ফসলি জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন– শাহমাহমুদপুর ইউনিয়নের কদ্দিপাঁচগাঁও গ্রামের তপদার বাড়ির আব্দুর রব তপদার ও তার ছেলে সায়েম তপদার। আব্দুর রব তপদার পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তার ৩ মেয়ে ও ২ ছেলের মধ্যে মৃত সায়েম হোসেন শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় মেহেদী হাসান নিরব জানান, বাড়ির কাছে রেললাইনের পাশের জমিতে পাট জাগ দিতে যান আব্দুর রব। পাশের আকতার তপদারের দোকানে নেওয়া বিদ্যুতের তার ছিঁড়ে জমিতে পড়ে ছিল। একপর্যায়ে সেই ছেঁড়া তারে আব্দুর রব তপদার জড়িয়ে কাতরাতে থাকলে একটি মেয়ে তার ছেলে সায়েমকে বলে। পরে দূর থেকে বাবার এমন অবস্থা দেখে বাবাকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আব্দুর রব তপদারের শ্যালক শাহ আলম বলেন, ‘আমার বোনের জামাই ও ভাগিনা পাট জাগ দিতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়ে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।’

চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়। পুলিশকে না জানিয়েই হাসপাতাল থেকে লাশ দুটি বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা। সেখানে প্রাথমিক তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পেলে ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে পারবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ