অসহায় বোধ করছেন অবরুদ্ধ গাজার চিকিৎসকরা। তীব্র অপুষ্টির শিকার রোগীদের কোনো চিকিৎসা দিতে পারছেন না তারা। আবার খাদ্যাভাবের কারণে চিকিৎসকরাও অপুষ্টির শিকার হয়ে পড়ছেন। খাদ্যাভাবের কারণে অনেক চিকিৎসক জ্ঞানও হারিয়ে ফেলছেন। শনিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
আল-জাজিরা বলেছে, “গাজার ডাক্তাররা যখন মানুষকে সাহায্য করার চেষ্টা করেন, তখন তারা অপুষ্টিতে ভুগছেন। আমরা এমন ডাক্তারদের সাথে কথা বলেছি যারা জানিয়েছেন, তাদের সবসময় মাথা ঘোরা, মাথাব্যথা বা এমনকি অজ্ঞান হয়ে পড়ার মতো সমস্যা হচ্ছে।”
এই পরিস্থিতিতে প্রতিদিনই ক্ষুধার্ত ফিলিস্তিনি রোগী এবং আহতরা হাসপাতালে আসছেন। ডাক্তারদের কাছে কোনো চিকিৎসা সরঞ্জাম নেই, পুষ্টির কোনো সংস্থান নেই। অনেকেই হাসপাতাল ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন। কারণ চিকিৎসকরা তাদের কোনো সাহায্য করতে পারছেন না।
আল-জাজিরা বলেছে, “আমরা কখনো কখনো বাবা-মাকে হাসপাতালের প্রবেশপথে কাঁদতে দেখেছি। কারণ ডাক্তাররা অসহায়।”
বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে, গাজার প্রতি তিনজনের মধ্যে প্রায় একজন মানুষ কয়েকদিন ধরে না খেয়ে আছে। উপত্যকার ৯০ হাজার নারী ও শিশুর জরুরি চিকিৎসার প্রয়োজন।
উত্তর গাজার বেইত হানুন থেকে আসা একজন বাস্তুচ্যুত বাসিন্দা সৌদ নাসের বলেন, “বাচ্চারা সারাদিন চিৎকার করে বলছে তারা এক টুকরো রুটি চায়। আমরা রুটি ছোট ছোট টুকরো করে ভাগ করি। আমরা তাদের সারাদিন ধরে একটি পিটা রুটি দেই।”
গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলের তৈরি করা ‘নজিরবিহীন ও আসন্ন মানবিক বিপর্যয’ সম্পর্কে কঠোরভাবে সতর্ক করে দিয়ে বলেছে, ৪০ হাজার নবজাতকসহ দুই বছর বা তার কম বয়সী এক লাখ শিশু কয়েক দিনের মধ্যেই মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘শফিউল বারী বাবু ছিলেন আন্দোলনের প্রেরণা’
বিএনপির দুঃসময়ে যখন অনেকেই পাশে ছিলেন না, তখন শফিউল বারী বাবু সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। তিনি বলেন, “বাবু ভাই শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন আমাদের আদর্শ, আমাদের প্রেরণা এবং একজন শিক্ষক। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে তার অবদান বিএনপি পরিবার কখনো ভুলবে না।”
সোমবার (২৮ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের হাজী আমজাদ মিয়া জামে মসজিদ প্রাঙ্গণে শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ সব কথা বলেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বাবুর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন ভুলু, জেলা কমিটির সহ-সভাপতি সালমান হায়দার রাশেদ, রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হান্নান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম সেলিম ও সদস্য সচিব গিয়াস উদ্দিন বক্তব্য রাখেন।
২০২০ সালের ২৮ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু। রাজনৈতিক জীবনে আওয়ামী লীগ সরকারের সময় তাকে একাধিকবার কারাবরণ করতে হয়।
ঢাকা/লিটন/বকুল