যুক্তরাষ্ট্রের সঙ্গে যারা বাণিজ্য চুক্তি করেনি, তাদের জন্য অনেক দেরি হয়ে গেছে: ট্রাম্প
Published: 1st, August 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে বিভিন্ন দেশ থেকে তাঁর দেশের আমদানি করা পণ্যে নতুন পাল্টা শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে অসম বাণিজ্যিক সম্পর্কের কারণে কিছু দেশের ওপর উচ্চ হারে শুল্ক বসিয়েছেন তিনি।
জেনে নেওয়া যাক, কোন কোন দেশের ওপর বেশি শুল্ক বসানো হয়েছে এবং সেসব দেশের শুল্কহার কত:
সিরিয়ার ওপর সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে। দেশটির নতুন শুল্কহার ৪১ শতাংশ। ১৪ বছরের দীর্ঘ গৃহযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে সদ্য উঠে দাঁড়ানোর চেষ্টা করছে সিরিয়া। এ সময় দেশটির জন্য এ উচ্চ শুল্কহার বড় আঘাত।
পরের অবস্থানে রয়েছে লাওস ও মিয়ানমার। উভয় দেশের ওপর ৪০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এ সিদ্ধান্ত এশিয়ার অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করবে, বিশেষ করে যেসব দেশ আগে থেকেই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে আছে।
সুইজারল্যান্ড থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৯ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এটি একমাত্র উন্নত অর্থনীতির দেশ, যেটির ওপর ট্রাম্প প্রশাসন এত উচ্চ হারে শুল্ক আরোপ করলেন। দেশটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারও।সুইজারল্যান্ড থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৯ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এটি একমাত্র উন্নত অর্থনীতির দেশ, যেটির ওপর ট্রাম্প প্রশাসন এত উচ্চ হারে শুল্ক আরোপ করলেন। দেশটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারও।
এদিকে কানাডার পণ্যের ওপর আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি না হওয়ায় দেশটির ওপর এ শুল্ক আজ শুক্রবার থেকে কার্যকর হয়ে গেছে।
মধ্যপ্রাচ্যের আরেক গুরুত্বপূর্ণ দেশ ইরাক ও ইউরোপের সার্বিয়ার ওপরও ৩৫ শতাংশ হারে শুল্ক বসানো হয়েছে।
অন্যদিকে চারটি দেশের ওপর ৩০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে। দেশগুলো হলো আলজেরিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, লিবিয়া ও দক্ষিণ আফ্রিকা।
ঠিক আছে। তাহলে ওনার (ব্রাজিলের প্রেসিডেন্ট) যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে হবে না। আমার এতে কোনো সমস্যা নেই।ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তাঁর নতুন শুল্কনীতির বাস্তবায়ন ‘খুব ভালোভাবে, খুব মসৃণভাবে’ চলছে।
ট্রাম্প বলেন, যেসব দেশ এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেনি, তাদের জন্য ‘অনেক দেরি হয়ে গেছে’। তবে তিনি আরও বলেন, এমন নয় যে কেউ চার সপ্তাহ পর এসে কোনো ধরনের চুক্তির প্রস্তাব দেবে না। সেটা হতেই পারে।
আরও পড়ুনভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা, ইরানের পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ ৩১ জুলাই ২০২৫সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তাঁর শুল্কের কারণে মার্কিন ভোক্তাদের জন্য পণ্যের দাম বাড়ছে কি না। উত্তরে ট্রাম্প বলেন, শুধু একটা জায়গায় দাম বাড়ছে। তা হলো শত শত বিলিয়ন ডলার এখন যুক্তরাষ্ট্রের কোষাগারে ঢুকছে।
ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা তাঁর শুল্কনীতির বিরোধিতা করছেন, এ বিষয়ে তাঁর মন্তব্য কী। জবাবে ট্রাম্প বলেন, ‘ঠিক আছে। তাহলে ওনার যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে হবে না। আমার এতে কোনো সমস্যা নেই।’
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। তবে তিনি সতর্ক করেছেন, নতুন ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার আগে আর কোনো চুক্তির সুযোগ নেই।
ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তাঁর শুল্কের কারণে মার্কিন ভোক্তাদের জন্য পণ্যের দাম বাড়ছে কি না। উত্তরে ট্রাম্প বলেন, শুধু একটা জায়গায় দাম বাড়ছে। তা হলো শত শত বিলিয়ন ডলার এখন যুক্তরাষ্ট্রের কোষাগারে ঢুকছে।ট্রাম্প বলেন, তিনি আজ রাতেই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে ফোনে কথা বলার কথা ভাবছেন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, কানাডার ওপর উচ্চ শুল্ক আরোপের কারণ হচ্ছে, তারা যুক্তরাষ্ট্রে ভয়ানক মাদক ফেন্টানিলের অব্যাহত প্রবাহ ঠেকাতে সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে। তবে কানাডার বাণিজ্য ব্যুরো এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে।
আরও পড়ুনকোন দেশে কত শুল্ক বসালেন ট্রাম্প৩ ঘণ্টা আগেআরও পড়ুনবাণিজ্যবিরোধ: ভারত কেন ট্রাম্পের নিশানায়২৬ মিনিট আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট র ম প বল ন ত দ র জন য শ ল ক বস ন দ শ র ওপর আমদ ন
এছাড়াও পড়ুন:
প্রেমিকার বিয়ের দিনে প্রেমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
নড়াইলের লোহাগড়ায় প্রেমিকার বিয়ের দিনে প্রেমিক সৈয়দ মাসুম বিল্লাহর (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে। মাসুমের বাম হাতের একটি আঙুলের নখ উপড়ে ফেলার আলামত থাকায় তার পরিবার অভিযোগ করছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে কালনা মধুমতি সেতুর পশ্চিম পাশে রাস্তার ওপর মাসুমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ইজিবাইকের চালক সুজন শেখ তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বিকেলে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাসুম বিল্লাহ লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের মৃত সৈয়দ রকিবুল ইসলামের ছেলে।
আরো পড়ুন:
জুলাই হত্যাকাণ্ডের মামলায় চট্টগ্রামে প্রথম অভিযোগপত্র দাখিল
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
মাসুমের স্বজনরা জানিয়েছেন, শালনগর ইউনিয়নের এক কিশোরীর সঙ্গে মাসুমের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির বিয়ের খবর পেয়ে শুক্রবার (১ আগস্ট) সকালে তিনি ঢাকা থেকে লোহাগড়ায় আসেন। সকালে পরিবারের সঙ্গে তার শেষবার কথা হয়, এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
মাসুম বিল্লাহর চাচা শরিফুল ইসলাম বলেছেন, “আমরা শুনেছি, সকালে লোহাগড়া বাজারের একটি পার্লারে মেয়েটির সঙ্গে মাসুমের কথা হয়। এর পর মেয়েটির বাবার কাছ থেকে হুমকি পায় সে। পরে হাসপাতাল থেকে ফোন পেয়ে মাসুমের মৃত্যুর খবর জানি। তার বাম হাতের নখ উপড়ানো ছিল। সব মিলিয়ে মনে হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
মাসুমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া ইজিবাইক চালক সুজন বলেছেন, “ঘটনাস্থলে কোনো দুর্ঘটনার চিহ্ন ছিল না। তবে মনে হয়েছে, কেউ মাসুমকে গাড়ি থেকে ফেলে দিয়েছে।”
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম শনিবার (২ আগস্ট) সকালে সাংবাদিকদের বলেছেন, “আমরা মাসুম বিল্লাহকে মৃত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে আসি। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।”
ঢাকা/শরিফুল/রফিক