ব্রিটিশ প্রসাধনী কোম্পানিকে কিনে নিচ্ছে ফরাসি ব্র্যান্ড লরিয়েল
Published: 9th, June 2025 GMT
ফ্রান্সের বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ড লরিয়েল ব্রিটিশ স্কিনকেয়ার তথা ত্বক পরিচর্যার পণ্য প্রস্তুতকারক ব্র্যান্ড মেডিক৮–এর বেশির ভাগ শেয়ার অধিগ্রহণ করতে চলেছে। এতে ত্বক পরিচর্যায় ব্যবহার্য পণ্যসামগ্রীর দ্রুত বর্ধনশীল বৈশ্বিক বাজারে ফরাসি কোম্পানিটির অবস্থান আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।
লরিয়েলের কাছে মেডিক৮-এর শেয়ার বিক্রির দায়িত্ব পালন করছে যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি ইকুইটি ফার্ম ইনফ্লেক্সিয়ন। লরিয়েল ও ইনফ্লেক্সিয়ন আজ সোমবার পৃথক বিবৃতিতে মেডিক৮-এর শেয়ার বিক্রির তথ্য প্রকাশ করেছে। তবে এ–সংক্রান্ত চুক্তিতে কী কী শর্ত থাকছে, তা কোনো পক্ষই প্রকাশ করেনি। খবর রয়টার্সের।
বিষয়টি সম্পর্কে জানেন এমন একজন বলেন, এ–সংক্রান্ত চুক্তিতে মেডিক৮–এর এন্টারপ্রাইজ তথা কোম্পানি–মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১ বিলিয়ন বা ১০০ কোটি ইউরো।
লরিয়েলের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই অধিগ্রহণ লরিয়েলের বিলাসবহুল পোর্টফোলিও তথা পণ্যসম্ভারকে আরও শক্তিশালী করবে। লরিয়েল নিজেদের সঙ্গে এমন একটি স্কিনকেয়ার বা ত্বক পরিচর্যার পণ্য প্রস্তুতকারক ব্র্যান্ডকে যুক্ত করছে, যাদের সাফল্যের প্রমাণিত রেকর্ড আছে এবং বিশ্বব্যাপী প্রবৃদ্ধি অর্জনের জোর সম্ভাবনা রয়েছে।
লরিয়েল ব্র্যান্ডের বিলাসবহুল পণ্য মিউমিউ পারফিউম, ল্যানকোম স্কিনকেয়ার ও অ্যাইসোপ ক্লিনজার প্রভৃতি বিক্রিতে গত বছর প্রবৃদ্ধি কমে ২ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। এসব প্রসাধনী পণ্য বিক্রিতে প্রবৃদ্ধি কমার অন্যতম কারণ হলো উচ্চ মূল্যস্ফীতি। ক্রেতারা মূলত মল্যস্ফীতির কারণেই বিলাসবহুল প্রসাধনীর পরিবর্তে কম দামি ব্র্যান্ডের বেছে নিতে শুরু করেছেন।
লরিয়েলের সব বিভাগের মধ্যে বিলাসবহুল পণ্যেই গত বছর সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে। তবে তা বিলাসবহুল প্রসাধনী বিক্রিতে লরিয়েলের প্রধান প্রতিদ্বন্দ্বী এলভিএমএইচের একই বিভাগের পণ্যসামগ্রীর চেয়ে এগিয়ে রয়েছে।
লরিয়েলের বর্তমান মালিক ফ্রাঁসোয়া বেটেনকোর্ট মেয়ার্স বিশ্বের একজন শীর্ষস্থানীয় বিলিয়নিয়ার বা শতকোটিপতি। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের চলতি ২০২৫ সালের বিলিয়নিয়ার লিস্ট বা শীর্ষ শতকোটিপতির তালিকায় তিনি ২০তম স্থান পেয়েছেন। গত ২৫ এপ্রিল এই তালিকা প্রকাশের দিনে তাঁর নিট সম্পদের পরিমাণ ছিল ৮১ দশমিক ৬ বিলিয়ন বা ৮ হাজার ১৬০ কোটি মার্কিন ডলার। পরের দেড় মাসে তাঁর সম্পদের পরিমাণ আরও প্রায় ৮৫০ কোটি ডলার বেড়েছে। ফোর্বসের রিয়েল টাইম হিসাব অনুযায়ী, আজ বাংলাদেশ সময় বিকেল পাঁচটা নাগাদ তাঁর সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৯০ বিলিয়ন বা ৯ হাজার কোটি ডলার।
ফ্রাঁসোয়া বেটেনকোর্ট মেয়ার্স হলেন লরিয়েলের প্রতিষ্ঠাতা ইউজেন শুয়েলারের নাতনি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ল সবহ ল প প রব দ ধ
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহর রেলগেইট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কাউসার আলম জানান, দুপুর ২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রামের দিকে রওনা হয়। রেলগেটের কাছাকাছি একজন ব্যক্তি এই ট্রেনে কাটা পড়ে নিহত হন।
তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরো পড়ুন:
গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
ঝিনাইদহে তুচ্ছ কারণে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ