শরীয়তপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
Published: 29th, July 2025 GMT
শরীয়তপুরের জাজিরায় পারিবারিক কলহের জেরে স্ত্রী সোনাবান বিবিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী করিম মুন্সির বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম। এর আগে গতকাল সোমবার দিনগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের বড় গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বড় গোপালপুর এলাকার করিম মুন্সী ও সোনাবান বিবির দীর্ঘ ৫০ বছরের সংসার। তাদের সংসারে দুটি ছেলে সন্তান ছিলো। এক বছর আগে তাদের দুজনই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর থেকে স্বামী-স্ত্রী দুজনেই মানসিক সমস্যায় ভুগছিলেন।
গতকাল সোমবার রাতে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেসময় স্ত্রী সোনাবান বিবিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে করিম মুন্সির বিরুদ্ধে। বিষয়টি প্রতিবেশীরা জানতে পেরে পুলিশকে খবর দেয়। পরে জাজিরা থানা পুলিশের নিহতের মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘাতক স্বামীকে আটক করে।
এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। স্বামীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/আকাশ/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন