প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা
Published: 19th, June 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন উপজেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন) যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রিপন।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ২টার দিকে তিনি কারাগার থেকে প্যারোলে মুক্তি পান। পরে জানাজা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা রিপনের মা নুরুন্নাহার বুধবার ময়মনসিংহের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়।
আরো পড়ুন:
কুষ্টিয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
পুলিশের ব্রিফিং
নগদের কোটি টাকা লুটের ঘটনায় সাবেক সেনা ও পুলিশ সদস্য জড়িত
আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেন। পরবর্তীতে পুলিশ পাহারায় রিপনকে উপজেলার মাওনা ইউনিয়নের মধ্যেপাড়া এলাকার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। মায়ের জানাজা শেষে তিনি স্ত্রী ও সন্তানদের সঙ্গে স্বল্প সময়ের জন্য কথা বলার সুযোগ পান।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী যুবলীগ নেতা তরিকুল ইসলাম রিপনকে প্যারোলে মুক্তি দিয়ে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। পরে তাকে যথাসময়ে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি নিজ বাড়ি থেকে তরিকুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা এবং একাধিক রাজনৈতিক মামলা রয়েছে।
ঢাকা/রফিক/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।