নারায়ণগঞ্জের একটি গোষ্ঠী চানমারিকে জিম্মি করেছিল : টিপু
Published: 13th, January 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, একটা সময় ছিল চানমারির কথা শুনলে আমরা ভয় পেতাম। চানমারি এসে আমরা অনুষ্ঠান করবো কখনো চিন্তাও করতে পারেনি। নারায়ণগঞ্জের একটি গোষ্ঠী চানমারিকে জিম্মি করে রেখেছিল তাদের স্বার্থের জন্য। চানমারিতে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে বহু গন্যমান্য ব্যক্তিবর্গ বসবাস করে।
আর গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সাথে সাথে খুনি শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমান পালিয়ে যাওয়ার চানমারি মুক্ত হয়েছে। এখন চানমারির মানুষ প্রাণ খুলে বলতে পারে আমরা নারায়ণগঞ্জবাসী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেল তিনটায় শহরের চানমারি নতুন সড়কের সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, গত ১৬টি বছর বাংলাদেশের মানুষ তাদের মৌলিক অধিকার পায় নাই। মানবিক অধিকার, রাজনৈতিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতার অধিকার, মানুষের বাক স্বাধীনতা ছিল না, রাজনৈতিক দলগুলো মিটিং মিছিল সমাবেশ করতে পারে নাই। আর এই সুযোগে ফ্যাসিস আওয়ামী লীগ ব্যাংক লুট করেছে, শেয়ার বাজার লুট করেছে, এদেশের অর্থনীতি কে ধ্বংস করে দিয়ে হাজার হাজার টাকা লুটপাট করে তারা বিদেশে পাচার করেছে।
আর যারাই তাদের এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছে তাদের কণ্ঠরোধ করে দিয়েছে মামলা হামলা দিয়ে তাদেরকে হয়রানি করেছে এবং আয়না ঘর করে মানুষকে জিম্মি করে অন্ধকারে রেখে নির্মল অত্যাচার করেছিল। তাদের অত্যাচারে কেউ সত্য কথা বলতে সাহস পায়নি। হত্যা,গুম, খুনের মাধ্যমে দাবিয়ে রাখা হয়েছিল।
মহানগর ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল বাবু'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মজিবর রহমান, হাবিবুর রহমান মিঠু, মাকিত মোস্তাকিম শিপলু, মহানগর বিএনপি নেতা সরকার আলম, আক্তার হোসেন, ১২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাচ্চু বাদশা, সহ-সভাপতি শাহাবুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মিয়া, সাইদুর রহমান টিটু, মানিক বেপারী, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক শিপলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উৎস: Narayanganj Times
এছাড়াও পড়ুন:
আড়াইহাজারে তিন হাজার নারী-পুরুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে তিন হাজার নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
ফতেহপুর ইউনিয়ন পরিষদ মাঠে শুক্রবার সকাল ৭টায় শুরু হয় এ মেডিকেল ক্যাম্প। কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতেপুর ইউনিয়ন শাখা।
এ কর্মসূচিতে বিভিন্ন বয়সের মানুষ সকাল থেকেই সারিবদ্ধভাবে চিকিৎসা নিতে আসেন। চোখ, চর্ম, শিশু, নারী ও সাধারণ রোগের চিকিৎসা দেওয়া হয়। একই সঙ্গে রোগ অনুযায়ী দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ। আয়োজকদের দাবি, সাড়ে তিন হাজারের মতো মানুষ সেবা নিয়েছেন এই কর্মসূচি থেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি ডা. আলী আশরাফ খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা দক্ষিণের আমীর মাওলানা হাদিউল ইসলাম, কেন্দ্রীয় ন্যাশনাল ডক্টরস ফোরামের এইচআরডি সম্পাদক ডা. মোহাম্মদ আব্দুল মালেক, উপজেলা বাইতুলমাল সম্পাদক ও তদারককারী প্রফেসর আজিজুল হক প্রমুখ।
কর্মসূচির সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মো. রাসেল মাহমুদ।
স্থানীয়ভাবে আয়োজনটি নিয়ে এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। অনেকেই বলেন, এমন উদ্যোগে গ্রামের সাধারণ মানুষ বিনা খরচে চিকিৎসা পেয়ে উপকৃত হচ্ছেন।