শেখ হাসিনা সব অপরাধের নিউক্লিয়াস, সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর
Published: 3rd, August 2025 GMT
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর।
আরও পড়ুনশেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য চলছে, ট্রাইব্যুনালে বিচারকাজ সরাসরি সম্প্রচার১ ঘণ্টা আগেআজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সূচনা বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা সব অপরাধের নিউক্লিয়াস।
সূচনা বক্তব্যের আগে ট্রাইব্যুনালে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো.
শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আসামি।
পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এই মামলায় মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে নিয়েছেন।
একই সঙ্গে আবদুল্লাহ আল-মামুন এই মামলায় ‘অ্যাপ্রুভার’ (দোষ স্বীকার করে ঘটনার সত্য বিবরণ প্রকাশ করেন যে আসামি; সাধারণত তিনি রাজসাক্ষী হিসেবে পরিচিত) হয়েছেন।
মামলার বিচারকার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুনশেখ হাসিনার বিরুদ্ধে মামলায় ‘রাজসাক্ষী’ সাবেক আইজিপি১০ জুলাই ২০২৫আরও পড়ুনমানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন১০ জুলাই ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: অপর ধ র
এছাড়াও পড়ুন:
রাজধানীতে তিন সমাবেশ, ১৪ হাজার পুলিশ মোতায়েন
রাজধানীর পৃথক স্থানে রবিবার (৩ আগস্ট) তিনটি সংগঠনের সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে প্রায় ১৪ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, “নিরাপত্তা রক্ষায় ১৪ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এর বাইরেও সাদা পোশাকে অনেক পুলিশ সদস্য কাজ করছেন। আমরা কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা দেখছি না।”
রবিবার ঢাকার জাতীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) এবং সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠী সমাবেশের আয়োজন করেছে।
‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান: শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছাত্র সমাবেশ করা হচ্ছে।
জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সমাবেশ হবে।
অন্যদিকে, সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে ‘৩৬ জুলাই কালচারাল ফেস্ট: জুলাই জাগরণ’ শীর্ষক আয়োজন চলছে।
এ তিনটি আয়োজনে বিপুল সংখ্যক মানুষের সমাগম হতে পারে। তাই, পুলিশ প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে।
ঢাকা/এমআর/রফিক