দিনাজপুরে বাড়িতে লুকোচুরি খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
Published: 14th, June 2025 GMT
দিনাজপুরের ঘোড়াঘাটে লুকোচুরি খেলার সময় ফ্রিজের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিনূর ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাহিনূর ইসলাম ওই গ্রামের আবদুল কাফীর ছেলে। সে বরাতীপুর আইডিয়াল প্রিক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহত শিশুর পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহিনুর আলম বলেন, মাহিনূর বাড়িতে বেড়াতে আসা সমবয়সী শিশুদের সঙ্গে লুকোচুরি খেলছিল। খেলার একপর্যায়ে সে ঘরের ভেতরে রাখা ফ্রিজের পেছনে লুকাতে যায়। এ সময় ফ্রিজের সংযোগ তারে থুতনি লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বলগাড়ি বাজারে নেওয়ার পথে সে মারা যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রেকর্ড গড়েই জিততে হবে ইংল্যান্ডকে
হেডিংলিতে সিরিজ শুরুর ম্যাচটি দুর্দান্ত এক রান তাড়ায় জিতেছিল ইংল্যান্ড। ৩৭১ রানের লক্ষ্য ইংল্যান্ড পেরিয়েছিল ৫ উইকেট হাতে রেখেই।
সিরিজের শেষটাও কি শুরুর মতোই করতে পারবে ইংলিশরা? প্রথম টেস্টের মতো শেষ টেস্টেও যে ম্যাচ জিততে বড় রানই তাড়া করতে হবে ইংল্যান্ডকে, গড়তে হবে নতুন ইতিহাসও। ৩৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ উইকেটে ৫০ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। বেন ডাকেট ৩৪ রান নিয়ে উইকেটে আছেন।
যশস্বী জয়সোয়ালের সেঞ্চুরি উদ্যাপন