খেলোয়াড়ি জীবনে তিনি নিজেই পাকিস্তানের বিপক্ষে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। ক্রিকেটের ময়দানি লড়াইয়ে ভারত-পাকিস্তান ম্যাচকে একসময় সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলেও মনে করেছেন। কিন্তু এখন দিন পাল্টেছে। ভারত-পাকিস্তান ম্যাচ এখন আর টানে না সৌরভ গাঙ্গুলীকে। কারণ, প্রতিদ্বন্দ্বিতাই তো নেই!

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কলকাতায় এক অনুষ্ঠানে গাঙ্গুলী যা বলেছেন, সেসব শুনে তাঁর ভক্তরা এমনটা আন্দাজ করে নিতেই পারেন। গত রোববার গ্রুপ পর্বে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ভারত। পাকিস্তানের ১২৭ রান তাড়া করতে নেমে ভারত জিতেছে ২৫ বল হাতে রেখে। ম্যাচটা যে এতটা একপেশে হবে, সেটা কার জানা ছিল!

আরও পড়ুনকীভাবে নেট রান রেট হিসাব করা হয়, সুপার ফোরে উঠতে বাংলাদেশের হিসাব কী২ ঘণ্টা আগে

সৌরভও তাই বেশ আগ্রহ নিয়েই বসেছিলেন টিভির সামনে। কিন্তু ব্যাটিংয়ে নামা পাকিস্তানের অনেকটাই নিঃশর্ত আত্মসমর্পণ দেখে ভারতের সাবেক এই অধিনায়কের আর ম্যাচটি দেখতে ইচ্ছা হয়নি। চ্যানেল পাল্টে দেখেছেন  ‘ম্যানচেস্টার ডার্বি।’ শুনুন সৌরভের মুখেই, ‘যা দেখেছি, তাতে আমি আসলে বিস্মিত হইনি। প্রথম ১৫ ওভার দেখার পর আর দেখিনি। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির ম্যাচ দেখেছি।’

এশিয়া কাপে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ