মালয়ালম থ্রিলার সিনেমার জয়জয়কার কেন
Published: 14th, June 2025 GMT
২০২৫ সালে এসে মালয়ালম ইন্ডাস্ট্রি বেশ কিছু হিট থ্রিলার সিনেমা দর্শকদের উপহার দিয়েছে। ‘রেখাচিত্রম’ ও ‘অফিসার অন ডিউটি’ সিনেমার অসাধারণ গল্প বলা আর মনকাড়া অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে। বছরের শুরুর মাসের মালয়ালম হিট সিনেমা ‘রেখাচিত্রম’-এর পরিচালক জোফিন টি চাকো। অভিনেতা আসিফ আলী সিনেমাটি দিয়ে প্রশংসায় ভাসছেন এবং তাঁর ক্যারিয়ারের পুনরুত্থান ঘটেছে বলা যেতে পারে। অন্যদিকে ‘অফিসার অন ডিউটি’র সম্পাদনা দর্শকদের আকৃষ্ট করার ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করেছে।
প্রশ্ন হলো, কেন মালয়ালম ক্রাইম থ্রিলার সিনেমা অনন্য হয়ে উঠছে? কীভাবে বক্স অফিসে দাপট দেখাতে সক্ষম হচ্ছে? এর উত্তর হতে পারে, বাস্তবতা আর আবেগের গভীরতা।
সম্প্রতি একটি প্রচারণামূলক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মালয়ালম থ্রিলার সিনেমা নিয়ে কথা বলেছেন ‘আইডেনটিটি’র মতো ২০২৫-এর আরেকটি হিট থ্রিলার সিনেমার অভিনেতা টোভিনো থমাস। তিনি বলেন, ‘সিনেমার শেষ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে বাধ্য করবে একটি ভালো থ্রিলার সিনেমা। ২০২৫-এ এসে মালয়ালম ইন্ডাস্ট্রি সেটা ভালোভাবে প্রদর্শন করতে পারছে। গল্পের বাঁকে বাঁকে আপনাকে আটকে রাখার মতো দারুণ সব গল্প বলছে।’
‘অফিসার অন ডিউটি’ সিনেমার দৃশ্য। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।
আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।
ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।
আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫