রাজধানী ঢাকায় গতকাল রোববার রাতে অনেকটা বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত অন্তত ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ ঢাকায় আরও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। ‌

মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো.

ওমর ফারুক। তিনি আজ সকালে প্রথম আলোকে বলেন, এ সময় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় রাঙামাটিতে। এর পরিমাণ ছিল ৮১ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বার্তা অনুযায়ী, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এসব বিভাগের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাসও আছে। আজ ঢাকা বিভাগের অনেক স্থানেও বৃষ্টির সম্ভাবনা বেশি।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আজ রাজধানীতে আরও বৃষ্টির সম্ভাবনা আছে। এ ছাড়া ঢাকার আশপাশে বৃষ্টি হতে পারে। আগামীকাল মঙ্গলবার বৃষ্টি হতে পারে বিভিন্ন স্থানে।

বাংলার বর্ষা ঋতুর দ্বিতীয় মাস শ্রাবণের মাঝামাঝি সময় এখন। চলতি জুলাই মাসটা আষাঢ় ও শ্রাবণ মিলেই পড়ে। আর এ মাসে বছরের সবচেয়ে বেশি বৃষ্টি হয়। আবার অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত বৃষ্টির পরিমাণ যা, তাতে এই মাসে স্বাভাবিক বৃষ্টি হবে। তবে রংপুর এবং সিলেট বিভাগে এখন পর্যন্ত স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা কম বৃষ্টি হয়েছে।

চলতি মাসে থেমে থেমে অনেক জায়গায় অনেকটা বৃষ্টি হলেও গরমের ভাবটা কিন্তু কমেনি। বৃষ্টির পরে ভ্যাপসা গরম আর তাতে মানুষের কষ্ট বাড়ছে। এ সময় বৃষ্টি হলেও জলীয় বাষ্পের আধিক্য থাকায় গরম বা ভ্যাপসা ভাবটা থেকে যায় বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত নিবন্ধ