বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি আজ বুধবার মতবিনিময় সভা ও শুভেচ্ছা মিছিল আয়োজন করেছে। কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে গণমাধ্যমকর্মীসহ কলেজের সব শিক্ষক ও শিক্ষার্থীকে আমন্ত্রণ জানিয়েছে সংগঠনটি। এদিকে কলেজ কর্তৃপক্ষ ছাত্রদলের আমন্ত্রণের উদ্ধৃতি দিয়ে সেখানে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে আলাদা নোটিশ দিয়েছে। এতে তৈরি হয়েছে সমালোচনা।

ছাত্রদলের সরকারি আজিজুল হক কলেজ শাখার ৫৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয় গত ৫ জুন। এতে রজিবুল ইসলাম শাকিলকে আহ্বায়ক, আতিকুল ইসলাম বিপ্লবকে জ্যেষ্ঠ আহ্বায়ক ও রাফিউল আল আমিনকে সদস্য সচিব করা হয়েছে। এই কমিটি বুধবার সকালে মতবিনিময় সভা ও শুভেচ্ছা মিছিলের আয়োজন করেছে।

মঙ্গলবার কলেজ অধ্যক্ষের কার্যালয়ের প্যাডে এ-সংক্রান্ত একটি আলাদা নোটিশ জারি করা হয়। নোটিশে লেখা ছিল, ‘বুধবার সকাল ১১টায় মুক্তমঞ্চে এই কলেজ শাখার নবগঠিত ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান হবে। এতে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।’ নোটিশে অধ্যক্ষ মো.

শওকত আলম মীরের সই রয়েছে।

এ বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সদস্য সচিব নিউতি সরকার বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ একটি সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এর তীব্র নিন্দা জানাই। অতি উৎসাহী হয়ে অধ্যক্ষ যদি এ কাজ করে থাকেন, তাহলে তাঁর আসল রূপ পরিষ্কার হয়ে গেছে।’

ছাত্র ইউনিয়ন কলেজ শাখার আহ্বায়ক জয় ভৌমিক বলেন, ‘অধ্যক্ষকে সব সময় নিরপেক্ষতা বজায় রাখা উচিত। কিন্তু তিনি প্যাডে আমন্ত্রণ করায় একটি পক্ষের হয়ে কাজ করছেন বলে মনে করবে সবাই।’

ছাত্রদল নেতা আতিকুল ইসলাম বিপ্লব বলেন, ‘আমরা অধ্যক্ষসহ সব শিক্ষক ও শিক্ষার্থীদের আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু আমরা অধ্যক্ষকে কলেজ প্যাডে আমন্ত্রণ জানাতে বলিনি।’

এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ শওকত আলম মীর বলেন, ‘আমাকে না জানিয়ে অফিস সহকারী নোটিশটি লিখে প্রচার করেছে। বিষয়টি জানার পর তা প্রত্যাহার করা হয়েছে।’

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ ত রদল কল জ শ খ র ছ ত রদল র

এছাড়াও পড়ুন:

জাতীয় মানবাধিকার কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক সুস্মিতা পাইককে সভাপতি আর উপপরিচালক মোহাম্মদ তৌহিদ খানকে মহাসচিব করে জাতীয় মানবাধিকার কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার এ কমিটি গঠন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ সভায় নতুন কমিটির সভাপতি হিসেবে কমিশনের উপপরিচালক সুস্মিতা পাইক আর মহাসচিব হিসেবে উপপরিচালক মোহাম্মদ তৌহিদ খানের নাম প্রস্তাব করা হলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।

এ ছাড়া সহসভাপতি পদে ফারজানা নাজনীন, যুগ্ম মহাসচিব পদে মো. মোজাফফর হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ নাঈম চৌধুরী, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক পদে মো. তানবিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে ইশরাত জাহান, মানবাধিকারবিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস এবং নির্বাহী সদস্য পদে মো. রবিউল ইসলাম ও মো. ইমরান হোসেনের নাম সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নবগঠিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত কমিটি জাতীয় মানবাধিকার কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে মেধা ও প্রতিভাকে পূর্ণরূপে কাজে লাগানো, কাজের পরিবেশ সৃষ্টিতে ঐক্যবদ্ধ প্রয়াস এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে স্বার্থ সংরক্ষণ তথা সার্বিক কল্যাণ সাধনে নিয়মতান্ত্রিক উদ্যোগ গ্রহণে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। ভবিষ্যতে অ্যাসোসিয়েশনের মাধ্যমে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক ভূমিকা পালনে কমিটির নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন।

২০২৩ সালের ১৮ জুন রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান কার্যালয়ে সব কর্মকর্তার উপস্থিতিতে এক সাধারণ সভার মধ্য দিয়ে এই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়েছিল। গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদ পূর্ণ হওয়ায় গত ১৮ জুন প্রথম কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় মানবাধিকার কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
  • বিএনপি করে এমন কেউ যেন মুক্তিযোদ্ধা সংসদের সদস্য হতে পারবে না