রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাঁরা চিকিৎসাধীন, তাঁদের মধ্যে চারজনের অবস্থা সংকটাপন্ন (ক্রিটিক্যাল)। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে তাঁদের চিকিৎসা চলছে।

আরও ৯ জনের অবস্থা কম গুরুতর (সিভিয়ার)। তাঁরাও শঙ্কামুক্ত নন। এই ১৩ জনসহ বার্ন ইনস্টিটিউটে এখন মোট ৩৬ জন ভর্তি রয়েছেন। আর সেরে ওঠায় দুই শিক্ষার্থী আজ শনিবার বাসায় ফিরেছে।

আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক নাসির উদ্দীন এসব তথ্য জানান। তিনি বলেন, বিদেশ থেকে আসা চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সম্মিলিত প্রচেষ্টায় আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে।

অধ্যাপক নাসির উদ্দীন জানান, সেরে ওঠা দুই শিক্ষার্থীকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে আরও ১০ জন বাসায় ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। যাঁদের অবস্থা সংকটাপন্ন, তাঁদের আত্মীয়স্বজনের সঙ্গে সব সময় কথা বলা হচ্ছে। এসব রোগীর প্রত্যেকের পাশে একজন চিকিৎসক ও নার্স সব সময় অবস্থান করছেন।

বার্ন ইনস্টিটিউটের পরিচালক আরও জানান, চিকিৎসাসহায়তা দিতে ভারত থেকে দুই চিকিৎসক ও দুই নার্স, সিঙ্গাপুর থেকে তিন চিকিৎসক ও দুই নার্স এবং চীন থেকে তিন চিকিৎসক ও ছয় সহকারী কর্মী (সাপোর্টিং স্টাফ) এসেছেন। তাঁরা ও স্থানীয় চিকিৎসক–নার্সদের সমন্বয়ে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

এর আগে আজ সকালে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান প্রথম আলোকে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। সকাল ৯টার দিকে আইসিইউয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিক্ষার্থী জারিফ ফারহান। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। সে মাইলস্টোনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। অপরজন ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্মচারী। তাঁর নাম মাসুমা। বেলা পৌনে ১১টার দিকে তিনি মারা যান। তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়েছিল।

এ নিয়ে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ১৭ জন মারা গেলেন। আর এ দুর্ঘটনায় এই নিয়ে মোট মৃত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গতকাল শুক্রবার রাত পর্যন্ত মোট নিহত মানুষের সংখ্যা ছিল ৩৩। এর মধ্যে দুজন ছাড়া অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

গত সোমবার (২১ জুলাই) উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমানটি প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছিল। এ দুর্ঘটনায় দেড় শতাধিক আহত হন।

আরও পড়ুনচিকিৎসা শেষে বার্ন ইনস্টিটিউট থেকে দুজন শিক্ষার্থী আজ বাড়ি ফিরছে৬ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ম ন ব ধ বস ত চ ক ৎসক ও র অবস থ র ঘটন য়

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ