বিএনপি নেতাকর্মীদের জনবান্ধব হতে হবে : সাখাওয়াত
Published: 30th, July 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, “বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জনবান্ধব হতে হবে, জনগণের স্বার্থেই কাজ করতে হবে। জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জন করতে হবে, তাহলেই আগামী দিনে আমাদের বিজয় নিশ্চিত হবে।”
বুধবার (৩০ জুলাই) বিকেল ৪টায় কলাগাছিয়া ইউনিয়নের আলতাফ কমিউনিটি সেন্টারে ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নবজাগরণের সূচনা করেছিলেন। তিনি দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরের স্বপ্ন দেখিয়েছিলেন। আজ তার গড়া দল, যার রক্ত তার শরীরের সেই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের সবচেয়ে সংগঠিত ও শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। এই দলে থেকে আমরা গর্বিত।”
সাখাওয়াত হোসেন খান আরও বলেন, “গত ১৫ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা মামলা-হামলা, জেল-জুলুম, খুন-গুমের মতো কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। বিএনপি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আস্থা রেখেই আমরা বিএনপির ছায়াতলে অবিচল থেকেছি।”
তিনি আরও জানান, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আজকের বৈঠকে তিনি স্পষ্টভাবে বলেছেন— বিএনপির কেউ যেন জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে যুক্ত না হয়। আমাদের বিরুদ্ধে কেউ বাজে কথা বললে পাল্টা জবাব না দিয়ে ভালো কাজের মাধ্যমে জবাব দিতে হবে। আমরা ভোট চাইবো জনগণের কাছে, তাই আমাদের কাজের মাধ্যমেই জনগণকে সন্তুষ্ট করতে হবে।”
সাখাওয়াত হোসেন বলেন, “যদি কোনো বিএনপি নেতাকর্মী দলের নাম ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল বা মাদকের সঙ্গে জড়িত থাকে, তাহলে তার কোনো স্থান বিএনপিতে থাকবে না।”
তিনি আরও বলেন, “আমরা রাজনীতি করি জনগণের কল্যাণে, তাদের সুখে-দুঃখে পাশে থাকার জন্য। সেলিম ওসমান, শামীম ওসমান ও মেয়র আইভী জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন।
আজ তাদের অবস্থা দেশবাসী দেখছে। তাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যেন আমরা একই পথে না হাঁটি। দলের নির্দেশনাকেই আমাদের পথনির্দেশ হিসেবে গ্রহণ করতে হবে।”
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবির, সহ- সভাপতি দিদার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক সজিব খন্দকার, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন ব এনপ র ব এনপ র স ন ত কর ম কল গ ছ য় জনগণ র আম দ র সদস য রহম ন
এছাড়াও পড়ুন:
সংস্কার ইস্যুতে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি অবস্থান পরিবর্তন করে
সংস্কার ইস্যুতে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ অবস্থান পরিবর্তন করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে চৌদ্দগ্রাম উপজেলা ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
ডা. তাহের বলেন, “আরপিও, সংস্কার কিংবা হ্যাঁ/না গণভোট—কোনোকিছুই এখন বিএনপি মানছে না। সরকার যদি তার নিরপেক্ষতা হারায়, তাহলে দেশের জনগণ তার প্রতি আস্থা হারাবে। তখন জনগণ আন্দোলনে নামবে।”
তিনি আরো বলেন, “জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে সরকার যদি অপকৌশল করে, তাহলে জনগণ আন্দোলনের প্রস্তুতি নেবে।”
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কুমিল্লা অঞ্চল টিমের সদস্য ও সাবেক জেলা আমির আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মুফতি মাহবুবুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া।
উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমির মাওলানা ইব্রাহীম, জামায়াত নেতা আয়ুব আলী ফরায়েজী, শাহ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহিম এবং পৌর সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল প্রমুখ।
ঢাকা/রুবেল/রফিক