রাজধানী ঢাকায় গতকাল রোববার রাতে অনেকটা বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত অন্তত ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ ঢাকায় আরও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। ‌

মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো.

ওমর ফারুক। তিনি আজ সকালে প্রথম আলোকে বলেন, এ সময় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় রাঙামাটিতে। এর পরিমাণ ছিল ৮১ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বার্তা অনুযায়ী, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এসব বিভাগের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাসও আছে। আজ ঢাকা বিভাগের অনেক স্থানেও বৃষ্টির সম্ভাবনা বেশি।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আজ রাজধানীতে আরও বৃষ্টির সম্ভাবনা আছে। এ ছাড়া ঢাকার আশপাশে বৃষ্টি হতে পারে। আগামীকাল মঙ্গলবার বৃষ্টি হতে পারে বিভিন্ন স্থানে।

বাংলার বর্ষা ঋতুর দ্বিতীয় মাস শ্রাবণের মাঝামাঝি সময় এখন। চলতি জুলাই মাসটা আষাঢ় ও শ্রাবণ মিলেই পড়ে। আর এ মাসে বছরের সবচেয়ে বেশি বৃষ্টি হয়। আবার অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত বৃষ্টির পরিমাণ যা, তাতে এই মাসে স্বাভাবিক বৃষ্টি হবে। তবে রংপুর এবং সিলেট বিভাগে এখন পর্যন্ত স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা কম বৃষ্টি হয়েছে।

চলতি মাসে থেমে থেমে অনেক জায়গায় অনেকটা বৃষ্টি হলেও গরমের ভাবটা কিন্তু কমেনি। বৃষ্টির পরে ভ্যাপসা গরম আর তাতে মানুষের কষ্ট বাড়ছে। এ সময় বৃষ্টি হলেও জলীয় বাষ্পের আধিক্য থাকায় গরম বা ভ্যাপসা ভাবটা থেকে যায় বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ