ব্র্যাক নিয়োগ দেবে সিনিয়র ট্রেইনার/ ট্রেইনার, জাপানি ভাষা পদে। আবেদন করা যাবে ৩০ আগস্ট ২০২৫ পর্যন্ত। ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট (বিআইএসডি) পরিচালিত এমপাওয়ারিং ইয়ুথ ইন বাংলাদেশ ফর গ্লোবাল অপরচুনিটিজ প্রকল্পের আওতায় এই নিয়োগ দেওয়া হবে। প্রকল্পটির লক্ষ্য হলো বাংলাদেশি তরুণদের জাপানের স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার (SSW) কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও সনদ অর্জনে সহায়তা করা। বিশেষ করে কেয়ারগিভার হিসেবে কাজের সুযোগ তৈরি হবে।

যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীদের ভাষাবিজ্ঞানে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাপানি ভাষা (এন৫ ও এন৪) প্রশিক্ষণে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান, ইমিগ্রেশন ও কনসালটেন্সি বা এডটেক স্টার্টআপে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশাল নিয়োগ, পদ ১১৭০৯ আগস্ট ২০২৫দায়িত্ব

জাপানি ভাষা ও সংস্কৃতির প্রশিক্ষণ প্রদান

প্রশিক্ষণ মডিউল ও মূল্যায়ন পদ্ধতি তৈরি

প্রশিক্ষণার্থীর অগ্রগতি পর্যবেক্ষণ ও রিপোর্ট প্রস্তুত

দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ

টিম ম্যানেজমেন্ট ও প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়ন

এ ছাড়া প্রার্থীদের সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা ও স্বতন্ত্রভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। পাশাপাশি সেফগার্ডিং নীতি মেনে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

কর্মস্থল: মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নীলফামারী ও চট্টগ্রামের মিরসরাইয়ে কাজের সুযোগ রয়েছে। চাকরিটি চুক্তিভিত্তিক হবে।

আরও পড়ুনপানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮৪১০ আগস্ট ২০২৫একনজরে

প্রতিষ্ঠান: ব্র্যাক

পদ: সিনিয়র ট্রেইনার/ ট্রেইনার, জাপানি ভাষা

যোগ্যতা: ভাষাবিজ্ঞানে স্নাতক/স্নাতকোত্তর, অন্তত ৩ বছরের অভিজ্ঞতা

কর্মস্থল: মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নীলফামারী, চট্টগ্রাম (মিরসরাই)

আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট ২০২৫

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট র ইন র আগস ট

এছাড়াও পড়ুন:

বিদ্যানিকেতন হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটুর্নি জেনারেল ও বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ব্যারিষ্টার মেহেদী হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের চেয়ারম্যান এবং বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য বদিউজ্জামান বদু। এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৯০ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এরআগে অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটুর্নি জেনারেল ও বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ব্যারিষ্টার মেহেদী হাসান বলেন, শুধু মাত্র পুথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য খেলাধুলার প্রতি দৃষ্টি দিতে হবে। 

তিনি বলেন, বাংলাদেশ এখন খেলাধুলার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আমাদের ক্রিকেট এবং নারী ফুটবল নিয়ে গৌরব বোধ করতে পারি। এথলেট ও সাঁতার নিয়ে প্রশিক্ষন বাড়াতে হবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো কে এগিয়ে আসতে হবে। 

বিশেষ অতিথি ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের চেয়ারম্যান এবং বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য বদিউজ্জামান বদু বলেন, খেলাধুলায় আমাদের মেয়েরা অনেক এগিয়ে গেছে। আন্তর্জাতিক পর্যায়ে মেয়েরা ফুটবলে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ান  হচ্ছে। আমাদের ছেলে মেয়েদের এগিয়ে নিয়ে যেতে হবে। 

তিনি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার উপর গুরুত্ব দেয়ার জন্য শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, ট্রাস্টের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল ও সাবেক পিপি এবং বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য এডভোকেট নবী হোসেন ও  প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা উপস্থিত ছিলেন। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • খালেদা জিয়ার জন্মদিনে সোনারগাঁও উপজেলা বিএনপির দোয়া মাহফিল
  • মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • ভোলাগঞ্জের লুটকৃত ৪০ হাজার ঘনফুট পাথর ডেমরা থেকে উদ্ধার
  • নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে তলব আদালতের
  • সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মামুন ও রনি আহত 
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এর পরিচিতি সভা
  • জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক কমিটি ঘোষণা 
  • ফতুল্লায় ১৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫ লাখ টাকা জরিমানা
  • বিদ্যানিকেতন হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ