দুই মোটরসাইকেলে বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫
Published: 29th, August 2025 GMT
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার সারীঘাট (সরূফৌদ) এলাকায় দুইটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছে দ্রুত গতির একটি বাস। এ ঘটনায় তালহা (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।
তামাবিল হইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনার শিকার হন তারা।
আরো পড়ুন:
চট্টগ্রামে হতাহত ২৪ পরিবারকে কোটি টাকার সহায়তা দিল বিআরটিএ
লালমনিরহাটে ড্রাম ট্রাকের চাপায় শিক্ষার্থীর মৃত্যু
নিহত তালহা জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাঞ্জরগ্রামের তাজউদ্দিনের ছেলে।
আহতরা হলেন- সারীঘাট ডৌডিক গ্রামের শুক্কুর মিয়ার ছেলে শাকিল (২০), একই গ্রামের মাওলানা আব্দুল ওয়াহিদের ছেলে জুনেদ আহমদ (১৮), মনির আলীর ছেলে শাহরিয়ার (২০), আরফান আলীর ছেলে ইব্রাহীম আহমদ (২২) এবং উপজেলার গুজ্ছগ্রামের জিয়া উদ্দিনের ছেলে ফরহাদ আলী (১৫)।
এলাকাবাসী জানান, সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট (সরুফৌদ) নামকস্থানে জাফলং থেকে সিলেটগামী একটি বাস দরবস্ত থেকে জৈন্তাপুরগামী দুইটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মোটরসাইকেলের এক আরোহী মারা যান। আহত হন পাঁচজন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়।
তামাবিল হইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, দুর্ঘটনাস্থলে গিয়ে পুলিশের একটি নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত দুইটি মোটরসাইকেল থানায় আনা হয়েছে। ঘাতক বাস আটকের চেষ্টা চলছে। আহতদের চিকিৎসার খোঁজ নেওয়া হচ্ছে।”
ঢাকা/নূর/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত দ র ঘটন উপজ ল
এছাড়াও পড়ুন:
সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার পথে হাউসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছেন।
নিহত শিক্ষার্থীর নাম মোছা. রুবিনা আফসানা (রিংকী)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে ১১ জন একই বিভাগের শিক্ষার্থী এবং একজন শিক্ষক বলে জানা গেছে।
আরো পড়ুন:
হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
স্থানীয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুবিনা আফসানা নামের ওই শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘‘দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’’
ঢাকা/শংকর/রাজীব