লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষুণ্ণ হচ্ছে
Published: 31st, August 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বারবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। এ ব্যাপারে ডাকসু নির্বাচনে ছাত্রদলের আইন ও অভিযোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা চিফ রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
রবিবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে অভিযোগ জানানোর পর সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন করেন কমিটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সমর্থিত প্যানেলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন।
আবিদুল অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির পরিচালিত ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তাদের সংবর্ধনার নামে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি, জিএস, এজিএস প্রার্থীসহ অন্য সদস্যরা খাবার ও উপঢৌকন দিয়ে ভোট চাইছেন।
ঢাবির ফেসবুক গ্রুপ নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ১ ও শিক্ষার্থী সংসদ ২ গ্রুপকে কেন্দ্র করে আমরা বারবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছি। আজ আবারো জানালাম যে এই গ্রুপগুলো নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষুণ্ণ করছে। অথচ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”
আবিদুল দাবি করেন, ছাত্রশিবির প্যানেলের এক প্রার্থী ক্লাসরুমে গিয়ে ভোট চেয়েছেন।
তিনি বলেন, “এভাবে বারবার আচরণবিধি লঙ্ঘন হলে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষুণ্ণ হচ্ছে।
এছাড়া ডাকসু নির্বাচন সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষিত টানা ছয় দিনের ছুটি (শুক্র ও শনিবারের সরকারি ছুটিসহ) অনাবাসিক শিক্ষার্থীদের ভোট দানে নিরুৎসাহিত করার শামিল বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
সৌরভ
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মনোনয়নপত্র নিতে এসে স্লোগান, আচরণবিধি ভাঙলেন এক শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) মনোনয়নপত্র নিতে এসে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। তাঁর নাম সালমান রহমান। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে চাকসুর কার্যনির্বাহী সদস্যপদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।
নির্বাচনী আচরণবিধি–২ এর ক অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো প্রকার মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। প্রার্থী পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন না।
সরেজমিনে দেখা যায়, সালমান রহমান ৮ থেকে ১০ জন সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন। মনোনয়নপত্র নেওয়ার পর চাকসু ভবনের ভেতরেই সালমানের নাম ধরে স্লোগান দেন সমর্থকেরা। স্লোগান দিতে দিতে চাকসু ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে নামেন তাঁরা। এ সময় সালমান রহমান সবার মাঝখানেই ছিলেন। তাঁকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়।
আচরণবিধি ভাঙার বিষয়টি স্বীকার করে সালমান রহমান প্রথম আলোকে বলেন, দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি। স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়বেন। তাঁর সমর্থকেরা না বুঝে স্লোগান দিয়েছেন। এ ধরনের ভুল আর হবে না।
জানতে চাইলে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন প্রথম আলোকে বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি তিনি শুনেছেন। এসব বিষয় দেখভালের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি এ বিষয়ে ব্যবস্থা নেবে।
দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। গত রোববার থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ। আজ মনোনয়নপত্র সংগ্রহ করার শেষ দিন।
নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র বুধবার পর্যন্ত জমা দেওয়া যাবে। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।