‘বেটি ছুয়াডার বিহা হবেনি’—লোকের কটূকথা পেরিয়ে সাফজয়ী স্বপ্না
Published: 26th, July 2025 GMT
‘ছুয়াডা ফুটবল খেলায় দেখি কত লোকের কত কথা শুনিচি। লইজ্জা শরম নাই, বেটি ছুয়া হয় হেনে খেলাবা যাছে, বেটি ছুয়াডার বিহা হবেনি। হামরা কাহারো দশকথাত কান দিইনি। লোকের কথাত কান দিলে হামার লাভ হবেনি। নিজের বিবেক থেকে হামার ছুয়াডা সবকিছু করে আগায় গেইছে।’
দৃঢ়তার সঙ্গে কিছুটা উঁচু স্বরে কথাগুলো বলছিলেন সাফজয়ী অনূর্ধ্ব-২০ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় স্বপ্না রানীর মা ছবিলা রানী। স্বপ্নার ফুটবল খেলা নিয়ে যাঁরা নানা কটুকথা বলতেন, আজ উল্টো তাঁরাই স্বপ্নার প্রশংসা করেন। চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন আড্ডায় স্বপ্নার স্বপ্ন জয়ের গল্প বলছেন। টেলিভিশনে চোখ লাগিয়ে দেখছেন স্বপ্নার ফুটবল নৈপুণ্য।
স্বপ্না রানীর বাড়ি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামে। বাবা নীরেন চন্দ্র (৬২) কৃষিকাজের সঙ্গে যুক্ত। পাশাপাশি মুড়ির ব্যবসা করতেন। শারীরিক অসুস্থতার কারণে এখন শুয়ে-বসেই সময় কাটছে তাঁর।
চার ভাইবোনের মধ্যে স্বপ্না রানী ছোট। সাফজয়ী অনূর্ধ্ব-২০ জাতীয় নারী ফুটবল দল ছাড়াও সাফ নারী ফুটবল চ্যাম্পিয়শিপে জাতীয় দলের সদস্য ছিলেন। অনূর্ধ্ব-১৪ দলের সদস্যও ছিলেন স্বপ্না।
ম্যাচের দ্বিতীয় মিনিটে সরাসরি ফ্রি কিকে গোল করে স্বপ্না রানী একটু বেশিই আনন্দিত (৭ নম্বর জার্সি).উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু
আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।
জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।