ট্রাম্প প্রশাসন শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় প্রকল্পের আওতায় ভ্রমণকারী এবং গণমাধ্যমের সদস্যদের জন্য ভিসার মেয়াদ কঠোর করতে যাচ্ছে। এটি যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসনের উপর ট্রাম্প প্রশাসনের ব্যাপক কঠোর ব্যবস্থার অংশ বলে বুধবার জানিয়েছে রয়টার্স।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকে ব্যাপক অভিবাসনবিরোধী অভিযান শুরু করেছেন। সর্বশেষ পদক্ষেপটি আন্তর্জাতিক ছাত্র, বিনিময় কর্মী এবং বিদেশী সাংবাদিকদের জন্য নতুন বাধা তৈরি করবে। কারণ এদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের অবস্থানের মেয়াদ বাড়ানোর জন্য নতুন করে আবেদন করতে হবে। 

প্রস্তাবিত নিয়মটি আন্তর্জাতিক ছাত্রদের জন্য F ক্যাটাগরির ভিসার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করবে। সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে ভ্রমণকারীদের  জন্য J ক্যাটাগরি এবং মিডিয়ার সদস্যদের জন্য I ক্যাটাগরির ভিসা তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেয়। এই ভিসাগুলো বর্তমানে প্রোগ্রামের সময়কাল বা মার্কিনভিত্তিক কর্মসংস্থানের ওপর ভিত্তি করে দেওয়া হয়।

ট্রাম্প প্রশাসন প্রস্তাবিত নিয়মাবলীতে বলা হয়েছে, ভিসাধারীদের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার সময় আরো ভালভাবে ‘তদারকি’র জন্য এই পরিবর্তন প্রয়োজন।

বিশ্বব্যাপী ৪ হাজার ৩০০ টিরও বেশি প্রতিষ্ঠানে আন্তর্জাতিক শিক্ষাবিদদের প্রতিনিধিত্বকারী অলাভজনক সংস্থা নাফসা ট্রাম্প প্রশাসনকে এটি বাতিল করার আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন আইনি অভিবাসনের উপর নজরদারি বৃদ্ধি করেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আদর্শিক দৃষ্টিভঙ্গির জন্য তাদের ছাত্র ভিসা এবং গ্রিন কার্ড বাতিল করেছে এবং লাখ লাখ অভিবাসীর আইনি মর্যাদা কেড়ে নিয়েছে।
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র দ র জন য

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ