পঞ্চগড়ে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে শপথ অনুষ্ঠান হয়।

এ দিন ‘সমাজ গঠনে আমি শপথ করছি’— এমন অঙ্গীকারে মুখরিত ছিল অডিটোরিয়ামের হল কক্ষ। সহযোগিতায় ছিল জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

অনুষ্ঠানটি ছিল দুই পর্বে বিভক্ত। প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় আয়োজনে যুক্ত হয়ে অংশগ্রহণকারীরা দেশের অন্যান্য জেলার মানুষদের সঙ্গে একযোগে শপথ পাঠ করেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে শপথবাক্য পাঠ করান মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

আরো পড়ুন:

জুলাই বিপ্লব ছিল সর্বজনীন গণঅভ্যুত্থান: অধ্যাপক রইছ

আলজাজিরার অনুসন্ধান: ‘হাসিনা– জুলাইয়ের ৩৬ দিন’ সম্প্রচার আজ

দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা.

মিজানুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা মৎস্য কর্মকর্তা কেএম আব্দুল হালিম, গণমাধ্যমকর্মী মোশারফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ‘‘পরিবার থেকে শুরু করে সমাজ- সর্বত্র নৈতিকতা ও দায়িত্বশীলতা ফিরিয়ে আনতে হবে। বিশেষ করে তরুণদের ইতিবাচক অংশগ্রহণে গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ।’’ 

শপথের আলোকে সমাজকে সুন্দর ও নারী, শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করারও আহ্বান জানান তারা। 

ঢাকা/নাঈম/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গণঅভ য ত থ ন অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ