কিশোরগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
Published: 5th, September 2025 GMT
কিশোরগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন অলওয়েদার সড়কের অষ্টগ্রামের কাস্তুল ইউনিয়নের বাইশ মিটার সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, মোটরসাইকেলের ২ আরোহী নিহত
গোপালগঞ্জে গাড়ির চাপায় বৃদ্ধা নিহত
নিহত রাকিব (২৫) ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার বাবুখালী গ্রামের আবদুল মজিদের ছেলে। অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘‘অষ্টগ্রাম থেকে মিঠামইনের উদ্দেশে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সড়কের পাশে নিরাপত্তা খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান চালক রাকিব। আহত হন অপর দুই আরোহী। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’’
ঢাকা/রুমন/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু
আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।
জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।