভাঙচুর। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকাও দাহ করা হয়। তবে একই দিন ঘোষিত মহানগর ছাত্রদলের কমিটি এখনো বহাল আছে।

এদিকে রাতে সদ্য স্থগিত হওয়া দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী সমকালকে বলেন, আমরা কেন্দ্র থেকে কমিটি স্থগিত হওয়া চিঠি পেয়েছি। জেলা ছাত্রদল অনেক বড় সংগঠন। এখন হয়তো কেন্দ্র নতুন করে আবার কমিটি বিন্যাস করবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ ত রদল ছ ত রদল র ক র কম ট

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ