বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২৫
Published: 11th, September 2025 GMT
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের মুলাদীতে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ছাত্রশিবিরের ২০ জন এবং ছাত্রদলের ৫ জন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মুলাদী সরকারি কলেজে এ সংঘর্ষ হয়।
আহত শিবিরকর্মীরা অভিযোগ করেছেন, মুলাদী সরকারি কলেজে ২৩ সেপ্টেম্বর এক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে বৃহস্পতিবার প্রস্তুতি সভা করছিল ছাত্রশিবির। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে হামলা চালানো হয়। ছাত্রশিবিরের আহত ছয় কর্মীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে, অভিযোগ অস্বীকার করে মুলাদী পৌর যুবদলের আহ্বায়ক মো.
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কলেজের অনতিদূরে দলীয় কার্যালয়ে আজ বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কর্মীসভা ছিল। ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে যাচ্ছিলেন। অপরদিকে, কলেজ ক্যাম্পাসে ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিএনপি নেতাদের কটূক্তি করে স্লোগান দিলে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষের অনেকে আহত হন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেছেন, গতকাল কলেজে একাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে ছাত্রদলের কয়েকজন নেতা মঞ্চে থাকায় ছাত্রশিবিরের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়। এ ঘটনার জের ধরে আজ সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে উভয় পক্ষকে নিবৃত্ত করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই মেলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কয়েকজন আহত হয়েছেন।
ঢাকা/পলাশ/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল র ন ত কর ম ত কর ম র স ঘর ষ
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট